গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি।

Virat Kohli and Gautam Gambhir to BCCI: গম্ভীরের সঙ্গে পুরনো ঝামেলা নিয়ে বোর্ডকে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন বিরাট? কী বলেছেন?

নয়াদিল্লি: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সম্পর্কের শীতলতার কথা সকলেই জানেন। এক সময় গম্ভীর নিজের ম্যাচ সেরার পুরস্কার দিয়ে দিয়েছিলেন তরুণ ক্রিকেটার বিরাট কোহলিকে। তার পরে দু’জনের সম্পর্ক নিয়ে তিক্ততা বারবার দেখা গিয়েছে। সেই বিরাট কোহলি ব্যাটার হিসাবে কিংবদন্তি হয়ে গিয়েছেন, আর গম্ভীর নতুন করে কোচ হিসাবে কেরিয়ার শুরু করেছেন। গম্ভীর ভারতের কোচ হয়ে আসার পরে নানা মহলে এই প্রশ্ন উঠেছিল যে গম্ভীর-বিরাটের সম্পর্কের তিক্ততার প্রভাব ভারতীয় দলে পড়বে না তো?

আরও পড়ুন: কনফার্মড টিকিট পাচ্ছেন না? কোন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কেমন?

সংবাদমাধ্যম Cricbuzz-এ প্রকাশিত হওয়া একটি রিপোর্ট অনুযায়ী, “কোহলি বিসিসিআই কর্তাদের জানিয়েছেন যে গম্ভীরের সঙ্গে কাজ করতে কোহলির কোনও সমস্যা নেই। অতীতে আইপিএলের ম্যাচে গম্ভীরের সঙ্গে কোহলির যে তিক্ততা দেখা গিয়েছিল তার প্রভাব ভারতীয় দলের ড্রেসিং রুমে পড়বে না”।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

সেই প্রতিবেদনে আরও লেখা হয়েছে যে, বিশ্বকাপে ফাইনালের পরে এই নিয়ে আলোচনাও হয়েছে। গম্ভীরের মতো কোহলিও দিল্লি থেকে উঠে এসেছেন, কোহলি বোর্ড কর্তাদের জানিয়েছেন যে তাঁরা অতীতের তিক্ততা ভুলে দেশের জন্য কাজ করতে প্রস্তুত”। যদিও এবারের আইপিএলে গম্ভীর জড়িয়ে ধরেছিলেন কোহলিকে, দু’জনকে একসঙ্গে খুশি মনে দেখে অনেক ভক্তই নিশ্চিন্ত হয়েছিলেন যে দু’জনের সম্পর্কের তিক্ততা কেটে গেল।