RCB vs KKR: টস জিতলেন বিরাট কোহলি, কলকাতার বিরুদ্ধে আগে বল করবে আরসিবি

বেঙ্গালুরু: সেদিন ইডেনে হাজির ছিলেন শাহরুখ খান। তার সামনে বেঙ্গালুরুকে হারিয়েছিল নাইট রাইডার্স। তারপর থেকেই ব্যর্থতার শুরু কলকাতার। এপ্রিলের প্রথম সপ্তাহে ইডেনে সেই ম্যাচে ৮১ রানে আরসিবি’কে হারিয়েছিল কলকাতা। পাশাপাশি, ঘরের মাঠে পাঁচ ম্যাচ খেলে দুটোতে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্সরা। অর্থাৎ, ফাফ ডু’প্লেসি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েলরা চিন্নাস্বামীতে মোটেও অপরাজেয় নন।

সাত ম্যাচের মাত্র দুটোতে জিতেছে নীতীশ রানার দল। সেই জয় এসেছে শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিংয়ের একক অবিশ্বাস্য নৈপুণ্যে। নাহলে উভয় ম্যাচেই শোচনীয় অবস্থায় ছিল নাইটদের। প্রশ্ন উঠছে, খাদের কিনারা থেকে কলকাতা কি ঘুরে দাঁড়াতে পারবে? এটা ঘটনা যে কুড়ি ওভারের কোটিপতি লিগে তা অসম্ভব নয়।

চন্দ্রকান্ত পণ্ডিতের দল তাই সবাইকে চমকে দিয়ে জয়ের সরণিতে ফিরতেই পারে। তবে এই মুহূর্তে কলকাতাকে কিছুতেই জমাট দেখাচ্ছে না। ওপেনিং জুটি পাল্টে যাচ্ছে নিয়মিত। এবং কোনও পরীক্ষাই সফল হচ্ছে না। নীতীশ, বেঙ্কটেশ আয়াররা ধারাবাহিক নন। জগদীশন, মনদীপ সিংরা চরম ব্যর্থ। আন্দ্রে রাসেলকে দেখাচ্ছে অতীতের ছায়া। ব্যাটে বড় শট আসছে না।

কোনও ম্যাচে পুরো কোটার বোলিংও করছেন না। স্রেফ সুনাম ভাঙিয়ে খেলে চলেছেন। আর এক ক্যারিবিয়ান, সুনীল নারিনকেও বড্ড সাদামাটা দেখাচ্ছে। পেস বোলিংও ছন্নছাড়া। ডু’প্লেসি ও বিরাটের ওপেনিংই দলের শক্তি। এরপর ম্যাক্সওয়েল ছাড়া কেউ ব্যাটে এখনও পর্যন্ত ঝড় তুলতে পারেননি। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে বলা যায় না সব সময় ফেভারিট দল জিতবে। কিন্তু পারফরম্যান্স অনুযায়ী আজ বিরাট কোহলির দল কেকেআরের বিরুদ্ধে ফেভারিট এতে আশ্চর্যের কিছু নেই। বেঙ্গালুরু দলে পরিবর্তন নেই। কলকাতার একটি পরিবর্তন। খেজরলিইয়ার জায়গায় দলে এলেন বৈভব অরোরা।