Tag Archives: KKR vs RCB

Virat Kohli: আম্পায়ারের সঙ্গে মাঠেই আউট নিয়ে তর্ক! এবার শাস্তি পেলেন বিরাট কোহলি

কলকাতা: কেকেআরের বিরুদ্ধে হর্ষিত রানার ফুলটস বলে বিরাট কোহলির আউট নিয়ে বিতর্কের অন্ত নেই। বলটি নো বল ছিল কিনা তা নিয়ে নেট দুনিয়ায় চলছে যুক্তি-পাল্টা যুক্তি। কিন্তু মাঠে আম্পায়দের সঙ্গে তর্ক জড়ানোয় ঘটনায় রেহাই পেলেন বিরাট কোহলি। মাথা গরমের খেসারত দিতে গিয়ে শাস্তি পেলেন আরসিবি তারকা।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় ওভারে হর্ষিত রানার স্লোয়ার ফুলটস বলে ক্যাচ আউট হন কোহলি। বিরাট দাবি করেন সেই বল তাঁর কোমড়ের উপর ছিল। কোহলির দাবির পর থার্ড আম্পায়ার করা হয়। তবে থার্ড আম্পায়ার দেখে আউটের সিদ্ধান্ত নেন। মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন কোহলি। মাঠ ছাড়ার সময়ও বিরক্তি প্রকাশ করেন। ডাগআউটে বসেও কোহলি বারবার নিজের আউট নিয়ে কথা বলতে থাকেন।

ম্য়াচে যেভাবে আম্পায়ারের সঙ্গে কোহলি তর্ক করেছেন, তা দেখে দখনই মনে হয়েছিল শাস্তি হতে পারে বিরাটের। ম্যাচে শেষে বিরাট কোহলির বিরুদ্ধে আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয় ম্যাচ রেফারির তরফে। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারা অনুযায়ী কোহলিকে লেভেল-ওয়ান পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। যার ফলে কোহলির ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করেছে বিসিসিআই।

আরও পড়ুনঃ KKR News: স্টার্কের উপর রেগে লাল শ্রেয়স! হয়ে গেল চূড়ান্ত সিদ্ধান্ত? জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, এবার আইপিএলের কোমড়ের উপর ফুলটস বলে আউট দেখার জন্য একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেখানে প্লেয়ারের উচ্চতার মাপ প্রযুক্তির কাছে দেওয়া রয়েছে। সঙ্গে বলের উচ্চতাও মাপবে ওই প্রযুক্তি। ব্যাটার ফুলটস বলটি কোথায় খেলছেন, তা যদি সরাসরি কোমড়ের উপর হয় তাহলে আউট। তবে বল যদি নীচু হতে থাকে তাহলে ওই প্রযুক্তি মাধ্যমে তা বোঝা যাবে। পপিম ক্রিজের ভিতর যখন বল প্রবেশ করবে তখন প্রযুক্তির মাধ্যমে বলের উচ্চতা দেখা হবে। তখন সেই উচ্চতা ব্যাটারের কোমড়ের থেকে বেশি না কম তা দেখে নো বল বা ন্যায্য় ডেলিভারি বিবেচনা করা হবে।

কোহলি এদিন হর্ষিত রানার বলে যখন ব্যাট করছিলেন পপিং ক্রিজের অনেকটা বাইরে ছিলেন। ফলে কোহলি যেখানে বল ব্যাটে সংযোগ হয় তখন কোহলির মনে হয় তা নো বল ছিল। কিন্তু প্রযুক্তির মাধ্যমে যখন দেখা হয় তখন বোঝা যায় বল যখন পপিং ক্রিজের ভিতরে প্রবেশ করছে তখন তা কোহলির কোমড়ের উচ্চতার থেকে নীচে। সেই কারণেই আম্পায়ারের সিদ্ধান্ত সঠির সিদ্ধান্তই ছিল।

Virat Kohli: কেকেআর বিরুদ্ধ করেন মাত্র ১৮ রান, তারপরও একাধিক রেকর্ড কোহলির ঝুলিতে

কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। ২টি ছয় মারেন তিনি। সংক্ষিপ্ত ইনিংসেও ৩টি বড় রেকর্ড গড়েছেন কোহলি।
কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। ২টি ছয় মারেন তিনি। সংক্ষিপ্ত ইনিংসেও ৩টি বড় রেকর্ড গড়েছেন কোহলি।
আইপিএল কেরিয়ারে ২৫০টি ছয় মারার মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি।
আইপিএল কেরিয়ারে ২৫০টি ছয় মারার মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি।
তবে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০টি ছয় মারার রেকর্ড কোনও ব্যাটারের নেই। আরসিবির হয়ে সেই রেকর্ডও  করে দেখালেন বিরাট কোহলি।
তবে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০টি ছয় মারার রেকর্ড কোনও ব্যাটারের নেই। আরসিবির হয়ে সেই রেকর্ডও করে দেখালেন বিরাট কোহলি।
আইপিএলে দ্বিতীয় ভারতীয় হিসেবে ২৫০টি ছয় মারার রেকর্ডও গড়লেন  বিরাট কোহলি। এর আগে রোহিত শর্মার আইপিলে ২৫০টি ছয় মারার রেকর্ড রয়েছে।
আইপিএলে দ্বিতীয় ভারতীয় হিসেবে ২৫০টি ছয় মারার রেকর্ডও গড়লেন বিরাট কোহলি। এর আগে রোহিত শর্মার আইপিলে ২৫০টি ছয় মারার রেকর্ড রয়েছে।
আইপিলের ইতিহাসে সর্বাধিক ছয় মারার নিরিখে চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। ৩৫৭টি ছয় মেরে প্রথম গেইল, ২৭৫টি ছয় মেরে দ্বিতিয় রোহিত, ২৫১ ছয় মেরে তৃতীয় ডিভিলিয়ার্স, ২৫০টি ছয় মেরে চতুর্থ কোহলি।
আইপিলের ইতিহাসে সর্বাধিক ছয় মারার নিরিখে চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। ৩৫৭টি ছয় মেরে প্রথম গেইল, ২৭৫টি ছয় মেরে দ্বিতিয় রোহিত, ২৫১ ছয় মেরে তৃতীয় ডিভিলিয়ার্স, ২৫০টি ছয় মেরে চতুর্থ কোহলি।

KKR vs RCB: কেকেআর বনাম আরসিবির রুদ্ধশ্বাস ম্যাচে হল ৫ বড় রেকর্ড, জেনে নিন বিস্তারিত

ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে আরসিবির বিরুদ্ধে জয় পায় নাইটরা। দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচে হল ৫টি রেকর্ডও।
ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে আরসিবির বিরুদ্ধে জয় পায় নাইটরা। দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচে হল ৫টি রেকর্ডও।
কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। ২টি ছয় মারেন তিনি। এর সৌজন্যে আইপিএলে ২৫০টি ছয়ের মাইলস্টোন টপকে গেলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে চতুর্থ ও ভারতীয় হিসেবে দ্বিতীয় ব্যাচার হিসেবে আইপিএলে ২৫০টি ছয় মারার রেকর্ড গড়লেন কোহলি।
কেকেআরের বিরুদ্ধে ৭ বলে ১৮ রান করেন বিরাট কোহলি। ২টি ছয় মারেন তিনি। এর সৌজন্যে আইপিএলে ২৫০টি ছয়ের মাইলস্টোন টপকে গেলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে চতুর্থ ও ভারতীয় হিসেবে দ্বিতীয় ব্যাচার হিসেবে আইপিএলে ২৫০টি ছয় মারার রেকর্ড গড়লেন কোহলি।
আরসিবির বিরুদ্ধে দুই উইকেট নেওয়ার সঙ্গে আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন সুনীল নারিন। আরসিবির বিরুদ্ধে ২টি উইকেট নিয়ে নারিনের উইকেট সংখ্যা দাঁড়াল ১৭২। যা আইপিএলের ইতিহাসে যে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ।
আরসিবির বিরুদ্ধে দুই উইকেট নেওয়ার সঙ্গে আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন সুনীল নারিন। আরসিবির বিরুদ্ধে ২টি উইকেট নিয়ে নারিনের উইকেট সংখ্যা দাঁড়াল ১৭২। যা আইপিএলের ইতিহাসে যে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ।
আইপিএলের ইতিহাসে এই প্রথম ১ রানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে আরসিবির বিরুদ্ধে  ও ২০২০ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানের জিতেছিল কেকেআর। ১ রানে এই প্রথম।
আইপিএলের ইতিহাসে এই প্রথম ১ রানে ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে আরসিবির বিরুদ্ধে ও ২০২০ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানের জিতেছিল কেকেআর। ১ রানে এই প্রথম।
উল্টোদিকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এর আগে কোনও দিন ১ রানে ম্যাচ হারেনি। এর আগে ২০১৪ সালে কেকেআরের বিরুদ্ধেই ২ রানে হেরেছিল আরসিবি। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার।
উল্টোদিকেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এর আগে কোনও দিন ১ রানে ম্যাচ হারেনি। এর আগে ২০১৪ সালে কেকেআরের বিরুদ্ধেই ২ রানে হেরেছিল আরসিবি। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার।
কেকেআরের ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে ২২২ রানে অলআউট হয়ে যায় আরসিবি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল ১০ উইকেট হারিয়ে সবথেকে বেশি রান করল।
কেকেআরের ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে ২২২ রানে অলআউট হয়ে যায় আরসিবি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল ১০ উইকেট হারিয়ে সবথেকে বেশি রান করল।

KKR vs RCB: আরসিবির বিরুদ্ধে কেকেআরের জয়ের ৫ নায়ক! এরা না থাকলে হাসি ফুটত না ফ্যানেদের

ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই জয়ে ৫ তারকার গুরুত্বপূ্ণ অবদান রয়েছে। তা না হলে এই জয় সম্ভবই হত না। (Photo Courtesy- IPL X)
ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই জয়ে ৫ তারকার গুরুত্বপূ্ণ অবদান রয়েছে। তা না হলে এই জয় সম্ভবই হত না। (Photo Courtesy- IPL X)
ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং: আরসিবির বিরুদ্ধে ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন ফিল সল্ট। দলের ভিতটা গড়ে দিয়েছিলেন তিনিই। ১৪ বলে ৪৮ রান করেন সল্ট। ৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।  (Photo Courtesy- IPL X)
ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং: আরসিবির বিরুদ্ধে ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন ফিল সল্ট। দলের ভিতটা গড়ে দিয়েছিলেন তিনিই। ১৪ বলে ৪৮ রান করেন সল্ট। ৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। (Photo Courtesy- IPL X)
শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরি: ব্যাটিংয়ের সময় মাঝে যখন একটু চাপে পড়েছিল কেকেআর সেই সময় অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। এই মরশুমের প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি।   (Photo Courtesy- IPL X)
শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরি: ব্যাটিংয়ের সময় মাঝে যখন একটু চাপে পড়েছিল কেকেআর সেই সময় অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। এই মরশুমের প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি। (Photo Courtesy- IPL X)
রমনদীপ সিংয়ের স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং: স্লগ ওভারে একটা সময় মনে হয়েছিল কেকেআরের ২০০-র মধ্যেই আটকে যাবে। কিন্তু স্লগ ওভারে ছোট হলেও কার্যকরী ৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন রমনদীপ সিং। ২টি ছয় ও ২টি চার মারেন তিনি।   (Photo Courtesy- IPL X)
রমনদীপ সিংয়ের স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং: স্লগ ওভারে একটা সময় মনে হয়েছিল কেকেআরের ২০০-র মধ্যেই আটকে যাবে। কিন্তু স্লগ ওভারে ছোট হলেও কার্যকরী ৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন রমনদীপ সিং। ২টি ছয় ও ২টি চার মারেন তিনি। (Photo Courtesy- IPL X)
দুরন্ত বোলিং রাসেলের: ব্যাটে হাতে আরসিবির বিরুদ্ধে অপরাজিত ২৭ রান করলেও খুব একটা তাণ্ডব চালাতে পারেননি। কিন্তু সেই খামতি বোলিংয়ে মিটিয়ে দেন রাসেল। ৩ ওভারে ২৫ রান দিয়ে উইল জ্যাক, রজত পাতিদার ও দীনেশ কার্তিকের মত ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন রাসেল।   (Photo Courtesy- IPL X)
দুরন্ত বোলিং রাসেলের: ব্যাটে হাতে আরসিবির বিরুদ্ধে অপরাজিত ২৭ রান করলেও খুব একটা তাণ্ডব চালাতে পারেননি। কিন্তু সেই খামতি বোলিংয়ে মিটিয়ে দেন রাসেল। ৩ ওভারে ২৫ রান দিয়ে উইল জ্যাক, রজত পাতিদার ও দীনেশ কার্তিকের মত ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন রাসেল। (Photo Courtesy- IPL X)
সুনীল নারিনের অনবদ্য বোলিং: এদিন কেকেআরের বোলিং লাইনের অন্যান্য বোলাররা যেখানে অনেক বেশি রান খরচ করেছে। সেখানে সুনীল নারিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। একই ওভারে ক্যামেরন গ্রিন ও মহিপাল লোমরোরকে আউট করে কেকেআরের ম্যাচে ফেরান তিনি।  (Photo Courtesy- IPL X)
সুনীল নারিনের অনবদ্য বোলিং: এদিন কেকেআরের বোলিং লাইনের অন্যান্য বোলাররা যেখানে অনেক বেশি রান খরচ করেছে। সেখানে সুনীল নারিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। একই ওভারে ক্যামেরন গ্রিন ও মহিপাল লোমরোরকে আউট করে কেকেআরের ম্যাচে ফেরান তিনি। (Photo Courtesy- IPL X)

KKR vs RCB: আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় পেল কেকেআর, আইপিএল থেকে বিদায় কোহলিদের

কলকাতা: আইপিএলের ইতিহাসে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে ১ রানে আরসিবিকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট-বলে দুই দলের টানটান লড়াই দেখল ক্রিকেট প্রেমিরা। শেষ হাসি হাসল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২২২ রান করে নাইটরা। জবাবে ২০ ওভারে ২২০ রানে অলআউট হয়ে যায় আরসিবি। এই হারের ফলে আইপিএল ২০২৪ থেকে একপ্রকার বিদায় নিশ্চিত হয়ে গেল কোহলিদের।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। এদিন সুনীল নারিন রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করেন ফ্ল সল্ট। ১৪ বলে ৪৮ রান করে আউট হন তিনি। এরপর রানের গতি ভাল থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর। সুনীল নারিন ১০, আংক্রিশ রঘুবংশী ৩, ভেঙ্কটেশ আইয়ার ১৬, রিঙ্কু সিং ২৪ রান করে আউট হন। তবে এদিন ছন্দে ফেরেন শ্রেয়স আইয়ার। হাফ সেঞ্চুরি করেন তিনি।

স্লগ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন কেকেআর অধিনায়ক। ৩৬ বলে ৫০ করেন শ্রেয়স আইয়ার। রাসেল এদিন একটু নিষ্প্রভ থাকলেও রমনদীপ সিং স্লগ ওভারে মারকাটারি ব্যাটিং করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে কেকেআর। ৯ বলে ২৪ করে রমনদীপ সিং ও ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আরসিবির। ৩৫ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। যদিও কোহলি নিজের আউট নিয়ে অখুশি ছিলেন। হর্ষিত রানার ফুলটস বলে আউট হন কোহলি। বিরাটের দাবি অনুযায়ী তা কোমড়ের উপরে ছিল। তবে থার্ড আম্পায়ার দেখে তা আউটের সিদ্ধান্ত নেন। মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন কোহলি।

২ উইকেট হারানোর পর আরসিবির ইনিংসের রাশ ধরেন উইল জ্যাকস ও রজত পাতিদার। মারকাটারি ব্যাটিং করেন দুজনেই। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। অর্ধশতরান করেন দুজনেই। উইল জ্যাকস ৩২ বলে ৫৫ ও রজত পাতিদার ২৩ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর ক্যামেরন গ্রিন ও মাহিপাল লোমরর বড় রান পাননি।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

শেষের দিকে দীনেশ কার্তিক আরও একবার ম্যাচ বার করে নিয়ে যাচ্ছিলেন কেকেআর হাত থেকে। কিন্তু ২৫ রান করে কার্তিক আউট হওয়ার পর কেকেআর ধরে নিয়েছিল সহজেই আসবে জয়। শেষ ওভারে বাকি ছিল ২১ রান। ব্যাটে ছিলেন করণ শর্মা। কিন্তু অফ ফর্মে থাকা স্টার্ককে ৩টি ছয় মেরে ম্যাচের রং পাল্টে দেন করণ শর্মা। কিন্তু ওভারের পঞ্চম বলে আরসিবির ৩ রান দরকার জয়ের জন্য কট অ্যান্ড বোল্ড হন করণ। শেষ বলে আরসিবির দরকার ছিল ৩রান। ২ রান নিতে গিয়ে রান আউট হন লকি ফার্গুসন। ১ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে কেকেআর।

KKR vs RCB: শ্রেয়স-সল্ট-রমনদীপদের মারকাটারি ব্যাটিং! আরসিবিকে ২২৩ টার্গেট দিল কেকেআর

কলকাতা: শুরুতে ফিল সল্টের ব্যাটিং তাণ্ডব, মাঝে শ্রেয়স আইয়ারের অধিনায়কোচিত ইনিংস। সঙ্গে রমনদীপ সিং, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংদের ছোট হলেও গুরুত্বপূর্ণ অবদান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে ২২২ রানের চ্যালেঞ্জিং স্কোর করল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৫০ রান করে শ্রেয়স আইয়ার। আরসিবির হয়ে ২টি করে উইকেট নেন যশ দয়াল ও ক্যামেরন গ্রিন।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ওপেনিং জুটিতে এদিন সুনীল নারিন রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করেন পিল সল্ট। পাওয়ার প্লে-র ৪ ওভারের মধ্যেই কেকেআরের রান ৫০ পার হয়ে যায়। সৌজন্য ফিল সল্ট। ১৪ বলে ৪৮ রানে ইনিংস খেলে আউট হন তিনি। এরপর রানের গতি ভাল থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর।

সুনীল নারিন ১০, আংক্রিশ রঘুবংশী ৩, ভেঙ্কটেশ আইয়ার ১৬ করে আউট হন। তবে আরসিবির বিরুদ্ধে ছন্দে ফেরেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁকে কিছুটা সঙ্গ দেন রিঙ্কু সিং। ৪০ রানের মূল্যবান পার্টনারশিপ করেন তারা। রিঙ্কু সিং আউট হন ২৪ রান করে। এরপর শ্রেয়স আইয়ারের সঙ্গে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান আন্দ্রে রাসেল। ৩৫ বলে নিজের মরশুমের প্রথম অর্ধশতরান শ্রেয়স আইয়ার।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

স্লগ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন কেকেআর অধিনায়ক। ৩৬ বলে ৫০ করেন শ্রেয়স আইয়ার। রাসেল এদিন একটু নিষ্প্রভ থাকলেও রমনদীপ সিং স্লগ ওভারে মারকাটারি ব্যাটিং করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে কেকেআর। ৯ বলে ২৪ করে রমনদীপ সিং ও ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

KKR vs RCB: ম্যাচের আগে কোহলির ব্যাট ভেঙে ফেললেন রিঙ্কু! তারপর কী বললেন কোহলি, ভাইরাল ভিডিও

কলকাতা: রাজস্থান ম্যাচে হারের ধাক্কা থেকে ঘুড়ে দাঁড়ানোর লড়াই কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে রবিবার কেকেআরের প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মেগা ম্যাচের আগে এমন এক কাণ্ড ঘটালেন কেকেআর তারকা রিঙ্কু সিং, যেই ভিডিও এখন ভাইরাল ভিডিও। বিরাট কোহলির ব্যাট ভেঙে ফেললেন রিঙ্কু সিং।

আইপিএলের প্রথম পর্বে আরসিবির ঘরের মাঠ বেঙ্গালুরুতে খেলতে গিয়েছিল কেকেআর। সেই সময় রিঙ্কু সিংকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই ব্যাট অনুশীলনের ভেঙে যায়।আরসিবির বিরুদ্ধে ইডেনে কোহলির দেওয়া ব্যাট দিয়েই খেলার ইচ্ছে ছিল রিঙ্কুর। কিন্তু ব্যাট ভেঙে যাওয়ায় মন খারাপ কেকেআর তারকার।

তবে আরসিবি ইডেনে অনুশীলন করার সময় বিরাট কোহলির কাছে চলে যান রিঙ্কু সিং। গিয়ে জানান তাঁর দেওয়া ব্যাটটি ভেঙে যাওয়ার কথা। কোহলির কাছে আরও একটি ব্যাট চেয়ে বসেন রিঙ্কু। কোহলিও বলেন,’কেমন ব্যাট হলে তোর সুবিধা হবে খেলতে।’ রিঙ্কু জানান, ‘তোমার ব্যাট।’ রিঙ্কুকে আরও একটি নতুন ব্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন কোহলি।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

কলকাতা নাইট রাইডার্সের করফ থেকে বিরাট কোহলি ও রিঙ্কু সিংয়ের কথপোকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা মুহূর্তের মধ্যে ঝড় তোলে নেট দুনিয়ায়। এবার দেখার ইডেনে কেকেআর বনাম আরসিবি দ্বৈরথে শেষ হাসি কে হাসে।

KKR vs RCB: কেকেআর বনাম আরসিবি ম্যাচে বাধা হবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস, জেনে নিন বিস্তারিত

রবিবার আইপিএলের মেগা ম্য়াচে কলকাতাপ ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলি-শ্রেয়সদের লড়াইকে ঘিরে যেমন চড়ছে পাল্লা দিয়ে চড়ছে আবাহাওয়ারও পারদও।
রবিবার আইপিএলের মেগা ম্য়াচে কলকাতাপ ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলি-শ্রেয়সদের লড়াইকে ঘিরে যেমন চড়ছে পাল্লা দিয়ে চড়ছে আবাহাওয়ারও পারদও।
রবিবার দুপুরের ম্যাচে খেলতে নামার আগে কেকেআর ও আরসিবি দুই দলকেই চিন্তায় রেখেছে তীব্র দাবদাহ। এরই মধ্যে বাংলার একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাহলে কী রবিবার কেকেআরের ম্যাচেও বৃষ্টি হবে? ভেস্তে যেতে পারে ম্যাচ? এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে।
রবিবার দুপুরের ম্যাচে খেলতে নামার আগে কেকেআর ও আরসিবি দুই দলকেই চিন্তায় রেখেছে তীব্র দাবদাহ। এরই মধ্যে বাংলার একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাহলে কী রবিবার কেকেআরের ম্যাচেও বৃষ্টি হবে? ভেস্তে যেতে পারে ম্যাচ? এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে।তবে সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে।তবে সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি ছয় জেলায়। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি ছয় জেলায়। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না যেতে।
কলকাতায় শুকনো গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁতে পারে। দিনভর গরম বাতাস ও লু বইবার সম্ভাবনা। রবিবার চরমে উঠবে আবহাওয়া; আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। ফলে কেকেআরের ম্যাচে গরম সমস্যা হলেও বৃষ্টি সমস্যা করার কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় শুকনো গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁতে পারে। দিনভর গরম বাতাস ও লু বইবার সম্ভাবনা। রবিবার চরমে উঠবে আবহাওয়া; আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। ফলে কেকেআরের ম্যাচে গরম সমস্যা হলেও বৃষ্টি সমস্যা করার কোনও সম্ভাবনা নেই।

KKR vs RCB: আরসিবি বিরুদ্ধে নামার আগে বড় চিন্তা কেকেআরের! কীভাবে সারবে এই ‘রোগ’? জানুন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর রবিবার ইডেনে কেকেআরের সামনে আসিবি। প্রথম পর্বের ম্যাচে ডুপ্লেসি-কোহলিদের ঘরের মাঠে গিয়ে সহজ জয় পেয়েছিল নাইটরা। এবার হোম ম্যাচে আরসিবিকে হারানোর চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ারদের সামনে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর রবিবার ইডেনে কেকেআরের সামনে আসিবি। প্রথম পর্বের ম্যাচে ডুপ্লেসি-কোহলিদের ঘরের মাঠে গিয়ে সহজ জয় পেয়েছিল নাইটরা। এবার হোম ম্যাচে আরসিবিকে হারানোর চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ারদের সামনে।
তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের বোলিং লাইনের ব্যর্থতা। বিশেষ করে ডেথ ওভারে কেকেআরের বোলিং একেবারেই কাজ করছে না। রাজস্থানের বিরুদ্ধে শেষ ১৬ ওভারে ৯৬ রান দিয়েছিল নাইটরা।
তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের বোলিং লাইনের ব্যর্থতা। বিশেষ করে ডেথ ওভারে কেকেআরের বোলিং একেবারেই কাজ করছে না। রাজস্থানের বিরুদ্ধে শেষ ১৬ ওভারে ৯৬ রান দিয়েছিল নাইটরা।
কেকেআর মরশুমের প্রথম ৩ ম্যাচ জিতলেও পরের ৩ ম্যাচে মাত্র ১টি জিতেছে। এই ব্যর্থতার বড় কারণ হল বোলিং। মিচেল স্টার্কের ইকোনমি রেট ১০.৫৫, আন্দ্রে রাসেলেরও ইকোনমি ১০-এর বেশি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা সকলেরই ইকোনমি ১০-এর ঘরে।
কেকেআর মরশুমের প্রথম ৩ ম্যাচ জিতলেও পরের ৩ ম্যাচে মাত্র ১টি জিতেছে। এই ব্যর্থতার বড় কারণ হল বোলিং। মিচেল স্টার্কের ইকোনমি রেট ১০.৫৫, আন্দ্রে রাসেলেরও ইকোনমি ১০-এর বেশি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা সকলেরই ইকোনমি ১০-এর ঘরে।
একমাত্র কেকেআর বোলিং লাইনে উজ্জ্বল সুনীল নারিন। ব্যাট হাতে যেমন কামাল দেখাচ্ছেন, বোলিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।  ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার ৬ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তাঁর ইকোনমি রেট ৬.৮৮।
একমাত্র কেকেআর বোলিং লাইনে উজ্জ্বল সুনীল নারিন। ব্যাট হাতে যেমন কামাল দেখাচ্ছেন, বোলিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার ৬ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তাঁর ইকোনমি রেট ৬.৮৮।
এই পরিস্থিতিতে দলের ডেথ ওভারে খারাপ বোলিংয়ের রোগ সারাতে উঠে পরে লেগেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর ও বোলিং কোচ ভরত অরুণ। কারণ এই রোগ না সারলে আরসিবি লিগ টেবিলের শেষে রয়েছে ঠিকই, কিন্তু পচা শামুকে পা কাটতে পারে কেকেআরের।
এই পরিস্থিতিতে দলের ডেথ ওভারে খারাপ বোলিংয়ের রোগ সারাতে উঠে পরে লেগেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর ও বোলিং কোচ ভরত অরুণ। কারণ এই রোগ না সারলে আরসিবি লিগ টেবিলের শেষে রয়েছে ঠিকই, কিন্তু পচা শামুকে পা কাটতে পারে কেকেআরের।
তাই আরসিবি ম্যাচের আগে বোলারদের বিশেষ অনুশাীলন করিয়েছেন ভরত অরুণ। স্পট বোলিংয়ে জোর দিয়েছে। পিচে নানা জায়গায় চিহ্ন তৈরি করে সেখানে টানা বল করিয়েছেন বোলারদের। যাতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পট বোলিং করতে পারেন সকলেই।
তাই আরসিবি ম্যাচের আগে বোলারদের বিশেষ অনুশাীলন করিয়েছেন ভরত অরুণ। স্পট বোলিংয়ে জোর দিয়েছে। পিচে নানা জায়গায় চিহ্ন তৈরি করে সেখানে টানা বল করিয়েছেন বোলারদের। যাতে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী স্পট বোলিং করতে পারেন সকলেই।

KKR vs RCB: আরসিবি ম্যাচের আগে খারাপ খবর কেকেআরে! লড়াই আরও কঠিন হল গম্ভীরদের

রবিবার ঘরের মাঠে মরশুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে ছিল কেকেআর।
রবিবার ঘরের মাঠে মরশুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে ছিল কেকেআর।
কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ঝটকা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। ফলে আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।
কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ঝটকা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। ফলে আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।
তবে আরসিবি ম্যাচে নামার আগে আরও একটি খারাপ খবর কেকেআরের জন্য। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছিল নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লিকে হারাতেই দ্বিতীয় স্থানও খোয়াল কেকেআর।
তবে আরসিবি ম্যাচে নামার আগে আরও একটি খারাপ খবর কেকেআরের জন্য। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছিল নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লিকে হারাতেই দ্বিতীয় স্থানও খোয়াল কেকেআর।
বর্তমানে লিগ টেবিলে ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট  নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
বর্তমানে লিগ টেবিলে ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকা নয়, ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে মেন্টক গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের।
কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকা নয়, ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে মেন্টক গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের।
ফলে লিগ টেবিলে ঘুড়ে ফের উপরের দিকে উঠতে হলে, দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়া আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও ২টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে ভাস জায়গায় থাকবে কেকেআর।
ফলে লিগ টেবিলে ঘুড়ে ফের উপরের দিকে উঠতে হলে, দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়া আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও ২টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে ভাস জায়গায় থাকবে কেকেআর।