Viswakarma Puja Astro Tips: চাকরিতে এক লাফে উন্নতি! ব্যবসায় টাকার পাহাড়! শুধু বিশ্বকর্মা পুজোয় আতপচাল, লবঙ্গদানা দিয়ে করুন এই কাজ

এসে গিয়েছে বিশ্বকর্মা পুজো৷ মঙ্গলবার পালিত হবে এ বছরের বিশ্বকর্মা পুজো। কার্যত শারদোৎসবের সূচনা হয় আশ্বিনের গোড়ায় বিশ্বকর্মা পুজোর মাধ্যমেই৷
এসে গিয়েছে বিশ্বকর্মা পুজো৷ মঙ্গলবার পালিত হবে এ বছরের বিশ্বকর্মা পুজো। কার্যত শারদোৎসবের সূচনা হয় আশ্বিনের গোড়ায় বিশ্বকর্মা পুজোর মাধ্যমেই৷

 

মনে করা হয় এই পুজো নিষ্ঠা ভরে করলে ব্যবসায় উন্নতি ও লক্ষ্মীলাভ কেউ আটকাতে পারবে না৷
মনে করা হয় এই পুজো নিষ্ঠা ভরে করলে ব্যবসায় উন্নতি ও লক্ষ্মীলাভ কেউ আটকাতে পারবে না৷

 

বিশ্বকর্মা পুজোর দিন পালন করতে হবে কিছু জ্যোতিষ টোটকা৷ তাহলে সংসারে ও কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি আপনার হাতের মুঠোয়৷ বলছেন জ্যোতিষী রাধকান্ত ভাট৷
বিশ্বকর্মা পুজোর দিন পালন করতে হবে কিছু জ্যোতিষ টোটকা৷ তাহলে সংসারে ও কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি আপনার হাতের মুঠোয়৷ বলছেন জ্যোতিষী রাধকান্ত ভাট৷

 

তামার কলসে গঙ্গাজল এবং কিছু রুপোর মুদ্রা রেখে নিবেদন করুন বিশ্বকর্মা বিগ্রহের সামনে৷ তার পর ওই কলসের মুখ লাল কাপড়ে বেঁধে রেখে দিন বাড়ির পূর্ব দিকে৷ আপনার বাড়ি থেকে আর্থিক সব সমস্যা দূর হবে৷
তামার কলসে গঙ্গাজল এবং কিছু রুপোর মুদ্রা রেখে নিবেদন করুন বিশ্বকর্মা বিগ্রহের সামনে৷ তার পর ওই কলসের মুখ লাল কাপড়ে বেঁধে রেখে দিন বাড়ির পূর্ব দিকে৷ আপনার বাড়ি থেকে আর্থিক সব সমস্যা দূর হবে৷

 

৪ টে লবঙ্গদানা, ৪ টে কর্পূর, ৪ টে রুপোর মুদ্রা বা সাধারণ ১ টাকার মুদ্রা, ৪ মুঠো আতপচাল একটা লাল কাপড়ে বেঁধে রাখুন কাজের জায়গায়৷ এর ফলে কাজের জায়গা বা ব্যবসায় দূর হবে বাধা বিপত্তি৷
৪ টে লবঙ্গদানা, ৪ টে কর্পূর, ৪ টে রুপোর মুদ্রা বা সাধারণ ১ টাকার মুদ্রা, ৪ মুঠো আতপচাল একটা লাল কাপড়ে বেঁধে রাখুন কাজের জায়গায়৷ এর ফলে কাজের জায়গা বা ব্যবসায় দূর হবে বাধা বিপত্তি৷