প্রতিবাদে সরব বিদেশের বাঙালিরাও

RG Kar Hospital Rape and Murder Case: ‘বিদেশ থেকে উঠল স্বর, জাস্টিস ফর আরজি কর’! প্রতিবাদে সরব বিদেশের বাঙালিরাও

উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশেও।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশও।
“বিদেশ থেকে উঠল স্বর, জাস্টিস ফর আর.জি কর। দুনিয়া জুড়ে উঠল স্বর, জাস্টিস ফর আর.জি কর।”- স্লোগানে এবার মুখর হল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার প্রবাসী বাঙালীরা।
“বিদেশ থেকে উঠল স্বর, জাস্টিস ফর আর.জি কর। দুনিয়া জুড়ে উঠল স্বর, জাস্টিস ফর আরজি কর।”- স্লোগানে এবার মুখর হল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার প্রবাসী বাঙালিরা।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সেখানকার তিনটি বিশ্ববিদ্যালয় (নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিল)-সহ সেখানকার অধ্যাপক এবং অন্যান্য পেশার বঙ্গসন্তানরা।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সেখানকার তিনটি বিশ্ববিদ্যালয় (নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিল)-সহ সেখানকার অধ্যাপক এবং অন্যান্য পেশার বঙ্গসন্তানরা।
প্রত্যেকের দাবি একটাই, আর.জি কর হাসপাতালে ডাক্তার পডুয়ার নৃশংস ধর্ষণ ও খুনের সঠিক তদন্ত ও বিচার চাই। অপরদিকে পুলিশ-প্রশাসনের প্রতি ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা করেন পডুয়ারা।
প্রত্যেকের দাবি একটাই, আর.জি কর হাসপাতালে ডাক্তার পডুয়ার নৃশংস ধর্ষণ ও খুনের সঠিক তদন্ত ও বিচার চাই। 
অপরদিকে পুলিশ-প্রশাসনের প্রতি ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা করেন পডুয়ারা।
অপরদিকে পুলিশ-প্রশাসনের প্রতি ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা করেন পডুয়ারা।