বুধবার থেকে ফের বাড়বে গরম; চড়বে পারদ। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই ছয় জেলাতে। রীতিমতো লু বইবার সম্ভাবনা।

Weather Update : বুধবার থেকে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা! রইল আবহাওয়ার বড় আপডেট

আজ থেকে কিছুটা তাপমাত্রা কমবে। বুধবার থেকে ফের দাবদাহ, তাপপ্রাবাহের সম্ভাবনা রয়েছে। তবে কেবল দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বুধবার থেকে বাড়বে তাপপ্রবাহ। আংশিক মেঘলা আকাশে দাবদাহ কিছুটা কম থাকবে আজ ও কাল। দক্ষিণবঙ্গের ৯ জেলায় চলবে তাপপ্রবাহ। আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই কলকাতার। পশ্চিমের জেলাগুলিতে বেড়েছে ব্যপক গরম। পুরুলিয়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি। হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর। সকাল থেকেই কাটফাটা রোদ বাঁকুড়াতে। বাঁকুড়ায় সর্ব্বোচ তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গরমে নাজহাল মেদিনীপুরবাসীও। পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি। ঝাড়গ্রামে সর্ব্বোচ তাপমাত্রা ৪৩ ডিগ্রি।