Viral Video: এ কী হয়ে গেল! অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই খুদে পাকিস্তানি প্লেয়াররা হাউহাউ করে ভেঙে পড়লেন কান্নায়

নয়াদিল্লি: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম  অস্ট্রেলিয়া, আর ম্যাচ হল নাটকে পরিপূর্ণ৷  খুব রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছছে অস্ট্রেলিয়া৷ যেখানে তাঁরা ভারতের মুখোমুখি হবে। শেষ ওভারে নাটকীয়ভাবে জয় পায় অস্ট্রেলিয়া। লো স্কোরিং সেমিফাইনালে পরতে পরতে নাটক দেখা গেছে। পাকিস্তান U19 দল অস্ট্রেলিয়ার ১৬৪ রানে ৯ উইকেট নিলেও শেষ উইকেট নিতে পারেনি তার বোলাররা।

সেমিফাইনাল ম্যাচে কাছে গিয়েও হারতে হয় পাকিস্তানকে। হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে কাঁদতে দেখা গেছে। কাউকে বাউন্ডারির ​​কাছে শুয়ে কাঁদতে দেখা গেছে, আবার কেউ পিচে বসেই কাঁদতে শুরু করেছে।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

 

আরও পড়ুন – Health Benefit Of Tea: কালো চা বা গ্রিন টি তো অনেক খেলেন, গুণে ঠাসা এই চা ডায়াবেটিসের যম, ভাল রাখবে কিডনিও

দক্ষিণ আফ্রিকার বেনোনি শহরে আয়োজিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় সেমিফাইনালে টম স্ট্র্যাকারের মারাত্মক বোলিংয়ে অস্ট্রেলিয়া (Aus vs Pak) পাকিস্তানকে ১৭৯ রানে গুটিয়ে দেয়।

পাকিস্তান পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে ভাবা অস্ট্রেলিয়াকে সহজে রান করতে দেয়নি পাকিস্তান। ম্যাচে কখনও পাকিস্তানের দিকে ঢলেছে আবার কখনও অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকেছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে, পাকিস্তান এক সময় ১৬৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৯ উইকেট তুলে নিয়েছিল। এই সময়ে মনে হচ্ছিল পাকিস্তান দল এই ম্যাচে জিতবে কিন্তু শেষ উইকেটে রাফে ম্যাকমিলানের সঙ্গে ক্যালাম ভিডলার দলকে জয় এনে দেন।

উবায়েদ শাহ বাউন্ডারি আটকানোর জন্য শেষ চেষ্টা করেন
শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে পাকিস্তানিদের মন ভেঙে দেয় ম্যাকমিলান। মহম্মদ জিশানের বলে ম্যাকমিলান একটি দুর্দান্ত চার মারেন, যা থামাতে নাসিম শাহের ছোট ভাই উবাইদ শাহ বাউন্ডারির ​​কাছাকাছি চলে গেলেও বলটি সহজেই বাউন্ডারি লাইন স্পর্শ করে। এরপর বাউন্ডারি লাইনের কাছে শুয়ে কাঁদতে থাকেন উবায়েদ, ক্রিজের ওপরেই বসে আবেগাপ্লুত হয়ে পড়েন  জিশান। পাকিস্তানের প্রায় সব ক্রিকেটারই হাউহাউ করে  একইভাবে ভেঙে পড়েন৷

১১ ফেব্রুয়ারি ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা হবে
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪-র ফাইনাল ম্যাচ রবিবার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে। ভারত এবার ছয়ের লক্ষ্যে রয়েছে, সেটা শিরোপার ছক্কা! অন্যদিকে অস্ট্রেলিয়া চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে তাকিয়ে আছে। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছে ভারত।