Tag Archives: U19 WC

Viral Video: এ কী হয়ে গেল! অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই খুদে পাকিস্তানি প্লেয়াররা হাউহাউ করে ভেঙে পড়লেন কান্নায়

নয়াদিল্লি: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম  অস্ট্রেলিয়া, আর ম্যাচ হল নাটকে পরিপূর্ণ৷  খুব রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছছে অস্ট্রেলিয়া৷ যেখানে তাঁরা ভারতের মুখোমুখি হবে। শেষ ওভারে নাটকীয়ভাবে জয় পায় অস্ট্রেলিয়া। লো স্কোরিং সেমিফাইনালে পরতে পরতে নাটক দেখা গেছে। পাকিস্তান U19 দল অস্ট্রেলিয়ার ১৬৪ রানে ৯ উইকেট নিলেও শেষ উইকেট নিতে পারেনি তার বোলাররা।

সেমিফাইনাল ম্যাচে কাছে গিয়েও হারতে হয় পাকিস্তানকে। হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে কাঁদতে দেখা গেছে। কাউকে বাউন্ডারির ​​কাছে শুয়ে কাঁদতে দেখা গেছে, আবার কেউ পিচে বসেই কাঁদতে শুরু করেছে।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

 

আরও পড়ুন – Health Benefit Of Tea: কালো চা বা গ্রিন টি তো অনেক খেলেন, গুণে ঠাসা এই চা ডায়াবেটিসের যম, ভাল রাখবে কিডনিও

দক্ষিণ আফ্রিকার বেনোনি শহরে আয়োজিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় সেমিফাইনালে টম স্ট্র্যাকারের মারাত্মক বোলিংয়ে অস্ট্রেলিয়া (Aus vs Pak) পাকিস্তানকে ১৭৯ রানে গুটিয়ে দেয়।

পাকিস্তান পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে ভাবা অস্ট্রেলিয়াকে সহজে রান করতে দেয়নি পাকিস্তান। ম্যাচে কখনও পাকিস্তানের দিকে ঢলেছে আবার কখনও অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকেছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে, পাকিস্তান এক সময় ১৬৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৯ উইকেট তুলে নিয়েছিল। এই সময়ে মনে হচ্ছিল পাকিস্তান দল এই ম্যাচে জিতবে কিন্তু শেষ উইকেটে রাফে ম্যাকমিলানের সঙ্গে ক্যালাম ভিডলার দলকে জয় এনে দেন।

উবায়েদ শাহ বাউন্ডারি আটকানোর জন্য শেষ চেষ্টা করেন
শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে পাকিস্তানিদের মন ভেঙে দেয় ম্যাকমিলান। মহম্মদ জিশানের বলে ম্যাকমিলান একটি দুর্দান্ত চার মারেন, যা থামাতে নাসিম শাহের ছোট ভাই উবাইদ শাহ বাউন্ডারির ​​কাছাকাছি চলে গেলেও বলটি সহজেই বাউন্ডারি লাইন স্পর্শ করে। এরপর বাউন্ডারি লাইনের কাছে শুয়ে কাঁদতে থাকেন উবায়েদ, ক্রিজের ওপরেই বসে আবেগাপ্লুত হয়ে পড়েন  জিশান। পাকিস্তানের প্রায় সব ক্রিকেটারই হাউহাউ করে  একইভাবে ভেঙে পড়েন৷

১১ ফেব্রুয়ারি ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা হবে
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪-র ফাইনাল ম্যাচ রবিবার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে। ভারত এবার ছয়ের লক্ষ্যে রয়েছে, সেটা শিরোপার ছক্কা! অন্যদিকে অস্ট্রেলিয়া চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে তাকিয়ে আছে। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছে ভারত।

বিশ্বজয়ের আনন্দে ভুল করলেন শেফালি, জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে ভারত অধিনায়ক

সেনওয়েস পার্ক: ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বজয়। অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষ, তিতাস সাধু, ঋষিতা বোসরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জুনিয়র মহিলা টিম ইন্ডিয়া। কিন্তু এরইমধ্যে বিতর্কে জড়ালেন বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে জড়ালেন তিনি। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

অবশ্য পুরোটাই হয়েছে বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশনের সময় আবেগ সামলাতে না পেরে। আসলে উইনিং শটের পর ভারতীয় ক্রিকেটাররা যেই সময় মাঠে দৌড়ে ঢুকছিল তাদের মধ্যে ছিলেন শেফালি ভার্মাও। তাঁর হাতে ছিল ভারতীয় পতাকা। আনন্দের বশে জাতীয় পতাকা উল্টো করে নিয়ে কাঁধের পেছনে নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন শেফালি। সেলিব্রেশনের আনন্দে শেফালি ভুলেই গিয়েছিলেন যে, তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো ধরেছেন। এই ঘটনার অনেকে সমালোচনাও করেছেন। তবে ইচ্ছাকৃত এই ভুল নয় সেটা নিশ্চিৎ।

আরও পড়ুনঃ U19 Women’s World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।

U19 World Cup: দলের জয়ে উচ্ছ্বসিত জয় শাহ, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ীদের ভরালেন প্রশংসায়

#মুম্বই: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) এর চারবার চ্যাম্পিয়ন হয়েও সেরা ছিল ভারত আর ২০২২ -র অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ৪ উইকেটে জিতে সেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের তালিকাটা ৫ নিয়ে আরও ভাল জায়গায় চলে গেলেন যশ ধূল এন্ড কোং৷

ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) জয়ী দলকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলেই৷ চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করে দলকে শুভেচ্ছা বার্তা দেন৷ পাশাপাশি আর্থিক পুরস্কারের ঘোষণাও করেন৷

বিসিসিআইয়ের (BCCI) সচিব জয় শাহও (Jay Shah)- দলকে ভূয়সী প্রশংসা করেছেন৷ জয় শাহ লিখেছেন , ‘‘অভিনন্দন বয়েস ইন ব্লু, আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার জন্য৷ এটা ভেরি ভেরি স্পেশাল লক্ষণ, যে সমস্ত বিপরীত পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে জিতেছে৷ আমাদের প্রত্যেক তরুণ তারকা সঠিক মেজাজ এবং হৃদয়ের শক্তি দেখিয়েছে যাতে ইতিহাস ফিরে এসেছে৷ ’’

এদিকে দলের জয়ে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সমস্ত প্রাক্তন ও বর্তমানরাও৷

U19 World Cup Final: ফাইনালে ধৈর্য্যশীল অর্ধশতরান, রশিদ দেখাচ্ছে ভবিষ্যত

#অ্যান্টিগা: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে  (U19 World Cup Final) ভারত বনাম ইংল্যান্ড  (Ind vs Eng) ফাইনালে ফের ব্যাট হাতে দারুণ ও ক্লাসিকাল পারফরম্যান্স শেখ রশিদের  (Shaik Rasheed ) ৷ অনুর্ধ্ব ১৯ হলেও বা কি ফাইনাল খেলার অভিজ্ঞতা প্রথমবার সঞ্চয় করতে গিয়েও ব্যাট হাতে কার্যত কোনও ভুলচুক করলেন না শেখ রশিদ৷ এদিন জয়ের জন্য প্রয়োজন ১৯০ রান তাড়া করতে গিয়ে অবশ্য শুরুতেই অঙ্গকৃষ রঘুবংশীকে হারায় টিম ইন্ডিয়া৷

কিন্তু অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ছাপ রাখতে বদ্ধপরিকর শেখ রশিদ এদিন ফের জ্বলে উঠলেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে অধিনায়ক যশ ধুলের ১১০ রান ছিল আর তিনি করেছিলেন ৯৪ রান৷

আরও পড়ুন – IPL 2022 Mega Auction: বিশ্বকাপ ফাইনালে সেরা বল করা রাজ বাওয়া, আইপিএল নিলামে সকলের নজরে

ফাইনালে অধিনায়কের ব্যাট না জ্বললেও সহ অধিনায়ক রশিদ দায়িত্ব পালনে কোনও ভুল করেননি৷

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022)  তাঁর এদিনের ইনিংস ৮৪ বলে ৫০ রানের৷ ইনিংস সাজানো ৬ টি চার দিয়ে৷ কারণ সে সময় ছোট টার্গেট তাড়া করতেগিয়েও পরপর টপ অর্ডার আউট হয়ে গিয়েছল৷ আর সেই ভুলটা নিজে না করে ক্রিজে খাড়া থেকে দলের স্কোর এগিয়ে দেন শেখ রশিদ (Shaik Rasheed )৷

এদিন শেখ রশিদকে নিয়েও নেটিজেনরা উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ তাঁকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী উত্তরসূরি হিসেবেও দেখা হচ্ছে৷

আরও পড়ুন – 1000 ODI : ঐতিহাসিক ম্যাচের আগে ‘এই’ পরিসংখ্যানগুলি চাঙ্গা করে দেবে ভারতীয় ফ্যানদের

এদিকে সব মিলিয়ে পাঁচবার ভারতের বিশ্বকাপ জয়ের পথে অন্যতম বড় কাণ্ডারি এই শেখ রশিদ৷

U19 World Cup Final: ভারতের দুই পেসার লুটে নিলেন ৯ উইকেট! ‘রবি-রাজ’ অ্যান্টিগায়

#অ্যান্টিগা: ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) , অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের  (U19 World Cup Final) আগে থেকেই ফুটছিল , চড়ছিল পারদ৷ আর হাজার হাজার কিলোমিটার দূরে অ্যান্টিগায় কামাল দুই ভারতীয় পেসারের৷ রবি কুমার (Ravi Kumar) এবং রাজ বাওয়া (Raj Bawa) মিলে লুটে নিলেন ৯ উইকেট৷ ভারতীয় পেসারদের পরিসংখ্যান হিসেবে যা নিঃসন্দেহে নজির৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022) একটিমাত্র উইকেট গেল স্পিনারের ঝোলায়৷ ভারত আর স্পিনের শক্তিধর দেশ এই তকমা অনেকদিনই পিছনে ফেলে দিয়েছে৷ একের পর এক বিশ্বমানের পেসার উঠে এসেছে ৷ সেই তালিকায় তরুণ ক্রিকেটাররাও ভালভাবেই নাম লেখালেন৷

যখন ফাইনালের দ্বিতীয় ওভার ও ম্যাচের চতুর্থ ওভারে ইংল্যান্ডের দুই দাপুটে ব্যাটকে- অর্থাৎ একজন ওপেনার ও অন্যজন অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে হিরো রবি কুমার (Ravi Kumar )৷ আবার ম্যাচের ওপর ইংল্যান্ডের রাশ চেপে বসছে জেমস রিউ এবং জেমস সেলসের দাপটে,তখন সেই রবি কুমারই পার্টনারশিপ ব্রেকার হন৷ তিনি ৯৫ রানে আউট করে জেসম রিউকে প্যাভিলিয়নে ফেরান৷ আর মূলত তাঁর সুবাদেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত – ইংল্যান্ডকে ১৮৯ রানে বেঁধে রাখতে সমর্থ হয়৷

আরও পড়ুন – IPL 2022 Mega Auction: বিশ্বকাপ ফাইনালে সেরা বল করা রাজ বাওয়া, আইপিএল নিলামে সকলের নজরে

এদিকে রাজ বাওয়ায় (Raj Bawa) এদিন নিজের কেরিয়ারেরই শুধু নয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা বোলিং পারফরম্যান্স করে নজির বইয়ে নাম তুলে নেন৷ এদিন অ্যান্টিগায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে রাজ বাওয়ার বোলিং পারফরম্যান্স ৯.৫ ওভার ৩১ রান, ৫ উইকেট৷ তাঁর বোলিং গড় ৩.১৫৷

এদিন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে রবি কুমারের শিকার জেকব ব্যাথেল, টম প্রেস্ট, জেমস রিউ, থমাস অ্যাসপিনওয়ালের -চারটি উইকেট নেন৷

আরও পড়ুন – Viral Video: Balam Sammi গানের তালে নাচের সময় বাতকর্ম, পুরুষ সঙ্গীকে থাপ্পড় মারলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

এদিকে এই একইমঞ্চে রাজ বাওয়ার শিকাররা হলেন জর্জ থমাস, উইলিয়াম লক্সটন, জর্জ বেল, রেহান আহমেদ, জোসুয়া বয়ডেন৷

U19 World Cup 2022: অ্যান্টিগায় রাজ বাওয়ার রাজত্ব, ইংল্যান্ড ক্রিকেটাররা খেলেন নাকানিচোবানি

#অ্যান্টিগা:  ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final)  রবি কুমার (Ravi Kumar) যে চমৎকার শুরুটা করে দারুণ মুখবন্ধটা লিখলেন, সেখান থেকেই পরিচ্ছেদের পর পরিচ্ছেদ লিখে ফাইনালের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংকে একা হাতে বর্ণহীন করে দিলেন তরুণ রাজ বাওয়া (Raj Bawa)৷   ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) , অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের  (U 19 World Cup Final) আগে থেকেই ফুটছিল , চড়ছিল পারদ৷ আর হাজার হাজার কিলোমিটার দূরে অ্যান্টিগায় যখন ফাইনালের দ্বিতীয় ওভার ও ম্যাচের চতুর্থ ওভারে ইংল্যান্ডের দুই দাপুটে ব্যাটকে- অর্থাৎ একজন ওপেনার ও অন্যজন অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে হিরো রবি কুমার (Ravi Kumar )৷ এরপর খেলাটা নিজের হাতে নিয়ে নিলেন রাজ বাওয়া (Raj Bawa)৷

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উইকেটের ঝুলি খালি ছিল এই ডানহাতি জোরে বোলারের কিন্তু বড় প্লেয়াররা বড় মঞ্চে জ্বলে ওঠেন এই কথাটাকেই যেন সত্যি প্রমাণ করে দিলেন সদ্য ১৯ পা দেওয়া রাজ বাওয়া (Raj Bawa)৷ তাঁর বলের ধার -গতি কিছুই যেন এদিন বুঝতে পারছিলেন না ইংলিশ ব্যাটসম্যানরা৷

আরও পড়ুন – Viral Video: Balam Sammi গানের তালে নাচের সময় বাতকর্ম, পুরুষ সঙ্গীকে থাপ্পড় মারলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

২৭ রান করা জর্জ থমাসকে আউট করে তিনি প্রথম উইকেটের খাতা খোলেন৷ সেইটা জাস্ট ট্রেলর ছিল ৷ এরপর পিকচার আভি বাকি হ্যায় -র মতো তিনি একে একে তুলে নেন উইলিয়াম লক্সটন, জর্জ বেল, রেহান আহমেদকে৷ এরমধ্যে লক্সটন এবং বেল পরপর দুবলে আউট হন৷

আরও পড়ুন – U19 World Cup Final: ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে শুরু ভারতের, রবি কুমারের তেজে ছারখার ব্রিটিশ সিংহরা

এরপরেই ট্যুইটার জুড়ে ট্রেন্ডিং আগুনে ফর্মে থাকা তরুণ রাজ বাওয়া(Raj Bawa) ৷ তাঁর বোলিং ধার নিয়ে বলিউড  এবং ক্রিকেট সব ধরণের ট্যুইট হতে থাকে৷

রবি কুমার (Ravi Kumar) শুরু করেছিলেন দুই বড় রান সংগ্রহকারীদের তুলে নিয়ে প্রাথমিক ঝটকা দিয়ে আর রাজ বাওয়া কোমর্বিড ইংল্যান্ড দলকে কার্যত ভেন্টিলেশনে পৌঁছে দেন নিজের জ্বলওয়া স্পেলে৷

U19 World Cup Final: ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে শুরু ভারতের, রবি কুমারের তেজে ছারখার ব্রিটিশ সিংহরা

#অ্যান্টিগা:  ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) , অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের  (U 19 World Cup Final) আগে থেকেই ফুটছিল , চড়ছিল পারদ৷ আর হাজার হাজার কিলোমিটার দূরে অ্যান্টিগায় যখন ফাইনালের দ্বিতীয় ওভার ও ম্যাচের চতুর্থ ওভারে ইংল্যান্ডের দুই দাপুটে ব্যাটকে- অর্থাৎ একজন ওপেনার ও অন্যজন অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে হিরো রবি কুমার (Ravi Kumar )৷

বাঁহাতি পেসার রবি কুমার (Ravi Kumar ) এর আগেও নতুন বলে নিজের কামাল দেখিয়েছেন৷ বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নিজের তৃতীয় বলে উইকেট নিয়েছিলেন৷ সেমিফাইনালে নিজের প্রথম বলে উইকেট নিয়েছিলেন৷ আর ফাইনালে নিজের প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট নেন৷ আর উইকেট এল তাঁর দ্বিতীয় ওভারের তৃতীয় বলে৷

রবি কুমারের ((Ravi Kumar )) ঝাঁঝে ব্রিটিশ সিংহরা তখন জ্বলছে৷ আর নেটিজেনরা রবি কুমারের প্রশংসায় ধন্য ধন্য করছেন৷ একটা বিশ্বকাপের ফাইনালে পরপর দু ওভারে দুই উইকেট তুলে নেওয়া, একেই তো বলে স্বপ্নের স্টার্ট৷

আরও পড়ুন – 1000 ODI: ক্রিকেটে নয়া ইতিহাস ভারতের, Ind vs WI-র আগে উচ্ছ্বসিত সচিন দিলেন আগাম শুভেচ্ছা

এদিনের স্বপ্নের শুরুর পরেই রবি কুমারের বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া উইকেটের ভিডিও ফের ভাইরাল হয়ে যায়৷ দেখে নিন ঠিক কীভাবে তরুণ রবি কুমারের বল বুঝতে পারছেন না বিপক্ষেরা৷ দেখে নিন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের  (U19 World Cup 2022) কোয়ার্টার ফাইনালে রবি কুমারের করা বল৷

এদিকে হিরোর বন্দনায় নেট দুনিয়া৷ রবি কুমারের করা পরপর দুটি আউটের ভিডিও এখন ওয়েব প্ল্যাটফর্মে ভাইরাল৷ যদি ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) অনুর্ধ্ব ১৯ ফাইনালে (U 19 World Cup Final) রবি কুমারের (Ravi Kumar ) বিধ্বংসী ফার্স্ট স্পেল মিস করে থাকেন তাহলে দেখে নিন সেই জ্যাকব বেথেল ও অধিনায়ক টম প্রেস্টের আউট দুটি৷ দেখে নিন রবি কুমারের দুরন্ত বোলিং অ্যাকশন৷

এদিকে রবি কুমারের পর ইংল্যান্ডের টপ অর্ডারকে ধাক্কা দেয় রাজ বাওয়া (Raj Bawa)৷ তিনি ওপেনার জর্জ থমাসকে তুলে নেন৷

রাকিবুলের সিঙ্গল ও বাংলাদেশের বিশ্বজয় ! ইতিহাসে ১১ বাঙালি, দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও

#পোচেফেস্ট্রুম: আকবরের ব্যাটে ধাক্কা খেল পাঁচবার যুব বিশ্বকাপ জয়ে ভারতের স্বপ্ন। তিন উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস বাংলাদেশের। ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১৭৭ রান করে ভারত। এদিনও যশস্বীর ব্যাটে আসে ৮৮ রান। তিনি আউট হতেই ধসে যায় ভারতীয় মিডল অর্ডার। রান তাড়া করতে নেমে রবি বিষ্ণোইয়ের ঘূর্ণিতে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু মাথা ঠান্ডা রেখে দেশকে বিশ্বকাপ এনে দেন অধিনায়ক আকবর আলি। ৪২.১ ওভারেই ফাইনাল জয় বাংলাদেশের।

যখন ৫৪ বলে মাত্র ১৫ রান দূরে ছিল বাংলাদেশ তখন খেলায় বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ৷ তবে সেই বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয় ৷ দ্বিতীয়বার খেলা শুরু হওয়ার পর বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৩০ বলে মাত্র ৭ রান ৷ ডাকওয়ার্থ লুইসে নতুন লক্ষ্য বেঁধে দেওয়া হয় ১৭০ রানের ৷ ওই ৭ রান করতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশি ব্যাটসম্যানদের ৷ সুশান্ত মিশ্রর প্রথম বলে সিঙ্গল নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ৷

চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুর্দান্ত বাউন্ডারি ৷ পরের বলে ডিফেন্ড করে শেষ বলে রাকিবুল নেন একটি সিঙ্গল ৷ এর ফলে পরের ওভারে স্ট্রাইক পান রাকিবুল ৷ আনলেকারের বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড়ন রাকিবুল ৷ তারপরেই ইতিহাস ! ফেভারিট ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ ৷

#U19WC: ইতিহাস ইমন-আকবরদের, ভারতকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতল বাংলাদেশ

#পোচেস্তু্রম : কোনও বৃষ্টি নয়, নিজেরাই অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলল বাংলাদেশ ৷ তিন উইকেটে ম্যাচ জিতল ২০০০ সালে টেস্ট স্টোটাস পাওয়া বাংলাদেশে৷

বাংলাদেশের স্থিতধী প্ল্যানিংয়ে প্রথম বিশ্বকাপের একদম কাছে বাংলার বাঘরা৷ বৃষ্টির কারণে খেলা বন্ধ অবস্থায় 163/7 * রান ৪১ ওভারে ৷ কিন্তু শুধু বৃষ্টির সাহায্যেই নয় তারা ম্যাচ জিতে গেল ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৷ বালংলাদেশের এটা প্রথম আইসিসি টুর্নামেন্টে ট্রফি জয় ৷ একাধিকবার বিভিন্ন মঞ্চে ট্রফি জয়ের কাছে পৌঁছলেও সেই স্বাদ চাখা হয়নি ৷ এবার অধরা মাধুরি চেখে ফেলল তারা ৷ কম রানের পুঁজিতে মিরাকেলের আশায় থাকা যশস্বী- প্রিয়মদের স্বপ্নপূরণ হল না ৷ চারবারের অনুর্ধ্ব  ১৯ চ্যাম্পিয়নরা এবার রানার্সের খেতাব নিয়েই ফিরছে দেশে ৷ এদিন বাংলাদেশি অধিনায়ক আকবর আলি ৭৭ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন ৷ আর তাঁর আর চোটগ্রস্ত ওপেনার ইমনের ব্যাটেই স্বপ্নপূরণ বাংলাদেশের৷

রবি বিষ্ণোই বনাম বাংলাদেশ ছাড়া বাকি বোলাররা সেভাবে দাঁত নখ দেখাতে পারলেন না, অন্যদিকে প্রথমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিয়ে আসা ক্রিকেটাররা কোনও অবস্থাতেই হারব না এই মানসিকতা নিয়ে ব্যাটিং করছিলেন ৷ এটাই ছিল রবিবারের পোচেস্ত্রুমের ছবি ৷ পিচে জুজু না থাকলেও ভারতীয় দলের ওপর বিশ্বকাপে ফাইনালের চাপ ছিল তা বোঝা গেল ব্যাটিং দেখেই ৷

বাংলাদেশি বোলাররা আগুন ঝরিয়েছিলেন , ভারতীয় বোলাররা ইনিংসের শুরুতেই তেমন ধাক্কা দিতে না পারলেও তরুণ বিষ্ণোই একেবারে কামাল করে দিলেন ৷ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৭৮ ৷ অল্প রানের এই পুঁজি রক্ষা করতে বাংলাদেশের ক্রিকেটারদের শুরুতেই আঘাত দেওয়ার দরকার ছিল ভারতীয় দলের ৷ বোলার ও ফিল্ডারদের ওপর আশা নিয়েই মাঠে নেমছিলেন অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

অধিনায়ককে প্রাথমিকভাবে স্বস্তি দিলেন রবি বিষ্ণোই ৷ লেগব্রেক গুগলি বল করেন ১৯ বছর এই বোলার ৷ বিশ্বকাপে ১১ উইকেট পকেটে রয়েছে তার৷ ফাইনালে প্রথম চারটি বাংলাদেশ উইকেট নিলেন তিনিই ৷ এদিন তিনি আউট করেন তানজিদ হাসান, মাহামদুল হাসান জয়, তউহিদ হৃদয় ৷ এদিন ৪ ওভারে ৩ টি উইকেট নেন তিনি ৷ এরপর আবার শাহদাত হোসেনকে স্টাম্পিং করেন জুরেল , এরও বোলার ছিলেন রবি বিষ্ণোই ৷

এদিকে বিষ্ণোই  ছাড়া সুশান্ত মিশ্র শামিম হোসেন , অভিষেক দাসের উইকেট ৷ শামিমের দুরন্ত ক্যাচ নেন ৮৮ রান করার পর যশস্বী জয়সওয়াল ৷ এছাড়াও তিনি বল হাতেও দলকে বড় ব্রেক থ্রু দেন ৷ চোট পেয়ে এক সময় প্যাভিলিয়নে ফিরে যাওয়া পারভেজ হোসেন ইমন ফের নেমে তিনি আকবর আলির সঙ্গে সংযত ইনিংস খেলছিলেন ৷ তবে তাঁকে তুলে নেন যশস্বী জয়সওয়াল ৷

এর আগে দক্ষিণ আফ্রিকায় আগুনে বোলিং বাংলাদেশের ৷ বাঙালি বোলাররা এত সংযত এবং নিয়ন্ত্রিত বোলিং করলেন যে ফাইনালে গোটা ম্যাচে কুঁকড়ে রইল টিম ইন্ডিয়া ৷ বাংলাদেশী অভিষেক দাস সফলতম বোলার ৷ এছাড়াও ভালো বল করেন শরিফুল ইসলাম ৷ আর এঁদের আটোঁসাটোঁ বোলিংয়ে-র সুবাদে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করল ৷

এদিন যশস্বী ও তিলক ভর্মা ছাড়া কোনও ক্রিকেটারই বিশেষ কিছু করতে পারেননি ৷ এঁরা ছাড়া  দু অঙ্কের রান পেরোন ধ্রুব জুরেল ৷ তিনি ২২ রান করেন ৷

শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপ তৈরি হতে পারত টিম ইন্ডিয়ার কিন্তু অধিনায়ক যশস্বী জয়সওয়ালের বিশ্বাসী ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এগোচ্ছিল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বশীল ইনিংস গড়ার পাশাপাশি যখন প্রয়োজন তখন স্কোর অ্যাকসিলারেট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে বুঝে নিচ্ছিলেন যশস্বী ৷ কিন্তু ৮৮ রানে আউট হতেই ভারতীয় ফ্যানদের মন ভাঙল ৷

এদিন ১২১ বলে ৮৮ রান করে অনুর্ধ্ব ১৯  যশস্বী জয়সওয়াল ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ এদিনের অর্ধশতরানের মধ্যে দিয়ে এই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতরান সেরে নিলেন যশস্বী ৷ পাশাপাশি বিশ্বকাপে ৪০০ রান করেন জয়সওয়াল ৷

এদিন যশস্বীকে আউট করেন শরিফুল ইসলাম আর ক্যাচ ধরেন তানজিদ হাসান ৷

আরও পড়ুন – #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর… দেখুন Tiktok ভিডিও

এদিকে যশস্বী আউট হওয়ার পরপরই হয়ে যান এস এ ভীর ৷ একসময় যেভাবে ইনিংস বিল্ডিং চলছিল সেটা হঠাৎ ধাক্কা খায় ৷ এদিন টসে জিতে বাংলাদেশে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ প্রথম ঝটকার পর যশস্বী ও তিলক ভর্মা দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তিলক আউট হন ৩৮ রানে ৷

#U19WC: বৃষ্টিতে ফাইনালে বাধা, আর খেলা না হলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

#পোচেস্তু্রম : বাংলাদেশের স্থিতধী প্ল্যানিংয়ে প্রথম বিশ্বকাপের একদম কাছে বাংলার বাঘরা৷ বৃষ্টির কারণে খেলা বন্ধ অবস্থায় 163/7 * রান ৪১ ওভারে ৷ আর খেলা না হলে প্রথম বিশ্বকাপ ঘরে তুলবে বাংলাদেশ ৷

রবি বিষ্ণোই বনাম বাংলাদেশ ছাড়া বাকি বোলাররা সেভাবে দাঁত নখ দেখাতে পারলেন না, অন্যদিকে প্রথমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিয়ে আসা ক্রিকেটাররা কোনও অবস্থাতেই হারব না এই মানসিকতা নিয়ে ব্যাটিং করছিলেন ৷ এটাই ছিল রবিবারের পোচেস্ত্রুমের ছবি ৷ পিচে জুজু না থাকলেও ভারতীয় দলের ওপর বিশ্বকাপে ফাইনালের চাপ ছিল তা বোঝা গেল ব্যাটিং দেখেই ৷

বাংলাদেশি বোলাররা আগুন ঝরিয়েছিলেন , ভারতীয় বোলাররা ইনিংসের শুরুতেই তেমন ধাক্কা দিতে না পারলেও তরুণ বিষ্ণোই একেবারে কামাল করে দিলেন ৷ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৭৮ ৷ অল্প রানের এই পুঁজি রক্ষা করতে বাংলাদেশের ক্রিকেটারদের শুরুতেই আঘাত দেওয়ার দরকার ছিল ভারতীয় দলের ৷ বোলার ও ফিল্ডারদের ওপর আশা নিয়েই মাঠে নেমছিলেন অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

অধিনায়ককে প্রাথমিকভাবে স্বস্তি দিলেন রবি বিষ্ণোই ৷ লেগব্রেক গুগলি বল করেন ১৯ বছর এই বোলার ৷ বিশ্বকাপে ১১ উইকেট পকেটে রয়েছে তার৷ ফাইনালে প্রথম চারটি বাংলাদেশ উইকেট নিলেন তিনিই ৷ এদিন তিনি আউট করেন তানজিদ হাসান, মাহামদুল হাসান জয়, তউহিদ হৃদয় ৷ এদিন ৪ ওভারে ৩ টি উইকেট নেন তিনি ৷ এরপর আবার শাহদাত হোসেনকে স্টাম্পিং করেন জুরেল , এরও বোলার ছিলেন রবি বিষ্ণোই ৷

এদিকে বিষ্ণোই  ছাড়া সুশান্ত মিশ্র শামিম হোসেন , অভিষেক দাসের উইকেট ৷ শামিমের দুরন্ত ক্যাচ নেন ৮৮ রান করার পর যশস্বী জয়সওয়াল ৷ এছাড়াও তিনি বল হাতেও দলকে বড় ব্রেক থ্রু দেন ৷ চোট পেয়ে এক সময় প্যাভিলিয়নে ফিরে যাওয়া পারভেজ হোসেন ইমন ফের নেমে তিনি আকবর আলির সঙ্গে সংযত ইনিংস খেলছিলেন ৷ তবে তাঁকে তুলে নেন যশস্বী জয়সওয়াল ৷

এর আগে দক্ষিণ আফ্রিকায় আগুনে বোলিং বাংলাদেশের ৷ বাঙালি বোলাররা এত সংযত এবং নিয়ন্ত্রিত বোলিং করলেন যে ফাইনালে গোটা ম্যাচে কুঁকড়ে রইল টিম ইন্ডিয়া ৷ বাংলাদেশী অভিষেক দাস সফলতম বোলার ৷ এছাড়াও ভালো বল করেন শরিফুল ইসলাম ৷ আর এঁদের আটোঁসাটোঁ বোলিংয়ে-র সুবাদে ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করল ৷

এদিন যশস্বী ও তিলক ভর্মা ছাড়া কোনও ক্রিকেটারই বিশেষ কিছু করতে পারেননি ৷ এঁরা ছাড়া  দু অঙ্কের রান পেরোন ধ্রুব জুরেল ৷ তিনি ২২ রান করেন ৷

শুরুতেই এক ওপেনারকে হারিয়ে চাপ তৈরি হতে পারত টিম ইন্ডিয়ার কিন্তু অধিনায়ক যশস্বী জয়সওয়ালের বিশ্বাসী ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এগোচ্ছিল টিম ইন্ডিয়া ৷ দায়িত্বশীল ইনিংস গড়ার পাশাপাশি যখন প্রয়োজন তখন স্কোর অ্যাকসিলারেট করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝে বুঝে নিচ্ছিলেন যশস্বী ৷ কিন্তু ৮৮ রানে আউট হতেই ভারতীয় ফ্যানদের মন ভাঙল ৷

এদিন ১২১ বলে ৮৮ রান করে অনুর্ধ্ব ১৯  যশস্বী জয়সওয়াল ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ এদিনের অর্ধশতরানের মধ্যে দিয়ে এই বিশ্বকাপের চতুর্থ অর্ধশতরান সেরে নিলেন যশস্বী ৷ পাশাপাশি বিশ্বকাপে ৪০০ রান করেন জয়সওয়াল ৷

এদিন যশস্বীকে আউট করেন শরিফুল ইসলাম আর ক্যাচ ধরেন তানজিদ হাসান ৷

আরও পড়ুন – #Viral : ঘরে ফিরেছেন স্বামী, লাজুক স্ত্রী কাজকর্ম ফেলে দৌড়লেন ঘরে, তারপর… দেখুন Tiktok ভিডিও

এদিকে যশস্বী আউট হওয়ার পরপরই হয়ে যান এস এ ভীর ৷ একসময় যেভাবে ইনিংস বিল্ডিং চলছিল সেটা হঠাৎ ধাক্কা খায় ৷ এদিন টসে জিতে বাংলাদেশে ভারতকে ব্যাট করতে পাঠায়৷ প্রথম ঝটকার পর যশস্বী ও তিলক ভর্মা দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তিলক আউট হন ৩৮ রানে ৷