Kolkata Metro: মেট্রো রেলের ট্র্যাকে কোথা থেকে এল এত জল? কেন ভাসল পার্ক স্ট্রিট স্টেশন, অবশেষে জানা গেল কারণ

কলকাতা: সিভিয়ার সাইক্লোন রিমলের জেরে গত রবিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাতের সাক্ষী ছিল কলকাতা৷ সোমবার সকাল থেকেও জারি ছিল নিরন্তর বৃষ্টিপাত৷ এরই মাঝে ট্র্যাকে জল জমে বন্ধ হয়ে যায় কলকাতার নাগরিক জীবনের লাইফলাইন মেট্রোর পরিষেবা৷ পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জল জমার কথা জানান, মেট্রো কর্তৃপক্ষ৷ পাশাপাশি, পার্ক স্ট্রিট মেট্রোর সাবওয়েতেও জমে জল৷

সমস্যার জেরে প্রাথমিক ভাবে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার এবং অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়৷ মেট্রো কর্তৃপক্ষ এর মাঝেই ট্র্যাক থেকে পাম্পের মাধ্যমে জল বের করার কাজ জারি রাখেন৷ কিন্তু, ধারাবাহিক বৃষ্টিপাতের জেরে, পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্লানেড মেট্রো স্টেশনে জল জমতেই থাকে৷

আরও পড়ুন: ‘কী দরকার ছিল এই সময় ইলেকশন করার?,’ সাত দফার ভোট নিয়ে ফের সরব মমতা! কংগ্রেসের বিরুদ্ধে আনলেন ‘টাকা খাওয়ার’ অভিযোগ

তার পরে ধীরে ধীরে ট্র্যাক থেকে জল বের করার প্রক্রিয়া শুরু হলে বেলা ১০টা ২১ নাগাদ কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবাও চালু থাকে৷ অবশেষে দুপুর ১২টা বেজে ৫ মিনিটে সম্পূর্ণ ব্লু লাইনেই মেট্রো পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়৷

আরও পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে জমা জলে পা, মহেশতলায় মৃত মহিলা! সাইক্লোন রিমলে প্রাণ হারালেন আরও এক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ঘটনার পরে মেট্রোর আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা এই জল জমার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেন, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের কাছে কলকাতা পুরসভার একটি সিওয়ারেজ লাইনে লিকেজ তৈরি হয়েছিল৷ সেখান থেকেই ট্র্যাকে হুহু করে জল চলে আসছিল৷

এই ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না তৈরি হয় সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ৷