দক্ষিণবঙ্গে এখনও বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টির অ্যালার্ট জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে কলকাতা , দুই চব্বিশ পরগণায় আগামী ২৪ ঘণ্টায় ইতঃস্তত বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে৷ Photo Courtesy- Windy 

Cyclone Remal Alert: কলকাতার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে সাইক্লোন, তবে এবার ঝড়-বৃষ্টির তুমুল হানা এই জেলাগুলিতে

দক্ষিণবঙ্গে এখনও বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টির অ্যালার্ট জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে কলকাতা , দুই চব্বিশ পরগণায় আগামী ২৪ ঘণ্টায় ইতঃস্তত বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে৷ Photo Courtesy- Windy 
দক্ষিণবঙ্গে এখনও বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টির অ্যালার্ট জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে কলকাতা , দুই চব্বিশ পরগণায় আগামী ২৪ ঘণ্টায় ইতঃস্তত বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে৷ Photo Courtesy- Windy
বাংলাদেশের উত্তর- উত্তর পশ্চিমে মংলা ৮০ কিমি দূরে, ক্যানিংয়ের ১১০ কিমি উত্তর -উত্তর পূর্বে, কলকাতার ১২০ কিমি পূর্ব -উত্তর পূর্বে, খেপুপাড়ার ১৭০ কিমি উত্তর- উত্তর পশ্চিমে, বিস্তৃত রয়েছে সাইক্লোনটি৷
বাংলাদেশের উত্তর- উত্তর পশ্চিমে মংলা ৮০ কিমি দূরে, ক্যানিংয়ের ১১০ কিমি উত্তর -উত্তর পূর্বে, কলকাতার ১২০ কিমি পূর্ব -উত্তর পূর্বে, খেপুপাড়ার ১৭০ কিমি উত্তর- উত্তর পশ্চিমে, বিস্তৃত রয়েছে সাইক্লোনটি৷
সোমবার গভীর রাতের মধ্যেই এই সাইক্লোনটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ এর প্রভাবে এখনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে৷ পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তোলপাড় হবে৷  Photo Courtesy- Windy
সোমবার গভীর রাতের মধ্যেই এই সাইক্লোনটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ এর প্রভাবে এখনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে৷ পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তোলপাড় হবে৷  Photo Courtesy- Windy
রিমলের প্রভাব পড়েছে উত্তরেও। মাঝরাতে থেকে পাহাড় এবং উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে।এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর।
রিমলের প্রভাব পড়েছে উত্তরেও। মাঝরাতে থেকে পাহাড় এবং উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে।এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। সাইক্লোন দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে আগামীকাল প্রবল বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। সাইক্লোন দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে আগামীকাল প্রবল বৃষ্টিপাত হবে।Ks
রবিবার রাত থেকেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস রিমলের প্রভাবে মঙ্গলবার আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ আরো বেশি হতে পারে।
রবিবার রাত থেকেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস রিমলের প্রভাবে মঙ্গলবার আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ আরো বেশি হতে পারে।
যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায় কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায় কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
রিমলের প্রভাবে সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা ।
রিমলের প্রভাবে সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা ।
বিভিন্ন জেলার পাশাপাশি রিমলের অল্পবিস্তর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও। যদিও এই রিমল ঝড়ের আগে থেকে অর্থাৎ গত শনিবার থেকেই জেলার আবহাওয়া রয়েছে মেঘাচ্ছন্ন।
বিভিন্ন জেলার পাশাপাশি রিমলের অল্পবিস্তর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও। যদিও এই রিমল ঝড়ের আগে থেকে অর্থাৎ গত শনিবার থেকেই জেলার আবহাওয়া রয়েছে মেঘাচ্ছন্ন।
মুর্শিদাবাদ জেলার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত জলঙ্গি সহ বেশ কিছু জায়গায় কলাগাছ ভেঙে পড়ছে এবং চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ জেলার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত জলঙ্গি সহ বেশ কিছু জায়গায় কলাগাছ ভেঙে পড়ছে এবং চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার সকাল থেকেই কখনও ঝিরঝিরে বৃষ্টি হতে দেখা যাচ্ছে দফায় দফায়। তবে শুরু থেকে বৃষ্টির সঙ্গে এই হাওয়া লক্ষ্য করা না গেলেও রবিবার রাত্রি থেকে বৃষ্টির সঙ্গে রয়েছে উত্তর- পশ্চিম দিক থেকে আসা প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে একটা দমকা হাওয়া বইছে সর্বত্রই।
সোমবার সকাল থেকেই কখনও ঝিরঝিরে বৃষ্টি হতে দেখা যাচ্ছে দফায় দফায়। তবে শুরু থেকে বৃষ্টির সঙ্গে এই হাওয়া লক্ষ্য করা না গেলেও রবিবার রাত্রি থেকে বৃষ্টির সঙ্গে রয়েছে উত্তর- পশ্চিম দিক থেকে আসা প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে একটা দমকা হাওয়া বইছে সর্বত্রই।
এখনও পর্যন্ত জেলার কিছু কিছু জায়গা থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গেলেও তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে তীব্র দাবদাহের পর এই মুহুর্তে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া রয়েছে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া-এককথায় মনোরম।
এখনও পর্যন্ত জেলার কিছু কিছু জায়গা থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গেলেও তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে তীব্র দাবদাহের পর এই মুহুর্তে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া রয়েছে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া-এককথায় মনোরম।
অন্যদিকে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জে ভাগীরথী নদীর ওপর ফেরি চলাচল সম্পূর্ন ভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ সহ বেশ কিছু জায়গায় দমকা হাওয়া বইছে সর্বত্রই।
অন্যদিকে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জে ভাগীরথী নদীর ওপর ফেরি চলাচল সম্পূর্ন ভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ সহ বেশ কিছু জায়গায় দমকা হাওয়া বইছে সর্বত্রই।
এদিকে ক্রমশ উত্তরমুখী হচ্ছে এই সাইক্লোনিক স্টর্ম এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার ভারী বৃষ্টির সম্ভাবনা৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে ওয়েদার আপডেটে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে৷
এদিকে ক্রমশ উত্তরমুখী হচ্ছে এই সাইক্লোনিক স্টর্ম এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার ভারী বৃষ্টির সম্ভাবনা৷ আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে ওয়েদার আপডেটে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে৷

 

মালদহ: রিমলের প্রভাব পড়ল গৌড়বঙ্গেও। গভীর রাত থেকে নয়, এ দিন ভোর থেকেই শুরু হয়েছে রিমলের জেরে বৃষ্টি ও হালকা ঝড়। সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
মালদহ: রিমলের প্রভাব পড়ল গৌড়বঙ্গেও। গভীর রাত থেকে নয়, এ দিন ভোর থেকেই শুরু হয়েছে রিমলের জেরে বৃষ্টি ও হালকা ঝড়। সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মেঘলা আকাশ রয়েছে। সুপার সাইক্লোন রিমলের জেরে নিম্নচাপের প্রভাব পড়েছে। তবে আগামীতে গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মেঘলা আকাশ রয়েছে। সুপার সাইক্লোন রিমলের জেলে নিন্মচাপের প্রভাব পড়েছে। তবে আগামীতে গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহব্যাপী রিমলের প্রভাব পড়বে গৌড়বঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জেরে কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রিমলের প্রভাবে গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহব্যাপী রিমলের প্রভাব পড়বে গৌড়বঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জেরে কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রিমলের প্রভাবে গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে।
গত সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরম ছিল। সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। বৃষ্টির ফলে অনেকটাই নিচে নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরম ছিল। সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। বৃষ্টির ফলে অনেকটাই নিচে নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
গৌড়বঙ্গের জেলাগুলিতে রিমলের প্রভাব পড়লেও তীব্রতা খুব একটা বেশি নয়। এখনও পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে তেমন ক্ষয়ক্ষতির কোন সম্ভাবনা নেই। মাঝেমধ্যে দমকা হাওয়া সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে জেলাগুলিতে।
গৌড়বঙ্গের জেলাগুলিতে রিমলের প্রভাব পড়লেও তীব্রতা খুব একটা বেশি নয়। এখনও পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে তেমন ক্ষয়ক্ষতির কোন সম্ভাবনা নেই। মাঝেমধ্যে দমকা হাওয়া সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে জেলাগুলিতে।