ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ইসরোর উন্নত কার্টোস্যাট ৩ অপটিক্যাল স্যাটেলাইট এবং RISAT স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসে ক্ষয়ক্ষতির হিসাব করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার।

Wayanad landslide update: মৃত বেড়ে ১৪৬, ওয়ানাডে মাটির নীচে চাপা আর কত দেহ? টানা বৃষ্টিতে নতুন বিপদের আশঙ্কা

ওয়ানাড : কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪৬৷ আরও বহু মানুষ এখনও মাটির নীচে চাপা পড়ে থাকতে পারে বলে এখনও আশঙ্কা করছেন উদ্ধারকারীরা৷ সেনাবাহিনীর সঙ্গে এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল একটানা কাজ করে চললেও উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবিশ্রান্ত বৃষ্টি৷

আজই ওয়ানাড যাওয়ার কথা ছিল রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির৷ কিন্তু ওয়ানাডের মেপাল্লির যে পার্বত্য এলাকায় এই ধস নেমেছে, সেখানে এই মুহূর্তে আবহাওয়ার কারণেই হেলিকপ্টার অবতরণ করতে পারবে না৷ সেই কারণেই প্রশাসনের অনুরোধে আজকের সফর বাতিল করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা৷

ওয়ানাডে উদ্ধারকাজে গতি আনতে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার হিন্দন বিমান ঘাঁটিতে তৈরি রাখা হয়েছে৷ মূলত ওয়ানাডের ধস কবলিত এলাকায় অস্থায়ী ভাবে সেতু, যাতায়াতের পথ তৈরি করার মতো সামগ্রী নিয়ে আজই কেরল পৌঁছবে বায়ুসেনার ওই বিমান৷

আরও পড়ুন: মমতার হস্তক্ষেপে কাটল স্টুডিওপাড়ার জট! বুধবার থেকেই শুরু শ্যুটিং, রাজি সবপক্ষ

এখনও পর্যন্ত ধস কবলিত এলাকা থেকে প্রায় ১০০০ মানুষকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে৷ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ ভারতীয় সেনার ছ কলম বাহিনী উদ্ধারকাজে যোগ দিয়েছে৷ তাদের সাহায্য করছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সেরে কর্মীরা৷ ধসে মেপাডি- চুরালমালার সড়কের উপরে ভেঙে পড়া একটি সেতুকে নতুন ভাবে তৈরি করার কাজ আজই শুরু করা হবে৷ অস্থায়ী ভাবে ওই সেতু তৈরি করতে পারলেও ধস কবলিত এলাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে৷ আজ সকালে আকাশ পথেও এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন সেনা আধিকারিকরা৷ সেই অনুযায়ী উদ্ধারকাজের পরিকল্পনা তৈরি করা হবে৷

 ইতিমধ্যেই প্রায় ৪৫টি ত্রাণ শিবিরে তিন হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে৷ যদিও প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগামী চব্বিশ ঘণ্টায় ওয়ানাড সহ উত্তর কেরলের সব জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷