Tag Archives: Wayanad

Wayanad landslide: বাংলার ২৪২ শ্রমিক আটকে ওয়ানাডে, তাঁদের ফেরাতে বিপর্যয় স্থলে চলেছেন তৃণমূল প্রতিনিধিরা!

কলকাতা: শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ কেরলের ওয়ানাডের উদ্দেশ্যে রওনা হবেন তৃণমূলের প্রতিনিধি দল। আপাতত ২ দিন থাকার পরিকল্পনা রয়েছে দুই রাজ্যসভা সাংসদের। বিভিন্ন রিলিফ ক্যাম্প, বিপর্যয় স্থলে যাওয়ার কথা তাঁদের। প্রশাসনের সঙ্গেও দেখা করবেন তাঁরা। ওয়ানাডে আটকে রয়েছেন রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতেই যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। এখনও পর্যন্ত ওয়ানাডে আটকে থাকা ১৫৫ জনের সঙ্গে রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে। বাকিদের সঙ্গেও আজ রাতের মধ্যেই যোগাযোগ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।

জানা গিয়েছে, আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের বিষয়ে খোঁজ রাখছে বলে বিধানসভায় শুক্রবার জানালেন মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক আশা প্রকাশ করেছেন, দ্রুতই আটকে পড়া শ্রমিকদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন- জলযন্ত্রণা কমাতে বড় পদক্ষেপ নবান্নের! বর্ষায় কী কী মেনে চলতে হবে পুরসভাকে?

ওয়ানাডে মৃতের সংখ্যা ৩০০ পেরিয়েছে। উদ্ধার কাজ চলছে এখনও। তবে দুর্যোগের জেরে কত মানুষ যে বিপাকে পড়েছেন! বিশেষত কর্মসূত্রে যাঁরা আছেন ওই রাজ্যে। তাঁদের মধ্যে এ রাজ্যেরও ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। ইতিমধ্যেই ১৫৫ জনকে সনাক্ত করা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তাদের উদ্ধারের একটা চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের দুই সাংসদকে ওয়ানাডে পাঠিয়েছেন‌। আজই তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওয়েনাডে যাচ্ছেন। এই অবস্থাতে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ওয়ানাডে থাকা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা রাজ্যবাসীকে জানাল রাজ্য সরকার।

এ দিন বিধানসভায় মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই পরিযায়ী শ্রমিকরা কেরলে কাজ করতে গিয়েছিলেন। তাঁর কথায়,” যেহেতু আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দক্ষতা অনেক বেশি, তাই অন্য রাজ্যে এই রাজ্যের শ্রমিকদের চাহিদা রয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের একটা ডেটাব্যাঙ্ক তৈরি করা হয়েছে। তার মাধ্যমেই খুব সহজেই এদের সনাক্তকরণ করা হয়েছে”

ওয়ানাডে এখনও ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্যমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ৩০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গোটা ঘটনায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উদ্বিগ্ন। গতকালই তিনি এই নিয়ে টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে শুধু উদ্বেগ প্রকাশ করেই যে এই সরকার ক্ষান্ত থাকছে না, সেখানে থাকা এ রাজ্যের নাগরিকদের সুবিধা অসুবিধার ওপরও যে এই সরকার নজর রাখছে, এ দিন বিধানসভায় শ্রম মন্ত্রীর বক্তব্য থেকে তা স্পষ্ট হয়ে গেল।

Wayanad Rescue: ওয়ানাডে আটকে বাংলার ২৪২ পরিযায়ী শ্রমিক! ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার

কলকাতা: ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতে যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এখনও পর্যন্ত ওয়ানাডে আটকে থাকা ১৫৫ জনের সঙ্গে রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে। বাকিদের সঙ্গেও আজ রাতের মধ্যেই যোগাযোগ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।

জানা গিয়েছে আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের বিষয়ে খোঁজ রাখছে বলে বিধানসভায় আজ শুক্রবার জানালেন মন্ত্রী মলয় ঘটক।

আরও পড়ুন: অঝোরে-লাগাতার বৃষ্টি! ধসে বিপর্যস্ত যান চলাচল! আজও বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন

প্রসঙ্গত, ব্যাপক ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়ানাড। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে মাটির তলায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

গত মঙ্গলবার আচমকাই পার্বত্য এলাকা ওয়ানাডে ভূমিধ্বস নামে। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। নিখোঁজ হন ২০৬ জন। ভূমিধ্বসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ইসরোর উন্নত কার্টোস্যাট ৩ অপটিক্যাল স্যাটেলাইট এবং RISAT স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধ্বসে ক্ষয়ক্ষতির হিসাব করেছে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার।

Wayanad Landslide: দুর্যোগ এখনও থামেনি! বর্ষাতি পরেই ওয়ানাডের ধস বিধ্বস্ত এলাকায় পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

কথা ছিল বুধবারই কেরলের ওয়ানাডের ধস-বিধ্বস্ত এলাকায় পৌঁছবেন৷ কিন্তু, ওয়ানাডের যে পাহাড়ি এলাকা দুর্যোগের কবলে পড়েছে, গত বুধবার সেখানকার আবহাওয়া ঠিক না থাকায় ঘটনাস্থলে পৌঁছতে পারেননি ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷
কথা ছিল বুধবারই কেরলের ওয়ানাডের ধস-বিধ্বস্ত এলাকায় পৌঁছবেন৷ কিন্তু, ওয়ানাডের যে পাহাড়ি এলাকা দুর্যোগের কবলে পড়েছে, গত বুধবার সেখানকার আবহাওয়া ঠিক না থাকায় ঘটনাস্থলে পৌঁছতে পারেননি ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি৷
তবে, গত বুধবারই সোশ্যাল মিডিয়ায় রাহুল জানিয়ে দিয়েছিলেন আজ, অর্থাৎ, বৃহস্পতিবারই ওয়ানাড যাবেন তিনি৷ ওয়েনাডবাসীকে দেওয়া কথা রাখলেন রাহুল-প্রিয়ঙ্কা। বৃহস্পতিবার ধস-বিধ্বস্ত ওয়েনাডে পৌঁছে গেলেন তাঁরা।
তবে, গত বুধবারই সোশ্যাল মিডিয়ায় রাহুল জানিয়ে দিয়েছিলেন আজ, অর্থাৎ, বৃহস্পতিবারই ওয়ানাড যাবেন তিনি৷ ওয়েনাডবাসীকে দেওয়া কথা রাখলেন রাহুল-প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার ধস-বিধ্বস্ত ওয়েনাডে পৌঁছে গেলেন তাঁরা।
বর্ষাতি পরে বৃষ্টি দুর্যোগের মধ্যেই ধস বিধ্বস্ত চুরালমালা গ্রামে গেলেন তাঁরা৷ কথা বললেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে৷
বর্ষাতি পরে বৃষ্টি দুর্যোগের মধ্যেই ধস বিধ্বস্ত চুরালমালা গ্রামে গেলেন তাঁরা৷ কথা বললেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে৷
গত মঙ্গলবার প্রবল বৃষ্টির পরে একের পর এক ধস নামে কেরলের ওয়ানাডের একাধিক এলাকায়৷ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় চার-চারটি গ্রাম৷ ইতিমধ্যেই ধসের নীচে চাপা পড়ে অন্তত ২৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ খোঁজ নেই শতাধিক মানুষের৷
গত মঙ্গলবার প্রবল বৃষ্টির পরে একের পর এক ধস নামে কেরলের ওয়ানাডের একাধিক এলাকায়৷ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় চার-চারটি গ্রাম৷ ইতিমধ্যেই ধসের নীচে চাপা পড়ে অন্তত ২৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ খোঁজ নেই শতাধিক মানুষের৷
২০১৯ সালে ওয়ানাড থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি৷ ২০২৪ এর লোকসভা নির্বাচনেও তিনি ওয়ানাড থেকে জয়ী হন৷ তবে এবার রায়বরেলি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি৷ পরে রায়বরেলি আসনটিই ধরে রাখার কথা জানান রাহুল৷ ওয়ানাডের উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী হওয়ার কথা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার৷
২০১৯ সালে ওয়ানাড থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি৷ ২০২৪ এর লোকসভা নির্বাচনেও তিনি ওয়ানাড থেকে জয়ী হন৷ তবে এবার রায়বরেলি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি৷ পরে রায়বরেলি আসনটিই ধরে রাখার কথা জানান রাহুল৷ ওয়ানাডের উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী হওয়ার কথা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার৷

Wayanad Landslide: ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, এখনও আটকে বহু, আজ পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

ওয়ানাড: কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷

ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷

গত বুধবারই ওয়ানাড যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার৷ তবে ধস অধ্যুষিত পাহাড়ি এলাকার আবহাওয়া খারাপ থাকায় গত বুধবার সেখানে যাওয়া সম্ভব হয়নি৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ইতিমধ্যেই কেরলে পৌঁছে গিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা৷ তাঁদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও৷

প্রসঙ্গত, ২০১৯ সালে ওয়ানাড থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি৷ ২০২৪ এর লোকসভা নির্বাচনেও তিনি ওয়ানাড থেকে জয়ী হন৷ তবে এবার রায়বরেলি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি৷ পরে রায়বরেলি আসনটিই ধরে রাখার কথা জানান রাহুল৷ ওয়ানাডের উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী হওয়ার কথা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার৷

বৃহস্পতিবার ধস অধ্যুষিত জেলাগুলি পরিদর্শন করার কথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নেরও৷ তাঁর সঙ্গে থাকবেন সে রাজ্যের মুখ্যসচিব ভি বেণু এবং ডিজিপি শইক দারবেশ সাহিব৷ কেরলের কোঝিকোডে থেকে ওয়ানাড পৌঁছবেন তিনি৷

গত মঙ্গলবারের প্রবল বৃষ্টির পরে কেরলের ওয়ানাড জেলার একাধিক অঞ্চলে দফায় দফায় নামে ভূমিধস৷ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় ৪টি গ্রাম৷ বিপর্যয়ে এখনও পর্যন্ত কমপক্ষে ২৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পানারাই বিজয়ন৷ ১৯১ জন এখনও নিখোঁজ৷

কংগ্রেসের তিরুবনন্তপুরম সাংসদ শশী তারুর ক্ষতিগ্রস্ত এলাকায় সাংসদদের জরুরি সহায়তার সুবিধার্থে এমপিএলএডিএস নির্দেশিকাগুলির অধীনে ওয়ানাড ভূমিধসকে ‘গুরুতর প্রকৃতির বিপর্যয়’ হিসাবে ঘোষণা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছেন।

Wayanad Landslide Disaster: ‘আগে থেকে কিছুই জানানো হয়নি,’ ওয়ানাডের ধস নিয়ে অমিত শাহের দাবি উড়িয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস৷ কাদা, মাটি, পাথরের নীচে জীবন্ত চাপা পড়ে কেরলের ওয়ানাডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫০ জন৷ উদ্ধারকাজ চলছে এখনও৷ এরই মধ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপ৷ কেন ছিল না দুর্যোগের আগাম খবর? কেনই বা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদে সরব হয়েছেন বিরোধীরা৷

আর এদিকে দুর্যোগ নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, কেরল রাজ্য প্রশাসনকে নাকি এক সপ্তাহ আগেই দুর্যোগের পূর্বাভাস নিয়ে সতর্ক করা হয়েছিল৷ তা সত্ত্বেও তাতে কর্ণপাত করেনি পিনারাই বিজয়নের সরকার৷

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন অভিযোগকে অবশ্য সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, ভূমিধসের আগে আবহাওয়া দফতরের তরফে শুধুমাত্র ওই এলাকার বৃষ্টিপাতের উপরে কমলা সতর্কতা জারি করা হয়েছিল৷ কিন্তু, ওই জেলায় ৫০০ মিলিলিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাসের তুলনায় যা ঢের ঢের বেশি৷

আরও পড়ুন: ‘কেরলকে আগেই সতর্ক করা হয়েছিল,’ ওয়ানাডের ধস নিয়ে রাজ্যসভায় স্পষ্ট কথা অমিত শাহের, বিরোধীদের অকারণ রাজনীতি না করার বার্তা

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পরে সাংবাদিক বৈঠক করে কেরলের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মঙ্গলবার সকালে যখন ভূমিধসের ঘটনা ঘটল, তার পরেই একমাত্র ওই এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল৷’’ এরপরেই পিনারাই বিজয়নের মন্তব্য, এটা একে অপরকে দোষারোপ করার সময় নয়৷

রাজ্যসভায় বিবৃতি দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জানান, গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে ওয়ানাডে সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কেরল রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল কেন্দ্রের তরফে৷ পাঠানো হয়েছিল ৯ দল কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷

আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর ছাত্রকে গুলি নার্সারি পড়ুয়ার! স্কুলেই ধুন্ধুমার কাণ্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা

রাজ্যসভার বক্তৃতায় অমিত শাহ দাবি করেন, কেরলের পিনারাই বিজয়নের সরকারকে সপ্তাহ খানেক আগেই সে রাজ্যের পার্বত্য অঞ্চলে ধস নামার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল৷ কিন্তু, তাঁরা সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি৷ এমনকি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছনোর পরেও তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ শাহের৷

‘ঈশ্বরের দেশ’ এক রাতে লন্ডভন্ড! ওয়ানাড়ে ভয়ঙ্কর বিপর্যয়ের বড় কারণ ফাঁস

ওয়ানাড়: একদিন আগেও সব ঠিকঠাক ছিল। এক রাতের বৃষ্টিতে সব লন্ডভন্ড!

মঙ্গলবার ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়৷  অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷

আরও পড়ুন- দায়িত্ব নিয়েই ৩ নতুন প্রতিভার খোঁজ দিলেন গম্ভীর!শক্তি অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার

প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিন্তু কেন এই বিপর্যয়? এখনও পর্যন্ত ১৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১২৮ জন আহত। এখনও একশোর বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে আছে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) প্রকাশিত ল্যান্ডস্লাইড অ্যাটলাস-এর তথ্য বলছে, দেশের মধ্যে সব থেকে ভূমিকম্পপ্রবণ ৩০টি এলাকার মধ্যে ১০টি কেরলে। তার মধ্যে আবার ১৩ নম্বরে ওয়ানাড়।

বিজ্ঞানীরা বলছেন, কেরলে এমন বিপর্যয়ের পিছনে একাধিক কারণ রয়েছে। একদিকে যেমন বনাঞ্চল ধংস, অন্যদিকে জয়বায়ু পরিবর্তনও বড় কারণ।

২০২১ সালের একটি গবেষণার রিপোর্ট বলছে, কেরলে প্রায় ৬০ শতাংশ ধস নামে বনাঞ্চল ও চা বাগান এলাকায়। আরও একটি রিপোর্ট বলছে, ওয়ানাড়ের ৬২ শতাংশ বনাঞ্চল ধংস হয়ে গিয়েছে।

বনাঞ্চল না থাকায় বহু জায়গায় মাটি আলগা হয়ে গিয়েছে। যদিও সেখানে ২০১৯ সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে ওয়ানাড়-সহ একাধিক এলাকায় বছরের একটা সময় প্রচুর বৃষ্টি হয়। ফলে সেসব অঞ্চলে ধস নামে বেশি।

আরও পড়ুন- জড়িয়ে ধরে নিবিড় চুম্বন!প্রেসিডেন্ট-মহিলা মন্ত্রীর কাণ্ডে ছিঃ ছিঃ করছে ফ্রান্স

কোচি ইউনিভার্সিটির ডিরেক্টর এস অভিলাষ আবার দাবি করেছেন, দক্ষিণ-পূর্ব আরব সাগর আগের থেকে অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠছে। তার প্রভাব পড়ছে জলবায়ুতে। পশ্চিম ঘাটের বিস্তীর্ণ এলাকায় ডিপ ক্লাউড সিস্টেম তৈরি হচ্ছে। ফলে অল্প সময় একটা অঞ্চলে মাত্রাতিরিক্ত বৃষ্টি হচ্ছে। তাতেই ধস বাড়ছে।

Wayanad landslide update: মৃত বেড়ে ১৪৬, ওয়ানাডে মাটির নীচে চাপা আর কত দেহ? টানা বৃষ্টিতে নতুন বিপদের আশঙ্কা

ওয়ানাড : কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪৬৷ আরও বহু মানুষ এখনও মাটির নীচে চাপা পড়ে থাকতে পারে বলে এখনও আশঙ্কা করছেন উদ্ধারকারীরা৷ সেনাবাহিনীর সঙ্গে এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল একটানা কাজ করে চললেও উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবিশ্রান্ত বৃষ্টি৷

আজই ওয়ানাড যাওয়ার কথা ছিল রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির৷ কিন্তু ওয়ানাডের মেপাল্লির যে পার্বত্য এলাকায় এই ধস নেমেছে, সেখানে এই মুহূর্তে আবহাওয়ার কারণেই হেলিকপ্টার অবতরণ করতে পারবে না৷ সেই কারণেই প্রশাসনের অনুরোধে আজকের সফর বাতিল করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা৷

ওয়ানাডে উদ্ধারকাজে গতি আনতে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার হিন্দন বিমান ঘাঁটিতে তৈরি রাখা হয়েছে৷ মূলত ওয়ানাডের ধস কবলিত এলাকায় অস্থায়ী ভাবে সেতু, যাতায়াতের পথ তৈরি করার মতো সামগ্রী নিয়ে আজই কেরল পৌঁছবে বায়ুসেনার ওই বিমান৷

আরও পড়ুন: মমতার হস্তক্ষেপে কাটল স্টুডিওপাড়ার জট! বুধবার থেকেই শুরু শ্যুটিং, রাজি সবপক্ষ

এখনও পর্যন্ত ধস কবলিত এলাকা থেকে প্রায় ১০০০ মানুষকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে৷ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ ভারতীয় সেনার ছ কলম বাহিনী উদ্ধারকাজে যোগ দিয়েছে৷ তাদের সাহায্য করছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সেরে কর্মীরা৷ ধসে মেপাডি- চুরালমালার সড়কের উপরে ভেঙে পড়া একটি সেতুকে নতুন ভাবে তৈরি করার কাজ আজই শুরু করা হবে৷ অস্থায়ী ভাবে ওই সেতু তৈরি করতে পারলেও ধস কবলিত এলাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে৷ আজ সকালে আকাশ পথেও এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন সেনা আধিকারিকরা৷ সেই অনুযায়ী উদ্ধারকাজের পরিকল্পনা তৈরি করা হবে৷

 ইতিমধ্যেই প্রায় ৪৫টি ত্রাণ শিবিরে তিন হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে৷ যদিও প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগামী চব্বিশ ঘণ্টায় ওয়ানাড সহ উত্তর কেরলের সব জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷