ইরাদ্রি বসু খান্ড 

WBJEE Result 2024: শিলিগুড়ির নাম উজ্জ্বল! রাজ্য জয়েন্টে চতুর্থ স্থান ইরাদ্রির, কী পরিকল্পনা পড়ুয়ার  

শিলিগুড়ি: শিলিগুড়ি গর্ব ইরাদ্রি। তিনি যে সত্যি অসাধারণ কর্তৃত্বের প্রতিভা তা বারবার তাঁর কাজেই প্রমাণিত । এবারে রাজ্য জয়েন্টে চতুর্থ স্থান অধিকার করে শহরের নাম আরও একবার উজ্জ্বল করল শিলিগুড়ির ইরাদ্রি বসু খান্দ। দার্জিলিং পাবলিক স্কুলের ছাত্র শিলিগুড়ির এই ছাত্র। ইরাদ্রির বাড়ি শিলিগুড়ির হাকিমপাড়ায়। ইরাদ্রি এবারের দেশের জয়েন্টেও রাজ্য সেরা হয়েছিল। জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষায় রাজ্যে সেরা হয়েছিলেন তিনি। এবার রাজ্য জয়েন্টে চতুর্থ স্থান দখল করলেন ইরাদ্রি।

সারাদিন যে এই ছাত্র পড়াশোনা করেন, এমন নয়। বরং যখন পড়তে বসেন,  তখন অনেকটা সময় ধরে পড়াশোনা করেন। মাঝে মধ্যে গল্পের বই থেকে শুরু করে ঘরোয়া খেলায় নিজেকে মাতিয়ে রাখেন। নম্র স্বভাবের ইরাদ্রি খুব সিস্টেমেটিক ভাবেই পড়াশোনা করেন। পড়ার মাঝে কখনও গান শোনেন, কখনও টিভি দেখে সময় কাটান। তবে  ছ’থেকে আট ঘণ্টা ধরে তিনি পড়াশোনা করেন। নিজের ছন্দে পড়াশোনা করে চলেন এই ছাত্রটি।

ইরাদ্রির বাবা শ্রবণ খান্দ মালবাজারের ওমর আলি হাইস্কুলের প্রধান শিক্ষক, মা বৈজয়ন্তী বসুর একটি পার্লার রয়েছে। একমাত্র ছেলের এই সাফল্যে খুশি ইরাদ্রির পরিবারের সকলেই। পাঠ্যবইয়ের পাশাপাশি, সত্যজিৎ রায়, শরৎচন্দ্রের বই পড়তে পছন্দ করেন ইরাদ্রি।এই মূহূর্তে আআইএসসিতে কাউন্সেলিংয়ের জন্য বেঙ্গালুরুতে রয়েছে ইরাদ্রি ও তাঁর পরিবার। তাই রাজ্য জয়েন্টের ফলাফলের ভিত্তিতে এখনই কোনও পদক্ষেপ করছেন না তিনি। জেইই অ্যাডভান্সড পরীক্ষাও দিয়েছেন ইরাদ্রি। আগামী ৯ জুন তার ফল প্রকাশিত হবে।

সাফল্যের পিছনে মা-বাবার ভূমিকা অস্বীকার করেননি পড়ুয়া। তিনি জানিয়েছেন, “মা আমার খাবারের খেয়াল রাখতেন। আমার শরীর ঠিক আছে কি না, সব সময় সেই দিকে নজর দিতেন। আর বাবা তো পড়াশোনার খুঁটিনাটি বিষয়ে নজর রাখতেন।” বাবা শ্রবণের কথায়, “আমি অতিরিক্ত কিছু করিনি। একজন বাবার যা দায়িত্ব, আমি সেটাই করেছি। সন্তানদের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে। জোর করে কিছু চাপিয়ে দিলে হবে না। সন্তানের যেদিকে নজর, সেদিকেই তাকে উৎসাহিত করতে হবে।’

বৈজয়ন্তীর কথায়, ‘আমার ছেলেটা খুব ভাল। খাওয়া নিয়ে কোনও বায়না নেই। যা দেওয়া হয়, তাই খাবে। ওর তরফ থেকে কখনও কোনও অভিযোগ আমরা শুনিইনি।’ আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন ইরাদ্রি।

অনির্বাণ রায়