পুরুলিয়া - ৪৩.৩/ ৪.৫/ HW, বারাকপুর - ৪৩.৭/ ৭.১ /SHW, ঝাড়গ্রাম ৪১.৫ /৪.১, সাগর -৩৪.৫/ ২,

Weather Forecast: প্রবল গরমে ভয়ঙ্কর কষ্ট, ৪০-৪১-৪২? দক্ষিণবঙ্গে তাপমাত্রার সূচক কত জানেন? দেখুন

দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী। গরমে গলদঘর্ম অবস্থা সবার। এমন অবস্থায় কার্যত পুড়ছে পানাগড়-সহ গোটা পশ্চিম বর্ধমান জেলা। আবহাওয়া ইনডেক্স দিচ্ছে ভয়ঙ্কর পূর্বাভাস। চলতি সপ্তাহে ৪০ ডিগ্রির কোঠা পার করে গিয়েছে পানাগড়ের তাপমাত্রা। এদিন বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানীদের। বেলা ১০’টা নাগাদই তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। আবহাওয়াবিদদের আশঙ্কা, বুধবার ৪০ ডিগ্রি থেকে আরও অনেকটা দূরে যেতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়ার ইনডেক্স বলছে, বেলা দুটো নাগাদ তাপমাত্রায় পারদ ছুঁতে পারে ৪৪ ডিগ্রিতে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে বাড়তে ৪৫-এর কোঠায় পৌঁছে যেতে পারে।