পুরুলিয়ার আবহাওয়া কলকাতার মত

Weather Forecast: আচমকা বিরাট বদল! এ কেমন আবহাওয়া পুরুলিয়ায়? বৃষ্টি চাইছে জেলার মানুষ

পুরুলিয়া: প্রতিবছর তীব্র গরম‌ পড়ে জেলা পুরুলিয়ায়।‌ গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলে লু-এর দাপট। তবে সম্প্রতি এক অন্যরকম আবহাওয়া দেখা যাচ্ছে জেলা পুরুলিয়ায়। যা পুরুলিয়ার সঙ্গে একেবারেই মানানসই নয়। লু’-র দাপট নয়। আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা পুরুলিয়ার। অনবরত ঘামে শুধু অস্বস্তি নয়। রীতিমতো ঝিমিয়ে পড়ছে পুরুলিয়া।

অনেকটাই কলকাতা ও শহরতলির ভ্যাপসা গরমের মতো। রয়েছে প্রখর রৌদ্র। সবে মিলিয়ে নাজেহাল অবস্থা জেলার মানুষের।এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, বেশ কিছু কারণে প্রতিবছরই জেলা পুরুলিয়ায় তাপমাত্রার পারদ বেড়ে চলেছে। কিন্তু বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে গোটা জেলাজুড়ে তার অন্যতম কারণ রেমাল। কারণ রেমালের প্রভাবে অন্য জায়গাতে ঝড় বৃষ্টি হলেও পুরুলিয়াতে ঝড় বৃষ্টি হতে দেখা যায়নি। সেই কারণেই আবহাওয়ার মধ্যে আর্দ্রতার পরিমাণ বেড়ে গিয়েছে। তাই এত বেশি ঘাম হচ্ছে।

টানা কয়েকদিন বৃষ্টি হলেই এই অস্বস্তি কেটে যাবে বলে মনে করা হচ্ছে।বিগত পাঁচ বছরে পুরুলিয়া জেলায় এপ্রিল মাসে এত কম বৃষ্টি হয়নি যা এ বছর হয়েছে। তাই জলসংকট রয়েছে এই জেলায়। কারণ বৃষ্টি না হওয়ার কারণে জলস্তর অনেকখানি নেমে গিয়েছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে জেলায় বেড়েছে আর্দ্রতার পরিমাণ।

প্রবল ঝড় বৃষ্টির দেখা মিলছে না পুরুলিয়ায়। যার ফলে চরম অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে জেলার মানুষকে। ‌তাই এই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হচ্ছে সকলেরই। বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জেলার মানুষ।