শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। একদিকে মৌসুমী অক্ষরেখা অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এর পাশাপাশি নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে।

Rain in South Bengal: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, এবার ভাসবে দক্ষিণবঙ্গও! সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা, ভোল বদলাবে আবহাওয়া

মাঝে মধ্যে ছিঁটে ফোটা, দু এক পশলা বৃষ্টি৷ খাতায় কলমে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই অধিকাংশ জেলায়৷ শেষ পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গে বর্ষার আকাল মিটতে চলেছে৷ অন্তত এমনই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
মাঝে মধ্যে ছিঁটে ফোটা, দু এক পশলা বৃষ্টি৷ খাতায় কলমে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই অধিকাংশ জেলায়৷ শেষ পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গে বর্ষার আকাল মিটতে চলেছে৷ অন্তত এমনই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। যা এই সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। যা এই সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে।

এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে।
আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কয়েক জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইবে। উপকূল লাগোয়া ও পুর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কয়েক জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইবে। উপকূল লাগোয়া ও পুর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাযয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাযয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।
বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।