উত্তরবঙ্গ Weather Update: এখনই পুরোপুরি কাটছে না দুর্যোগের মেঘ…! উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস… Gallery October 17, 2024 Bangla Digital Desk আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। পরিষ্কার হচ্ছে গৌড়বঙ্গের জেলাগুলির আকাশ। তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুইদিন মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর জেলাগুলি থেকে বৃষ্টির পূর্বাভাস পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। দিনের যে কোনও সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকায় জেলাগুলির তাপমাত্রা কিছুটা কম হয়েছে। বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমতে পারে। তবে আপাতত বৃষ্টির তেমন পূর্বাভাস নেই জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্য থেকে আপাতত বিদায় নিয়েছে বর্ষা। তবে বৃষ্টি থামছে না। বেশির ভাগ জেলাতেই হালকা ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। কলকাতায় আজ, বৃহস্পতিবার দুপুর বা বিকেলের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।