১৯৫৪ সালের পর ২০২৪! চুয়াল্লিশ বছর পর আবার তাপমাত্রার রেকর্ড

Weather Update: চুয়াল্লিশ বছর পর আবার তাপমাত্রার রেকর্ড! স্বস্তির বৃষ্টি কবে

৪৪ বছর পর আবার এপ্রিল মাসে রেকর্ড করল কলকাতার তাপমাত্রা৷ ১৯৮০ সালের ২৫ এপ্রিল, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। আজ বেলা আড়াইটের সময় ফের কলকাতার তাপমাত্রা এপ্রিল মাসে ৪১.৭ ডিগ্রিতে পৌঁছয়৷ এখনও পর্যন্ত এটিই এপ্রিল মাসে কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা৷ ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যে নজির আজও অটুট রয়েছে৷

আবহাওয়া দফতর অবশ্য আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কোনও স্বস্তির খবর শোনাতে পারেনি৷ হাওয়া অফিসের খবর অনুযায়ী, বৃষ্টির জন্য এখনও বেশ কয়েকদিনের অপেক্ষা৷

আবহবিদরা জানাচ্ছেন, আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে আগামী সোম ও মঙ্গলবার।