বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম এবং ঝাড়গ্রাম এই সাত জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

Weather Update: আরও বাড়বে গরম, কলকাতার তাপমাত্রা ছাড়াবে ৪১! সতর্কতা জারি হাওয়া অফিসের, দেখুন

এপ্রিল জুড়ে তাপপ্রবাহ! রাজ্যে আরও দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। কলকাতার পারদ ৪১ ডিগ্রি ছাড়াবে। পশ্চিমের জেলায় লু পরিস্থিতির সতর্কতা। আগামী ৩ দিনে উত্তরবঙ্গেও গরম বাড়বে।