: আটলান্টিকে ফুঁসছে হ্যারিকেন ক্রিক৷ দিন যাচ্ছে আর মহাসাগরের উপর ক্রমশ শক্তিবৃদ্ধি করছে এই  হ্যারিকেন৷ ক্যাটেগরি ১ দিয়ে আটলান্টিকের উপরের এই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিঝড় তৈরি শুরু হয়েছিল, সেটি শক্তি বাড়িয়ে লেভেল ৩ পেরিয়ে এই মুহূর্তে লেভেল ৪ এ অবস্থান করছে৷ Photo - Collected

Massive Storm Alert: সমুদ্রের উপর ফুঁসছে ‘সত্যিকারের দানো’, উইকএন্ডে ঝাঁপিয়ে পড়ার সময় গতি হবে ২১৫/ কিমি ঘণ্টা, ঝড়ের নাম ক্রিক

: আটলান্টিকে ফুঁসছে হ্যারিকেন ক্রিক৷ দিন যাচ্ছে আর মহাসাগরের উপর ক্রমশ শক্তিবৃদ্ধি করছে এই  হ্যারিকেন৷ ক্যাটেগরি ১ দিয়ে আটলান্টিকের উপরের এই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিঝড় তৈরি শুরু হয়েছিল, সেটি শক্তি বাড়িয়ে লেভেল ৩ পেরিয়ে এই মুহূর্তে লেভেল ৪ এ অবস্থান করছে৷ Photo - Collected
: আটলান্টিকে ফুঁসছে হ্যারিকেন ক্রিক৷ দিন যাচ্ছে আর মহাসাগরের উপর ক্রমশ শক্তিবৃদ্ধি করছে এই  হ্যারিকেন৷ ক্যাটেগরি ১ দিয়ে আটলান্টিকের উপরের এই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিঝড় তৈরি শুরু হয়েছিল, সেটি শক্তি বাড়িয়ে লেভেল ৩ পেরিয়ে এই মুহূর্তে লেভেল ৪ এ অবস্থান করছে৷ Photo – Collected
অতি শক্তিশালী এই হ্যারিকেন লিওয়ার্ড দ্বীপপুঞ্জের থেকে প্রায় ১৭০০ কিমি দূরে অবস্থান. জলভাগের উপর দিয়ে যত বেশি যাত্রা করবে এই হ্যারিকেন ততই শক্তিবৃদ্ধি হবে৷ Photo - Representative
অতি শক্তিশালী এই হ্যারিকেন লিওয়ার্ড দ্বীপপুঞ্জের থেকে প্রায় ১৭০০ কিমি দূরে অবস্থান. জলভাগের উপর দিয়ে যত বেশি যাত্রা করবে এই হ্যারিকেন ততই শক্তিবৃদ্ধি হবে৷ Photo – Representative
এখনও বিজ্ঞানীদের হিসেব মতো এই ঝড় ঘণ্টায় ২১৫ কিমি গতিতে ঝাঁপিয়ে পড়বে এবং ল্যান্ডফলের সময় এই উইকএন্ড নাগাদ৷  Photo - Representative
এখনও বিজ্ঞানীদের হিসেব মতো এই ঝড় ঘণ্টায় ২১৫ কিমি গতিতে ঝাঁপিয়ে পড়বে এবং ল্যান্ডফলের সময় এই উইকএন্ড নাগাদ৷  Photo – Representative
এদিকে একদিকে যেমন তৈরি হচ্ছে এই হ্যারিকেন তেমনিই একটি ক্রান্তীয় ঝড় লেসলিও (Tropical Storm Leslie) তৈরি হওয়া শুরু হয়েছে আটলান্টিকেই৷ সাইক্লোনের মতো এই ঝড় তৈরি হচ্ছে পূর্ব আটলান্টিকে৷ Photo - Representative
এদিকে একদিকে যেমন তৈরি হচ্ছে এই হ্যারিকেন তেমনিই একটি ক্রান্তীয় ঝড় লেসলিও (Tropical Storm Leslie) তৈরি হওয়া শুরু হয়েছে আটলান্টিকেই৷ সাইক্লোনের মতো এই ঝড় তৈরি হচ্ছে পূর্ব আটলান্টিকে৷ Photo – Representative
এই সাইক্লোনটিও শক্তি বাড়িয়ে হ্যারিকেনে পরিণত হতে পারে৷ যদিও এখনও পর্যন্ত এর গতিপথ স্থলভাগের দিকে নেই৷ এই মুহূর্তে কাবো ভার্দে দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে  দক্ষিণতম প্রান্ত থেকে ৮৭০ কিমি দূরে অবস্থান করছে৷ এই ঝড়ের এখনও পর্যন্ত বায়ুর গতি হতে পারে ৭৫ কিমি প্রতি ঘণ্টা৷ Photo - Representative
এই সাইক্লোনটিও শক্তি বাড়িয়ে হ্যারিকেনে পরিণত হতে পারে৷ যদিও এখনও পর্যন্ত এর গতিপথ স্থলভাগের দিকে নেই৷ এই মুহূর্তে কাবো ভার্দে দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে  দক্ষিণতম প্রান্ত থেকে ৮৭০ কিমি দূরে অবস্থান করছে৷ এই ঝড়ের এখনও পর্যন্ত বায়ুর গতি হতে পারে ৭৫ কিমি প্রতি ঘণ্টা৷ Photo – Representative
এদিকে হ্যারিকেন ক্রিক এই মারাত্মক শক্তিশালী ঝড়ের কারণে সমুদ্রে প্রবল ঢেউ উঠবে৷ হবে মারাত্মক জলোচ্ছ্বাস৷ সপ্তাহান্তে এর জেরে সমুদ্রের এই জলোচ্ছ্বাসের কারণে জীবননাশের সম্ভাবনাও তৈরি হবে৷ Photo - Collected
এদিকে হ্যারিকেন ক্রিক এই মারাত্মক শক্তিশালী ঝড়ের কারণে সমুদ্রে প্রবল ঢেউ উঠবে৷ হবে মারাত্মক জলোচ্ছ্বাস৷ সপ্তাহান্তে এর জেরে সমুদ্রের এই জলোচ্ছ্বাসের কারণে জীবননাশের সম্ভাবনাও তৈরি হবে৷ Photo – Collected
মধ্য আটলান্টিকে তৈরি হওয়া ক্রিকের জন্য আমেরিকার উপকূল বরাবর সতর্কতা জারি হয়েছ৷ আমেরিকার পূর্ব উপকূলে বারমুডা, গ্রেটার অ্যান্টিলেস এবং বাহামাসে তোলপাড় করা আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে৷ Photo - Representative
মধ্য আটলান্টিকে তৈরি হওয়া ক্রিকের জন্য আমেরিকার উপকূল বরাবর সতর্কতা জারি হয়েছ৷ আমেরিকার পূর্ব উপকূলে বারমুডা, গ্রেটার অ্যান্টিলেস এবং বাহামাসে তোলপাড় করা আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে৷ Photo – Representative
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত হ্যারিকেন সেন্টার ক্রিক লিওয়ার্ড দ্বীপপুঞ্জের ১৮২০ কিমি পূর্বে অবস্থান করছে৷ অন্তত ২০৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে এই ঝড়৷ Photo - Representative
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত হ্যারিকেন সেন্টার ক্রিক লিওয়ার্ড দ্বীপপুঞ্জের ১৮২০ কিমি পূর্বে অবস্থান করছে৷ অন্তত ২০৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে এই ঝড়৷ Photo – Representative
তবে এই শক্তি যে থাকবে তা নিয়ে নিশ্চিত নন আবহাওয়া বিজ্ঞানী নন৷ শনিবার বারমুডা, গ্রেটার অ্যান্টিলিস এবং রবিবার পূর্ব উপকূলের বাহামাসে তোলপাড় চালাবে এই মারাত্মাক ঝড়৷ Photo - Representative
তবে এই শক্তি যে থাকবে তা নিয়ে নিশ্চিত নন আবহাওয়া বিজ্ঞানী নন৷ শনিবার বারমুডা, গ্রেটার অ্যান্টিলিস এবং রবিবার পূর্ব উপকূলের বাহামাসে তোলপাড় চালাবে এই মারাত্মাক ঝড়৷ Photo – Representative