দক্ষিণবঙ্গ, পুরুলিয়া Weather Update: ষষ্ঠী থেকে দশমী, বৃষ্টির তাণ্ডব কোন কোন জেলায়? ঠাকুর দেখতে বেরোনের আগে অবশ্যই জেনে নিন Gallery October 8, 2024 Bangla Digital Desk শারদ উৎসবের সূচনা হয়ে গিয়েছে। এরই মাঝে চলছে আবহাওয়ার খামখেয়ালীপনা। কখনও রোদ কখনও বৃষ্টি। হঠাৎ হঠাৎ-ই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। পুজোর সময় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কী? কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস। প্রতি মুহূর্তেই ভোল বদলাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে কখনও ঝেঁপে বৃষ্টি তো কখনও উঁকি দিচ্ছে রোদ। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর ক’টা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। পুরুলিয়া জেলা জুড়ে ঝড়বৃষ্টির প্রভাব সেভাবে না পড়লেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে জেলার কিছু জায়গায়। আবহাওয়ারও বেশ খানিকটা পরিবর্তন হতে দেখা যাচ্ছে। এইদিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। শহর কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের কোনও জেলাতেই সতর্কতা জারি করা হয়নি। তবে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর দিনগুলোতে হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণের জেলাগুলিতেও। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলার পাশাপাশি জেলা পুরুলিয়ায়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি হলেও বৃষ্টির তেমন প্রভাব পড়বে না পুজোতে।