তীব্র তাপপ্রবাহের পর দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি চলবেই৷ এর ফলে কিছুটা কমবে তাপমাত্রা৷ এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা৷ দুপুরের দিকে বেশ কয়েকপশলা বৃষ্টিও হয়৷ এই বৃষ্টি চলবে বলেই মনে করা হচ্ছে৷

Weather Update: রাজ‍্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা!

বেশ কিছুদিন গরমের দাপট চলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র তাপপ্রবাহের জেরে অস্বস্তিতে কেটেছে বঙ্গবাসীর। তবে বিগত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে মিলেছে খানিক স্বস্তি। কমেছে তাপের পারদও।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকলেও কালবৈশাখীর সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এছাড়া অন্যান্য জেলাগুলির আবহাওয়া মোটের উপর ভাল থাকবে।