ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।

‘মির্জাপুর’-এর কথা ভুলে যাবেন; থ্রিলার-সাসপেন্স কী নেই! কোথায় দেখা যাচ্ছে তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজটি?

ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর।‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর। ‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।