Tag Archives: Mirzapur

‘মির্জাপুর’-এর কথা ভুলে যাবেন; থ্রিলার-সাসপেন্স কী নেই! কোথায় দেখা যাচ্ছে তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজটি?

ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
ওয়েব সিরিজপ্রেমীদের কাছে তুমুল চর্চিত একটা সিরিজ হল ‘মির্জাপুর’। আসলে এই ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ে আঞ্চলিক ছোঁয়া এবং স্ক্রিন প্রেজেন্স সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ‘মির্জাপুর’-এর সিজন ২ এসেছে। আর এই সিরিজের তৃতীয় সিজনের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলা ভাল যে, এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া! তবে এমন অনেক সিরিজ রয়েছে, যা ‘মির্জাপুর’-এর সঙ্গে অনায়াসে পাল্লা দিতে পারে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
এমনকী, জনপ্রিয়তার নিরিখে ছাড়িয়ে যেতে পারে ‘মির্জাপুর’-কেও। আজকের প্রতিবেদনে আমরা এমন একটি ওয়েব সিরিজের কথা বলতে চলেছি, যেখানে ‘মির্জাপুর’-এর মতো আঞ্চলিক ছোঁয়ার স্বাদ পাবেন ভক্তরা। আসলে এখানেও প্রায় একই ধরনের ভাষার ব্যবহার এবং রাহাজানি দেখা যাবে।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
আবার ‘মির্জাপুর’-এর মতোই এই সিরিজেও এখনও পর্যন্ত রয়েছে দু’টি সিজন। কিন্তু কী নাম সেই সিরিজের? আর কোথায়ই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক বিশদে। বলে রাখা ভাল যে, এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের আগেই।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। এর IMDb রেটিং হল ৮.৩। এর পরে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’-এর IMDb রেটিং হল ৮.৫। উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ছোঁয়ার স্বাদ মিলবে এই সিরিজে। প্রধান নায়কের গ্রাম্য স্টাইল সকলের মন জয় করেছিল। তাঁকে আঞ্চলিক ভাষাতেই কথা বলতে শোনা গিয়েছে। এই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এই সিরিজটির নাম ‘অপহরণ’।
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর।‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
সিরিজের দু’টি সিজনেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অরুণোদয় সিং। এটি মূলত একটি অ্যাকশন-থ্রিলার সিরিজ। এই সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আর প্রযোজনা করেছেন একতা কাপুর। ‘অপহরণ’-এর নাম শুনেই এর পটভূমিকা বেশ খানিকটা আন্দাজ করা যাবে। আসলে এই সিরিজের দু’টি সিজনই কিডন্যাপিং বা অপহরণের উপর ভিত্তি করে তৈরি। এর সঙ্গে সাসপেন্স, থ্রিলার এবং রহস্য তো রয়েছেই!
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
এই সিরিজটি Jio Cinema-য় দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনে মোট ১২টি এপিসোড এবং দ্বিতীয় সিজনে মোট ১১টি এপিসোড ছিল। ২০১৮ স্ট্রিমিং অ্যাওয়ার্ডে এই সিরিজের প্রথম সিজন মোট ৪টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এখানেই শেষ নয়, ভক্তরা অপেক্ষা করছেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অরুণোদয় সিং অভিনীত চরিত্র রুদ্র শ্রীবাস্তবকে আবার পর্দায় দেখতে চাইছেন ভক্তরা। ফলে খুব শীঘ্রই ‘অপহরণ’-এর তৃতীয় সিজনও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

Mirzapur Season 3 : অপেক্ষার অবসান, আসছে ‘মির্জাপুর সিজন ৩’! কবে মুক্তি পাচ্ছে এই ক্রাইম থ্রিলার? দেখে নিন

বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। আসলে ভক্তরা এই অ্যাকশন ক্রাইম থ্রিলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এমনিতে কলিন ভাইয়া-রূপী পঙ্কজ ত্রিপাঠী তো সকলের মন জিতে নিয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই থ্রিলারের প্রথম দুই সিজনকেও দর্শকরা প্রচুর ভালবাসা দিয়েছেন। এবার পালা তৃতীয় সিজনের। কিন্তু এই বহু প্রতীক্ষিত তৃতীয় মরশুমের বিষয়েই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।

মুক্তির দিনক্ষণ এবং প্রেক্ষাপট:
চলতি মাসেই অ্যামাজন প্রাইম ভিডিও-য় প্রিমিয়ার হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’-র। করণ অংশুমানের তৈরি এই সিরিজে উন্মোচিত হতে চলেছে অ্যাকশনধর্মী এই ক্রাইম থ্রিলারের আরও এক রক্তক্ষয়ী অধ্যায়। ছবির প্রেক্ষাপটে ফুটে উঠতে চলেছে ত্রিপাঠী পরিবারের লড়াই, প্রতিশোধ এবং জটিল গতিপ্রকৃতি। এই মরশুমে যা আরও গভীর হতে চলেছে।

আরও পড়ুন : শাস্ত্রীয় সঙ্গীত ‘নাদ’-এর আসর যেন চাঁদের হাট! বিক্রম ঘোষ থেকে পূর্বায়ন চট্টোপাধ্যায়ের সুরে ভাসল কলকাতাবাসী

কে কোন ভূমিকায়?
‘মির্জাপুর সিজন ৩’-ও বেশ তারকাখচিত হতে চলেছে। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কলিন ভাইয়ার ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর থাকছেন গুড্ডু পণ্ডিত-রূপী আলি ফজলও। এর পাশাপাশি ফুলচাঁদ মুন্না ত্রিপাঠীর ভূমিকায় দেখা যাবে দিব্যেন্দু শর্মাকে। আবার বীণা ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করছেন রসিকা দুগলকে। আর গজগামিনী গোলু গুপ্তার ভূমিকায় থাকছেন শ্বেতা ত্রিপাঠী শর্মা।

আরও পড়ুন : ‘এই’ কারণেই জয়ার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অমিতাভ! যা ঘটেছিল তারপর…, জানলে অবাক হবেন

আপডেট এবং ভক্তদের প্রত্যাশা:
মূলত ‘মির্জাপুর সিজন ২’-এ যে নাটকীয় জায়গায় গল্প শেষ হয়েছিল, সিজন ৩-তে তার পরবর্তী অংশ দেখা যাবে। এর মধ্যে অন্যতম হল কলিন ভাইয়ার ভাগ্য নির্ধারণ, গুড্ডুর প্রতিশোধ স্পৃহা। এর পাশাপাশি আরও কিছু নতুন চরিত্র আত্মপ্রকাশ করতে চলেছে। যা নিঃসন্দেহে কাহিনির প্রেক্ষাপটে আরও গভীরতা যোগ করবে।

‘মির্জাপুর সিজন ৩’-এর আসন্ন মুক্তি দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে। তাঁরা মূলত এই ক্রাইম ড্রামার পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, দারুণ কাস্ট, দুর্দান্ত প্লটলাইন – সব মিলিয়ে বেশ জমজমাটি হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’।

Manoj Bajpayee ‘Kidnapped’: মনোজ বাজপেয়ীকে ‘অপহরণ’! ওয়েবসিরিজ নিয়ে বচসা, পঙ্কজ-আলির কাণ্ডে শিউরে উঠলেন ভক্তরা

মুম্বই: ‘মির্জাপুর’-এর ভক্তদের জন্য দারুণ সুখবর। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই ক্রাইম ড্রামার জনপ্রিয়তা এখন তুঙ্গে! ফলে ভক্তরা এই সিরিজের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। গত ১৯ মার্চ এক বিশেষ ইভেন্টে উপস্থিত হয়েছিলেন শোয়ের কলাকুশলীরা। আর ভক্তদের চমকে দিয়ে তাঁরা জানান যে, খুব শীঘ্রই আসতে চলেছে ‘মির্জাপুর সিজন থ্রি’।

ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রসিকা দুগল এবং শ্বেতা ত্রিপাঠীর মতো তারকারা। ওই সেগমেন্টে উপস্থাপনার দায়িত্বে ছিলেন মনোজ বাজপেয়ী। আলি ফজল এবং শ্বেতা ত্রিপাঠী তাঁকে ‘অপহরণ’ করার চেষ্টা করেন। এমনকী ওই শোয়ের তৃতীয় সিজন কবে মুক্তি পাবে, সেই বিষয়ে জানানোর জন্য জোরও করেন। এরপর নিজের বিখ্যাত সংলাপ শোনা যায় আলির মুখে। তিনি বলেন, “শুরু মজবুরি মে কিয়ে থে পর অব মজা আ রাহা হ্যায়।” এরপর তাঁদের সঙ্গে যোগ দেন পঙ্কজ ত্রিপাঠীও। তিনিও মুক্তির দিন প্রকাশ্যে আনার জন্য মনোজ বাজপেয়ীকে জোরাজুরি করেন।

আরও পড়ুন: রেজাউলের সঙ্গে ডিভোর্সের আগে থেকেই ‘একা’! ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা, চেনেন কি

ওই অনুষ্ঠানে আলি ফজল বলেন, “আগের সিজনের মতো মির্জাপুর ৩-এও ভক্তরা পাবেন সেই একই রকম স্বাদ। তবে এবারের সিজনে কিছু নতুন চরিত্র সামনে আসবে ঠিকই, আবার কিছু পুরনো চরিত্র বিদায় নেবে।” এমনকী অভিনেতা এ-ও জানান যে, মির্জাপুরের তৃতীয় সিজনে প্রচুর মালমশলাও থাকবে।

নির্মাতাদের বক্তব্য, সিজন থ্রি-তে সিংহাসনে দাবিদার হিসেবে একজন নতুন প্রতিযোগীর বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে গুড্ডু (আলি) এবং গোলু (শ্বেতা)-কে। তাঁরা কি এই আগুনের খেলায় সফল হতে পারবেন না কি বহিরাগত শক্তি চিরতরে ক্ষমতার আসন ধ্বংস করে দেবে? প্রথম দু’টি সিজনেদুর্দান্ত সাফল্যঅর্জন করেছিল মির্জাপুর। এবার ভক্তরা তৃতীয় মরশুমের মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

Bollywood News:বহু প্রতীক্ষার অবসান! আসছে মির্জাপুর ৩… কবে রিলিজ? ‘বিরাট’ চমক দেবেন এই অভিনেতা

গত কয়েক বছরে দাপটের সঙ্গে রাজত্ব ওয়েব সিরিজ। সেকথা বললে সকলের মুখে মুখে ফেরে একটিই নাম, মির্জাপুর। এর আগে এই সিরিজের দু’টি সিজন দেখতে পেয়েছেন দর্শক। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছিলেন পরের সিজনের। সেই আগ্রহ আরও উস্কে আসতে চলেছে মির্জাপুর ৩।

সূত্রের খবর খুব শীঘ্রই রিলিজ করতে পারে মির্জাপুর ৩। মিডিয়া রিপোর্ট বলছে, এই তৃতীয় অধ্যায় আগের দু’টি সিজনের গল্পকে আরও এক ধাপ এগিয়ে দেবে। মনে করা হচ্ছে এবার দর্শক ত্রিপাঠি এবং পণ্ডিত পরিবারে উপস্থিত হওয়া নতুন সমস্যা দেখতে পাবেন।

মির্জাপুরের প্রথম সিজন রিলিজ করার সঙ্গে সঙ্গেই দর্শকদের মন জয় করে নিয়েছিল। এমনকী কোনও কোনও দর্শক তো একাধিকবার দেখেছেন ওই সিরিজ। মনে করা হচ্ছে মির্জাপুর সিজন ৩-এর প্রিমিয়ার হতে পারে মার্চ মাসের শেষ নাগাদ। তবে এখনও পর্যন্ত রিলিজের তারিখ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানান হয়নি।

সূত্রের খবর এই সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। মির্জাপুর সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজন রিলিজ করেছিল Amazon Prime-এ। স্বাভাবিক ভাবেই তৃতীয় সিজনও ওই একই প্লাটফর্মে আসবে বলে মনে করা হচ্ছে।

মির্জাপুর-৩ বাজেট—

সংবাদ মাধ্যম সূত্রের খবর, মির্জাপুর ওয়েব সিরিজের প্রথম সিজনের বাজেট ছিল প্রায় ১২ কোটি টাকা। রিলিজের পরই দারুণ জনপ্রিয় হয়েছিল ওই সিরিজ।

এরপর রিলিজ করে সিজন ২। যার বাজেট প্রথমটির থেকে পাঁচ গুণ বাড়িয়ে প্রায় ৬০ কোটি টাকা করা হয়েছিল।

মনে করা হচ্ছে সব থেকে বেশি বাজেট ধরা হবে সিজন ৩-এর। সূত্রের খবর প্রায় ৭৮ কোটি টাকা হতে পারে মির্জাপুর সিজন ৩-এর বাজেট। বলা হচ্ছে এটি রেকর্ড।

এবারে কাদের দেখা যাবে, তা নিয়েও মানুষের মনে আগ্রহ তৈরি হয়েছে। জানা যাচ্ছে, অভিনয় করবেন, আলি ফজল (গোবিন্দ পণ্ডিত বা গুড্ডু)।

স্বমহিমায় থাকবেন পঙ্কজ ত্রিপাঠী (অখণ্ডানন্দ ত্রিপাঠি বা কালীন ভাইয়া)।

বীণা ত্রিপাঠির চরিত্রে থাকবেন রসিকা দুগ্গল।

লিলিপুট চরিত্রে থাকবেন দেবদত্ত ত্যাগী।

নীলম সত্যানন্দ ত্রিপাঠীর চরিত্রে বিভান সিংহ, শেরনওয়াজ জিজিনার চরিত্রে শবনম এবং জেপি যাদবের চরিত্রে প্রমোদ পাঠক থাকবেন।