West Bengal assembly by election results: উপনির্বাচনে চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, কোথায় কত ভোটে এগিয়ে শাসক দল?

কলকাতা: চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেই প্রথম দুই রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস৷ এর মধ্যে মানিকতলায় প্রথম রাউন্ডের ভোট গণনার শেষে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে এগিয়ে রয়েছেন তিন হাজারের বেশি ভোটে৷ এর পাশাপাশি বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল৷

বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে৷ বাগদায় ২৩০৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

আরও পড়ুন: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের

রানাঘাট দক্ষিণ বিধানসভায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এগিয়ে ২১৬১ ভোটে৷ রায়গঞ্জে দ্বিতীয় রাউন্ডের শেষেই ১০১৫৬ কোটি এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী৷

যে চার কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে মানিকতলা বাদে বাকি তিনটি কেন্দ্রেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি৷ লোকসভা নির্বাচনের ফলেও এই তিনটি কেন্দ্রে বিজেপিই এগিয়ে ছিল৷ মানিকতলাতেও তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান ছিল ৫ হাজারেরও কম৷