Tag Archives: West Bengal By Elections 2024

West Bengal By Election: উপনির্বাচনে বিরাট চমক তৃণমূলের! বাগদায় বড় কৌশল শাসকের, দায়িত্ব বণ্টনেই স্পষ্ট সব

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের সবুজ আবিরের ঝড় চললেও, ভারত-বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁ লোকসভার ভোটে দলের পরাজয় থেকে শিক্ষা নিয়ে এবার বাগদা বিধানসভা উপনির্বাচনে বুথ ভিত্তিক প্রচারে জোর তৃণমূলের। বাগদা বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধারে দলের তরফে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে প্রচারে নেমেছে তৃণমূল। আর তাই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এবং গাড়াপোতা পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে।

Bagda By Election: উপনির্বাচনে বিরাট চমক তৃণমূলের! বাগদার মন বুঝতে বাজি মধুপর্ণা, বড় কৌশল শাসকের

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের সবুজ আবিরের ঝড় চললেও, ভারত-বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁ লোকসভার ভোটে দলের পরাজয় থেকে শিক্ষা নিয়ে এবার বাগদা বিধানসভা উপনির্বাচনে বুথ ভিত্তিক প্রচারে জোর তৃণমূলের।

বাগদা বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধারে দলের তরফে ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে প্রচারে নেমেছে তৃণমূল। আর তাই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এবং গাড়াপোতা পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে।

আরও পড়ুন: আপনার শিশু কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে? ম্যাজিকের মতো কাজ করে এই ঘরোয়া টোটকা, জানুন

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দায়িত্বে রয়েছে কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ও কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। দায়িত্ব পাওয়ার পরই এলাকায় এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন জেলার গুরুত্বপূর্ণ এই হেভিওয়েট মন্ত্রীরা।

এদিন হেলেঞ্চা হাইস্কুলে, হেলেঞ্চা অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন সুজিত বসু। কর্মী সভায় বুথ কমিটি গঠন করে, বুথে বুথে স্পুটিং-এর কথা বলেন স্থানীয় নেতৃত্বকে। প্রয়োজনে নিজেও বুথ ভিত্তিক মানুষের কাছে জাবেন বলে জানান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন: ভয়ঙ্কর বিহার! UGC-নেট দুর্নীতির তদন্তে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা CBI-এর! আঁতকে উঠল দেশ

এদিন বিজেপি গড় বনগাঁয় প্রায় শতাধিক কর্মী সমর্থক মন্ত্রী সুজিত বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অপরদিকে, তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মীসভায় এসে বুথ সভাপতিদের কাছে লোকসভায় হারের কারণ জানতে চাইলেন খাদ্যমন্ত্রী। কনিয়াড়া ১ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকায় রানিহাটি উচ্চ বিদ্যালয় একটি কর্মী সভার বুথ স্তরের নেতৃত্বদের লোকসভা নির্বাচনে দল হারার তথ্য তুলে ধরার জন্য বলা হয়।

যদিও এ প্রসঙ্গে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন ঘোষ জানান, ঘরে ঘটিবাটি থাকলে একটু ঠোকাঠুকি হয়। ১০ জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার আগে বিজেপি গড়ে তৃণমূল নিজেদের ঘর গোছাতে কতটা সামর্থ হয় এখন সেটাই দেখার।

Rudra Narayan Roy

North 24 Parganas News: বাগদা উপনির্বাচনে বিজেপি বনাম বিজেপি! ফায়দা নিতে পারবে তৃণমূল?

বাগদা: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা বিধানসভায়, উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তাদের দলের তরফে ভোটের ময়দানে লড়াইয়ে জন্য নাম ঘোষণা করেছেন। তবে এবার বাগদা বিধানসভা এলাকার মানুষজন তৃণমূল বনাম বিজেপি নয়, বরং দেখবে বিজেপির সঙ্গেই বিজেপির লড়াই।

ভাবছেন এ আবার কীভাবে সম্ভব! চলুন তবে জেনে নেওয়া যাক আসল ঘটনা। আগামী ১০ জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল সহ বিজেপি, কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এদিন বনগাঁ মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার।

আরও পড়ুন: ব্যাগে বন্দুক, বদলা নিতে মুর্শিদাবাদের স্কুলে দুই ছাত্র? ছুটে এল পুলিশ

জানা যায়, সত্যজিৎ বাবু পেশায় স্কুল শিক্ষক এবং বাগদার স্থানীয় বাসিন্দা। এই নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দিতে আসার সময়ও দেখা গেল এক অন্য ছবি। প্রার্থীর গলায় গেরুয়া উত্তরীয় এবং প্রার্থীর সঙ্গে উপস্থিত কর্মীদের হাতে বিজেপির পতাকা, মুখে জয় শ্রীরাম স্লোগান। মিছিল দেখে যেন বোঝার উপায় নেই, মনোনয়ন জমা দিতে এসেছেন নির্দল প্রার্থী। আর এভাবেই বিজেপির দলীয় পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার।

পাশাপাশি, এদিন বিজেপি দল এবং সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উপড়ে দিতে শোনা যায় নির্দল প্রার্থীর গলায়। অন্য দিকে, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির তরফে ঘোষণা করা প্রার্থী বিনয়কুমার বিশ্বাস।

স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগদার বিজেপি কর্মীদের একাংশ দাবি করেছিলেন বাগদার ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক। তাদের সেই দাবি না মানায়, বিজেপির স্থানীয় নেতাদের একাংশের পক্ষ থেকে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ বাবুকে উপনির্বাচনে ভোটের লড়াইয়ের জন্য মনোনীত করেছেন স্থানীয় একাংশের বিজেপি কর্মীরা। যদিও, এই বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বলছেন, দল যাকে মনোনীত করবে তিনিই প্রার্থী হয়ে লড়াই করবে। এবার যে কেউ প্রার্থী হতেই পারেন। সেটা তার গণতান্ত্রিক অধিকার।

সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অবশ্য বলছেন, বিনয় বিশ্বাস বাগদার ভূমিপুত্র। বাগদার এলাকার বাসিন্দা তিনি। পড়াশোনাও সেখানেই। ফলে তিনি বহিরাগত, এই দাবি ঠিক না। তাঁর কথায়, ৫০ জন নির্দল দাঁড়ালেও কোনও লাভ হবে না৷ এতে বরং বিজেপির জয়ের ব্যবধার আরও বাড়বে। সব মিলিয়ে এখন বিজেপির সঙ্গে বিজেপির এই লড়াই দেখার অপেক্ষায় বাগদার মানুষজন।
Rudra Narayan Roy

West Bengal By Election 2024: প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবি বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা

মানিকতলা: বিধানসভা উপনির্বাচনে মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণবাবু চৌবে পদবির সঙ্গে জুড়েছেন মায়ের পদবি ভট্টাচার্য। তাই কল্যাণ চৌবে এবার কল্যাণ চৌবে ভট্টাচার্য হয়ে ভোটের ময়দানে। বিজেপি প্রার্থী হঠাত্‍ পদবি বদল নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

একুশেও তিনি মানিকতলা কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন এবং হেরে যান। তবে এবার তাঁর পদবিতে চমক। এবার তিনি কল্যাণ চৌবে ভট্টাচার্য। নিন্দুকদের দাবি, অবাঙালি তকমা এড়াতেই নিজের পদবির সঙ্গে মায়ের পদবী যোগ করেছেন। শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলছেন, ‘‘কিন্তু কল্যাণবাবু কেন এমন করলেন তা উনিই বলতে পারবেন। তবে উনি যে কৌশলই নিন না কেন এবারও উনি মানিকতলায় পরাজিত হবেন।’’

আরও পড়ুন: ‘প্রার্থনা করুন’, অসুস্থ অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, শোনার ক্ষমতা হারালেন

তবে বিজেপি নেতা কল্যাণ জানালেন, ‘‘আমি সম্পূর্ণভাবে মায়ের সঙ্গে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য এবং মায়ের স্মৃতি বহন করার জন্যই বাবা মারা যাওয়ার পর মায়ের পদবিকেও আমার নামের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিই।’’ কল্যাণ চৌবে ভট্টাচার্য এও বলেন, ‘‘বাবা ও মায়ের পদবীকে আমার নামের সঙ্গে যুগ্মভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এতে রাজনৈতিকভাবে কটাক্ষ করা নিম্নরুচির বিষয়।’

সামনেই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রায়গঞ্জের পদ্মপ্রার্থী মানসকুমার ঘোষ। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস। বাগদা থেকে বিনয়কুমার বিশ্বাস এবং মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্যের নাম সোমবার ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। পদত্যাগ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এখানে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ। ২০১৮ সালে তিনি তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। পঞ্চায়েত সমিতির-সহ সভাপতিও ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানস।
তাঁকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর এতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পদত্যাগ করেছেন বিজেপির জেলা সভাপতি।

West Bengal By Election 2024: কলকাতায় ‘শূন্য’ তকমা ঘোচাতে মরিয়া পদ্ম শিবির! খাতা খুলতে এখন থেকেই শুরু অঙ্ক কষা

কলকাতা: পদ্ম ‘হীন’ কলকাতা! হতাশ বিজেপি। কলকাতায় পদ্ম শূন্য! নানান রণকৌশলেও বারবার ধাক্কা। বিধানসভা হোক বা লোকসভা। ভোটে তিলোত্তমায় পদ্ম ফোটাতে বিফল বিজেপি। প্রতিবারই সবুজের কাছে ধরাশায়ী হয়েছে গেরুয়া।

আগামী ১০ জুলাই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে কলকাতার মানিকতলাও। তিলোত্তমায় খাতা খুলতে মরিয়া গেরুয়া শিবির। এবার কলকাতায় ‘শূন্য’ তকমা ঘোচাতে মরিয়া পদ্ম শিবির।

দীর্ঘদিন ধরেই রাজ্য বিধানসভা কিম্বা দিল্লির সংসদে পদ্মের প্রতিনিধি ‘শূন্য’। বেশ কয়েক বছর ধরেই কলকাতা থেকে বিধায়ক কিংবা সাংসদ সদস্যকে রাজ্য বিধানসভা বা দিল্লির সংসদ ভবনে পাঠানোর মরিয়া চেষ্টা করলেও বারবারই স্বপ্নভঙ্গ এবং ধাক্কা খেতে হয়েছে বঙ্গ পদ্ম শিবিরের।

আরও পড়ুন: মানিকতলার আট ওয়ার্ডে আট মিছিল! কুণাল-অতীনকে নিয়ে শুরু হয়ে গেল উপ নির্বাচনের জোর প্রচার

সাম্প্রতিক লোকসভা ভোটে কলকাতা দক্ষিণে তাদের প্রার্থী যে জিতবে না তা কার্যত ধরে নিলেও চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থীর জয় নিয়ে একপ্রকার নিশ্চিত ছিল গেরুয়া শিবির। চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে  দীর্ঘদিনের বিজেপির রাজ্য অফিস হিসেবে পরিচিত ৬ নম্বর মুরলিধর সেন লেনকে উত্তর কলকাতা জেলা বিজেপির প্রধান দলীয় কার্যালয় হিসেবে চিহ্নিত করা হয়।

ভোটের যাবতীয় রণকৌশল মুরলীধর সেন লেন থেকেই পরিচালিত হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোও করেছেন। ভিন রাজ্যের তাবর তাবর মন্ত্রী এবং সাংগঠনিক নেতারাও মাটি কামড়ে পড়েছিলেন কলকাতা উত্তর কেন্দ্রে। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের রাজনীতিবিদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির যোগ দেওয়া তাপস রায়। ফের স্বপ্নভঙ্গ হয়।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে

সদ্য ভোট মিটটেই ফের ভোট নিয়ে তৎপর পদ্ম ব্রিগেড। মানিকতলা বিধানসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে বিজেপি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে  বিধানসভাভিত্তিক ফলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় পান ৬৬ হাজার ৯৬৪ টি ভোট। বিজেপি প্রার্থী তাপস রায় পান ৬৩ হাজার ৩৮৯ টি ভোট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান ৩৫৭৫।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে কলকাতা পুরসভার যে আটটি ওয়ার্ড রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ছটি ওয়ার্ডে এবং বিজেপি দুটি ওয়ার্ডে। কলকাতায় বিজেপির হাতে গোনা কয়েকজন কাউন্সিলর থাকলেও তিলোত্তমা থেকে বিধানসভা বা লোকসভায় বিজেপির প্রতিনিধি সংখ্যা শূন্য।

এবার কলকাতায় ‘শূন্য’ তকমা ঘুচিয়ে জয়ের স্বাদ পেতে অঙ্ক কষা শুরু করেছে পদ্ম শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির সাংসদ কিম্বা বিধায়করা থাকলেও খাস কলকাতা থেকে বারবারই ভোটাররা বিজেপির থেকে মুখ ফিরিয়েছে।  ২৪ এর লোকসভা ভোটেও তাই হয়েছে।

এবার মানিকতলা বিধানসভায় ফুটবে পদ্ম? বঙ্গ বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা আমাদের কাছে সত্যিই চিন্তার বিষয় যে কলকাতা দক্ষিণ থেকে আমরা সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর আর কাউকে জয়ী করতে পারিনি। তবে রাজনৈতিক পরিস্থিতি পাল্টাচ্ছে। কলকাতার অনেক জায়গাতেই বিভিন্ন বুথে লোকসভার ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। আমরা এবার কলকাতায় খাতা খুলবই। মানিকতলা দিয়েই তার সূচনা হবে।’’

Maniktala By Election 2024: মানিকতলার আট ওয়ার্ডে আট মিছিল! কুণাল-অতীনকে নিয়ে শুরু হয়ে গেল উপ নির্বাচনের জোর প্রচার

কলকাতা:  লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিধানসভা উপ নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি৷ উপনির্বাচনের প্রচার শুরু হল এবার কলকাতায়। মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। আজ সকাল থেকে অভিনব উপায়ে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস।

মানিকতলা বিধানসভার আট ওয়ার্ড থেকে একই সময়ে আটটি মিছিল বার করল তৃণমূল কংগ্রেস। মূলত, ছাত্র-যুবদের উদ্যোগেই এই মিছিল হয়। বিভিন্ন ওয়ার্ডে হাজির ছিলেন একটা করে নেতা। ছিলেন কুণাল ঘোষ ও অতীন ঘোষ।

এদিন কুণাল ঘোষ জানিয়েছেন, কলকাতায় তৃণমূল কংগ্রেসকে মানুষ পছন্দ করেন। এই এলাকা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে। গত বিধানসভায় সাধন পাণ্ডে বিপুল ভোটে জিতেছিলেন। সদ্য লোকসভায় তৃণমূল প্রার্থী এখানে এগিয়ে আছেন। ইতিমধ্যেই দলের তরফে সবাইকে একসাথে পথে নামতে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবাই একযোগে পথে নেমে পড়েছেন। বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে

এদিন বেশ কয়েকটি ওয়ার্ডে বর্ণাঢ্য মিছিল হয়। তৃণমূল সূত্রের খবর, আগামি দিনে প্রার্থীও নামবেন প্রচারে।

প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের বৈঠকে কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারদের সঙ্গে সুপ্তিকেও ডেকেছিলেন তিনি। সূত্রের খবর, সেখানেই তৃণমূলনেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য মানিকতলা উপনির্বাচনে সাধন-জায়া সুপ্তিকেই প্রার্থী করা হচ্ছে। পরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় তাঁর নাম৷

West Bengal by elections 2024: শূন্যের গেরো চলছেই, তবু কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা! উপনির্বাচনে কোথায় কার প্রার্থী?

কলকাতা: লোকসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন রফা করেও শূন্যের গেরো কাটেনি বামেদের৷ বরং একটি আসনে জিতে কোনওক্রমে অলিখিত জোটের মানরক্ষা করেছে কংগ্রেস৷ তার পরেও অবশ্য কংগ্রেসের হাত ছাড়ছে না বামেরা৷ আগামী মাসে রাজ্যের চারটি আসনের উপনির্বাচনেও বাম-কংগ্রেস আসন সমঝোতা বজায় থাকছে৷

আগামী ১০ জুলাই রাজ্যের চারটি কেন্দ্র মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ বামফ্রন্ট সূত্রে খবর, এই চারটি আসনের মধ্যে রায়গঞ্জ কেন্দ্রটি ছাড়া হচ্ছে কংগ্রেসকে৷ বাকি তিন কেন্দ্রের মধ্যে মধ্যে দুটিতে লড়বে সিপিআইএম৷ একটি আসন ছাড়া হবে বাম শরিক ফরওয়ার্ড ব্লককে৷

আরও পড়ুন: অধীরকে হারিয়ে সাংসদ হয়েছেন, নিজের রাজ্যেই বিরাট ফ্যাসাদে ইউসুফ পাঠান! অভিযোগ মারাত্মক

সিপিএম সূত্রে খবর, মানিকতলা কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী রাজীব মজুমদার৷ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অরিন্দম বিশ্বাস৷ বাগদা কেন্দ্রটি শরিক দল ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে৷ ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হতে পারেন গৌরাদিত্য বিশ্বাস৷

এই চার কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল৷ চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ যে চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে মানিকতলা বাদে তিনটি কেন্দ্রই ছিল বিজেপির দখলে৷ লোকসভা নির্বাচনেও রাজ্যে বিপর্যয়ের পর উপনির্বাচনে বামেরা উল্লেখযোগ্য কোনও ফল করতে পারে কি না, সেদিকেই এখন নজর বাম কর্মী সমর্থকদের৷

West Bengal by elections 2024: উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা, চমক তৃণমূলের! দেখুন ভিডিও

West Bengal by elections 2024 : চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ তিন কেন্দ্রে প্রার্থীর নাম প্রত্যাশিত হলেও বাগদায় চমক দিয়েছে তৃণমূল৷ ওই কেন্দ্রে দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল৷ মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে৷ রায়গঞ্জে তৃণমূল প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী৷ রানাঘাট দক্ষিণে প্রার্থী মুকুটমণি অধিকারী৷ এঁদের মধ্যে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী তৃণমূলের টিকিটে লড়ে লোকসভা নির্বাচনে পরাজিত হন৷

West Bengal Assembly by elections 2024: দুয়ারে উপনির্বাচন, মানিকতলায় প্রার্থী হওয়ার সম্ভাবনা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তির

কলকাতা: লোকসভা ভোট মিটতেই ঘোষণা হয়েছে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের। চারটি কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে উপনির্বাচনের মধ্যেই উপনির্বাচন হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের ছেড়ে যাওয়া আসনে। সেই নিয়ে মঙ্গলবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

এদিন প্রায় ৪০ মিনিটের মতো বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধন পাণ্ডেরর স্ত্রী সুপ্তি পাণ্ডের প্রতি এদিন আস্থা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সুপ্তি পাণ্ডেকে মানিকতলা কেন্দ্রের প্রার্থী করার পক্ষে অনেকে মত দিয়েছেন বলেই সূত্রের খবর। শুধু তাই নয়, মানিকতলার উপনির্বাচনে ওই কেন্দ্রের কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সঙ্গে মানিকতলা বিধানসভার চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে অনিন্দ্য কিশোর রায়ুতকে। বৈঠকে আজ মমতা ব্যানার্জী বলেন “সাধনদা আমাদের অনেক পুরনো দিনের কর্মী, বৌদি আমার খুব প্রিয়, তোমরা সবাই মিলে একসাথে কাজ করবে, দল নাম ঘোষণা করবে খুব দ্রুত”।

নির্বাচন কমিশন ১০ জুলাই ভোট হওয়ার কথা ঘোষণা করেছে চারটি বিধানসভা কেন্দ্রে। ১৩ তারিখ ভোট গণনা হওয়ার কথা ওই চারটি কেন্দ্রে। মানিকতলা বিধানসভা কেন্দ্রটি প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পরে ফাঁকা হয়ে যায়।  প্রসঙ্গত, মানিকতলা বিধানসভায় কলকাতা পুরসভার অন্তর্গত ৮টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে দু’টি ওয়ার্ডে লোকসভা নির্বাচনে পিছিয়ে রয়েছে তৃণমূল।

West Bengal by elections 2024: লোকসভার ফলেও এগিয়ে বিজেপি, উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকবে বড় চমক?

কলকাতা: আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য৷ কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ীও, ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি৷

চার বিধানসভা কেন্দ্রে লোকসভার ফলে কে এগিয়ে?

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে, তার মধ্যে রয়েছে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ৷ ২০২১ সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটিই দখল করেছিল তৃণমূল৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন৷ এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারীকে যথাক্রমে রায়গঞ্জ, বনগাঁ এবং রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল৷ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই লোকসভা নির্বাচনে প্রার্থী হন তাঁরা৷ যদিও শাসক দলের টিকিটে লড়েও তিন কেন্দ্রেই পরাজিত হন তিন জন৷

২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে রয়েছে প্রায় ৪৬ হাজার ৮০০ ভোটে৷ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে শাসক দলের তুলনায় বিজেপি প্রায় ৩৯ হাজার ৯০০ ভোটে এগিয়ে রয়েছে৷ অন্যদিকে বাগদা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ২০ হাজার ৬০০ ভোটে৷ মানিকতলা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধান সাড়ে তিন হাজারের সামান্য বেশি৷

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ তিন বছরেই মোহভঙ্গ তৃণমূল বিধায়কের, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

স্বভাবতই এই চার কেন্দ্রেই বিধানসভা নির্বাচনে বড় পরীক্ষা হতে চলেছে তৃণমূলের৷ বিজেপির সেখানে লক্ষ্য তিন আসনই ধরে রাখা৷ কারণ ইতিমধ্যেই দলবদলের ফলে বিধানসভায় তাদের শক্তি কমেছে৷ লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর উপনির্বাচনে অন্তত এই তিন কেন্দ্র ধরে রাখা বিজেপির কাছেও কঠিন চ্যালেঞ্জ৷

বিজেপির দখলে থাকা তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কাদের প্রার্থী করে, তা নিয়ে শাসক দলের অন্দরেও কৌতূহল তৈরি হয়েছে৷ যদিও তৃণমূল সূত্রে খবর, রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে ইস্তফা দেওয়া তিন বিধায়ককেই ফের প্রার্থী করতে চলেছে শাসক দল৷ সেক্ষেত্রে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণ, বাগদায় বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারীকেই প্রার্থী করা হতে পারে৷ তবে মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে অনেক দিন ধরেই হাওয়ায় ভাসছে প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নাম৷ যদিও শ্রেয়াকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই তৃণমূল সূত্রে খবর৷