বাংলার ১ কোটি ভোটারকে সদস্য করাই টার্গেট বিজেপির

West Bengal BJP: আবাস যোজনার সমীক্ষা নিয়ে বিজেপি-তৃণমূল দড়ি টানাটানি, কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি। আজ, সোমবার ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের তরফে আবাস যোজনা সংক্রান্ত বিশেষ সমীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে এই সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক ও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল বিজেপি। মূলত যে জেলাগুলিতে বিধানসভার উপনির্বাচন হবে সেখানেই এই আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষা বন্ধের আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- ইংরেজি তো ‘Thousand’, তাহলে হাজার বোঝাতে T না বলে ‘K’ বলা হয় কেন? উত্তর জেনে নিন, জানিয়ে চমকে দিন অন্যদেরও

রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মূলত যে জেলাগুলিতে উপনির্বাচন হবে সেখানেই এই আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষা বন্ধের আবেদন জানানো হয়েছে। কারণ আমরা মনে করছি এই সমীক্ষার সময় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে নানা রকম প্রলোভন দেখাবে তৃণমূলি সরকার। এমনকী, শাসক দলের প্রার্থীকে ভোট না দিলে আবাস যোজনার তালিকায় নাম তোলা হবে না। এমন নানা হুমকিও দেওয়া হতে পারে। তাই যে সমস্ত বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন রয়েছে সেই সমস্ত প্রশাসনিক জেলায় এই সমীক্ষা বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে।’’

বিজেপি শিবিরের দাবি, নির্বাচন কমিশন অবিলম্বে এই নিয়ে সতর্ক করুক রাজ্য সরকারকে। না হলে এই আবাস যোজনার সমীক্ষাকে হাতিয়ার করে এমন কিছু কাজ করতে পারে শাসকদল তথা সরকার যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবে। এদিকে বিজেপির দাবি মানা না হলে তারা যে এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হতে পারে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ট্রেনের এসি কোচে ভ্রমণ করছিলেন সেনা জওয়ান, জিআরপি এসে ব্যাগ সার্চ করতে চাইতেই ধুন্ধুমার ! জেনে নিন কী ঘটল

বলা বাহুল্য, নিরপেক্ষ ও স্বচ্ছ বাড়ির তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশ। উপভোক্তা কারা, সঠিক ভাবে জানতে একাধিক পর্যায়ে হবে যাচাই পর্ব। বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বে করতে হবে ভিডিওগ্রাফি। তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রাম সভা ডেকে আলোচনা করতে হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে লাগাতে হবে বলেও নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। এদিকে এই মর্মে আজ, সোমবার দুপুরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপির এক প্রতিনিধি দল।