নয়া অস্ত্রে সফল হবে বঙ্গ বিজেপি?

West Bengal BJP: চব্বিশে দুর্নীতি ইস্যুতে ডাহা ফেল, ছাব্বিশের জন্য কৌশল বদল! নয়া অস্ত্রে সফল হবে বঙ্গ বিজেপি?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: একুশের পর চব্বিশেও বঙ্গে বিজেপি ধরাশায়ী। অনেকেই বলেন দুর্নীতি অভিযোগ ডাহা ফেল! এবার আরজি করকে সামনে রেখে নারী সুরক্ষার ইস্যুতে শান দিতে চাইছে বঙ্গ বিজেপি। ছাব্বিশের লক্ষ্যে কৌশল বদল বিজেপির? দুর্নীতি-ইস্যু ডাহা ফেল! ছাব্বিশে কৌশল বদল!

আরও পড়ুন– শুভেন্দুর নয়া স্লোগান, আজ চিকিৎসকদের ‘আলো বন্ধ’ কর্মসূচিকে সমর্থন শুভেন্দু- সুকান্তর

নয়া অস্ত্র নারী সুরক্ষা? নানা মহলে উঠছে প্রশ্ন। চব্বিশে ফের তৃণমূলের বিপুল জয়। সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ‘ভরাডুবি’। ২০১৯-এর লোকসভা ভোটে ১৮টি আসন পায় বিজেপি। এবার সেটা কমে ১২ অনেকেই মনে করেন, কাজেই দেয়নি বিজেপির দুর্নীতি অভিযোগ। এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগেই আরজি কর ইস্যুতে রাজ্য উত্তাল। এই আবহে আরজি কর থেকে অক্সিজেন খুঁজছে বিজেপি। একে সামনে রেখে নারী সুরক্ষা ইস্যুতে শান দিয়ে মহিলাদের মন জয়ে মরিয়া পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ছাব্বিশের ভোটে অস্ত্র নারী সুরক্ষা! বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি কোনও ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করে না। আরজি করের ঘটনা গোটা বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ।’’

আরও পড়ুন- নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে হতে পারে? জেনে নিন

পরপর ভোটে এ রাজ্যে মহিলাদের বড় অংশের সমর্থন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। ছাব্বিশে খেলা ঘোরাতে মহিলা মোর্চাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, আরজি করকে সামনে রেখে একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

যেমন, গত ২৯ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর ধর্মতলায় ধরনা অবস্থান।জেলায় জেলায় প্রশাসনিক ভবনে ঘেরাও অভিযান চাক্কা জ্যাম-সহ একাধিক কর্মসূচি। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথায়, ‘‘৫ তারিখ পর্যন্ত তো ধরনা হচ্ছে। সেদিন আরও কর্মসূচি ঘোষণা করব। যতদিন না আরজি করে জাস্টিস পাচ্ছে‌ আমাদের আন্দোলন জারি থাকবে।’’

চব্বিশের ভোটের আগে শাসকের বিরুদ্ধে দুর্নাীতির নানান অভিযোগকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলে বিজেপি। তারপরেও ভোটে কার্যত ধরাশায়ী হতে হয়। ছাব্বিশে ইস্যু বদলে কি সাফল্যের মুখ দেখবে বিজেপি? কাজে লাগবে আরজিকর হাতিয়ার? নারী সুরক্ষার ইস্যু কি ডিভিডেন্ড দেবে পদ্মকে? উত্তর দেবে সময়ই।