মহিলা নিরাপত্তায় একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্যের৷

Rattirer Sathi: আসছে অ্যাপ, মহিলা নিরাপত্তায় রাত্রিরের সাথী! আরজি কর কাণ্ড থেকে শিক্ষা রাজ্যের

কলকাতা: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত্রিরের সাথী নামে নতুন কর্মসূচি হাতে নিল রাজ্য সরকার৷ আরজি কর কাণ্ডের পর সরকারি বেসরকারি ক্ষেত্রে রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তা আরও বাড়ানোর বিষয়ে এ দিন বিভিন্ন দফতরের সচিব এবং পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকেই মহিলাদের নিরাপত্তা আরও বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এবার থেকে হাসপাতালের মতো সরকারি পরিষেবার ক্ষেত্রে যেখানে রাতে মহিলাদের কাজ করতে হয়, সেখানে একাধিক মহিলা কর্মীকে একসঙ্গে ডিউটি দেওয়া হবে৷ জোর দেওয়া হবে দলগত ভাবে কাজ করার উপর৷ বিপদে পড়লে সাহায্য চাওয়ার জন্য মহিলাদের জন্য রাত্রিরের সাথী নামে নতুন একটি অ্যাপও তৈরি করবে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, মহিলাদের যাতে নাইট ডিউটি বিরত রাখা যায়,সেই চেষ্টাও করা হবে৷

এ ছাড়াও কর্মক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা শৌচালয়, সর্বত্র সিসিটিভির নজরদারি চালু করার মতো বিষয়গুলি নিয়েও এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে৷ সরকারি হাসপাতাল বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিতে রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তায় রাত্রিরের সাথী নামে মহিলা স্বেচ্ছাসেবক বা নিরাপত্তারক্ষীরাও থাকবেন৷

আরও পড়ুন: এমন কিছু পদক্ষেপ হয়েছে, মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে! প্রশাসনের ভূমিকায় প্রশ্ন কুণালের

পাশাপাশি, হাসপাতাল বা সরকারি দফতরগুলিতে নিরাপত্তারক্ষীদের মধ্যেও যাতে নারী-পুরুষ সমানুপাত থাকে, তা দেখা হবে৷ কর্মীদের ব্রেথ অ্যানালাইজও করা হবে৷ সিকিউরিটি চেকিংয়েও জোর দেওয়া হবে৷ যে সমস্ত দফতরে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে বিশাখা কমিটি নেই, সেখানে অবিলম্বে এই কমিটি গঠন হবে৷ তবে শুধু সরকারি ক্ষেত্র নয়, বেসরকারি সংস্থাগুলিকেও রাজ্য সরকারের এই গাইডলাইন মানতে অনুরোধ করা হবে৷

রাত্রিরের সাথী নামে যে অ্যাপটি তৈরি করা হবে, সেটি মোবাইল ফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন মহিলারা৷ ওই অ্যাপে অ্যলার্ম থাকবে৷ সরাসরি ওই অ্যাপ থেকেই নিকটবর্তী থানায় যোগাযোগ করতে পারবেন মহিলারা৷