ভাড়ার এই ছবিই প্রকাশ্যে এনেছেন ওই যুবক- ছবি- লিংকডইন

App Cabs: অ্যাপ ক্যাবে ১ কিলোমিটারের ভাড়া ৭০০ টাকা! ভাড়া শুনে আঁতকে উঠলেন যাত্রী, তারপর?

নয়াদিল্লি: যাতায়াতের ক্ষেত্রে আমরা অনেকেই উবের ব্যবহার করে থাকি। শহরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এই অ্যাপ ক্যাব সংস্থা। কিন্তু এবার এই সংস্থার বিরুদ্ধেই অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ তুললেন দিল্লির বাসিন্দা এক যুবক। সোশ্যাল মাধ্যম লিংকডইনে সেই ছবি পোস্ট করতেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। খারাপ আবহাওয়া হলে কিংবা দিনের ব্যস্ত সময়ে এই ধরনের ভাড়া নাকি নিত্যনৈমিত্তিক ঘটনা বলেই জানিয়েছেন ওই ব্যক্তি।
সুরজ পাণ্ডে নামে ওই ব্যক্তি ওই অ্যাপ ক্যাব সংস্থার গাড়ি ও অটোর ভাড়ার ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় ১.৮ কিলোমিটার যাওয়ার জন্য ৭০০টাকা ভাড়া!

আরও পড়ুন : সাংঘাতিক ত্রাস, বেরোলেই কী হয়, কী হয়! ত্রস্ত হয়ে রাস্তায় বেরোতেই ভয় এলাকাবাসীর
এই প্রসঙ্গে যুবক লেখেন, ” উবেরের এই সারজ প্রাইজের জায়গায় আমি যদি স্টক মার্কেটে টাকা জমিয়ে তা বিনিয়োগ করতাম তবে এতদিনে আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম।”
তিনি আরও বলেন, “এইসব অ্যাপ ক্যাব সংস্থা তা ওলা হতে পারে র‍্যাপিডো হতে পারে উবের হতে পারে, যাই ব্যবহার করুন, আপনি গুরুগ্রাম ছাড়ালেই দেখবেন ভাড়া প্রায় ৩০০% ছুঁয়ে গেছে।” এর সমাধানও দিয়েছেন ওই যুবক, তিনি বলেন, “বাড়ি ফেরার জন্য অন্যান্য ব্যক্তিদের থেকে লিফট চান।”