উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবারো মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

West Bengal Higher Secondary Results: মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের! সেরা দশে ছয় পড়ুয়া

নরেন্দ্রপুর : মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবারো মেধা তালিকায় জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আর এবার দক্ষিণ ২৪ পরগনায় মেধা তালিকায় সাতজনের মধ্যে ৬ জন পরীক্ষার্থী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রথম দশের মধ্যে সারা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদীপ সাহা। তার প্রাপ্ত নম্বর ৪৯৫, শতাংশের ৯৯% নম্বর পেয়েছে সে।

দ্বিতীয় স্থান অধিকারকারী উত্তর ২৪ পরগনার এস রোড বরিশাল কলোনি এলাকার বাসিন্দা হলেও সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই পড়াশোনা করছে এই কৃতি ছাত্র। আর এই খবর পাওয়া মাত্রই তার বাবা মা থেকে পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি। পরবর্তীতে স্ট্যাটিসটিক্স নিয়ে এগোতে চাই সে। ষষ্ঠ স্থান অধিকার করেছে নিলয় চট্টোপাধায় তার প্রাপ্ত নাম্বার ৪৯১, যুগ্মভাবে দুজন নবম স্থান অধিকার করেছে অদ্বিতীয় বন্দোপাধ্যায় ও অর্ক সাহা, এদের দুজনের প্রাপ্ত নাম্বার ৪৮৮, দশম স্থান অধিকার করেছে আবারওদুজন সোহম মুখার্জি ও শুভজিৎ ঘোষ।

এ প্রসঙ্গে ষষ্ঠ স্থান অধিকারী নিলয় চট্টোপাধায়  তিনি জানান খেলাধুলা, মোবাইল ফোন না ঘাঁটা, নিয়মানুবর্তিতা ও পড়াশুনা করা তার এই সাফল্যের চাবিকাঠি । রামকৃষ্ণ মিশনের অবদান অনস্বীকার্য। আগামীদিনে স্ট্যাটিসটিকস নিয়ে পড়াশুনা করার ইচ্ছে আছে বলে জানায় নিলয়। মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী।

আরও পড়ুন: Guru Shukra Asta Effect 2024: আগামী ৬ জুন পর্যন্ত ৩ রাশির হাতে জীবনের সব থেকে বেশি টাকা, বৃহস্পতি-শুক্রের অস্তে মালামাল জাতক-জাতিকারা

আরও পড়ুন: Shani Jayanti 2024: রাত পোহালেই শনি জয়ন্তী! সর্বার্থ সিদ্ধিযোগে বাজিমাত ৩ রাশির, ৩১ বছর পরে বিরাট সাফল্য, রাতারাতি রাজা হওয়ার সুবর্ণ সুযোগ

আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও এই স্কুলের প্রথম দশে জায়গা করে নিয়েছেন ছয় পরীক্ষার্থী । আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তাঁর দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়। সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি।

সুমন সাহা