টানা এপ্রিল মাস ভয়ঙ্কর দাবদাহ? দক্ষিণে জেলার পর জেলা লাল সতর্কতা, ওয়েদার আপডেট

Heatwave Red Alert: টানা এপ্রিল মাসই ভয়ঙ্কর দাবদাহ চলবে? উত্তরে স্বস্তির বৃষ্টি হলেও দক্ষিণের একাধিক জেলায় গরমের লাল সতর্কতা, সর্বশেষ ওয়েদার আপডেট!

এপ্রিল মাস জুড়েই দাবদাহের সতর্কবার্তা আবহাওয়া দফরের। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গও। যদিও কাল বৃষ্টি বাড়বে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে।
এপ্রিল মাস জুড়েই দাবদাহের সতর্কবার্তা আবহাওয়া দফরের। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গও। যদিও কাল বৃষ্টি বাড়বে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে।
আরও ৬ দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। সব জেলায় তাপপ্রবাহ। চরম তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া, এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ। আগামী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
আরও ৬ দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। সব জেলায় তাপপ্রবাহ। চরম তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া, এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহ। আগামী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ। মালদহ ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।
উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ। মালদহ ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।
চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরনো।
চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরনো।
ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গনা এবং অসম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তেলেঙ্গনা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু থেকে কেরল পর্যন্ত আরও একটি অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গনা এবং অসম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তেলেঙ্গনা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু থেকে কেরল পর্যন্ত আরও একটি অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের স্পেল শুরু হয়েছে। আরও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের চরম পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। এপ্রিল মাস জুড়েই দাবদাহ।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের স্পেল শুরু হয়েছে। আরও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের চরম পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। এপ্রিল মাস জুড়েই দাবদাহ।
দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ; ফের বাড়বে গরম; চড়বে পারদ। তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ; ফের বাড়বে গরম; চড়বে পারদ। তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। আজ‌ ও কাল চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই পাঁচ জেলাতে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। আজ‌ ও কাল চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই পাঁচ জেলাতে।
চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা।
চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা।
শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি। পশ্চিমের সব জেলাতেই চরম তাপপ্রবাহের সতর্কতা।
শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি। পশ্চিমের সব জেলাতেই চরম তাপপ্রবাহের সতর্কতা।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব। নীচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও তিন জেলায়। ওপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব। নীচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও তিন জেলায়। ওপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
নীচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ। এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে। কাল থেকে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে।
নীচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ। এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে। কাল থেকে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে।
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে তাপমাত্রা বাড়বে ১-৩ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে তাপমাত্রা বাড়বে ১-৩ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় দিনভর রোদঝলমলে পরিষ্কার আকাশ। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে। আরও বাড়বে তাপমাত্রা। চলবে তাপপ্রবাহ; বেলা বাড়লে গরম হাওয়ার দাপট। সপ্তাহান্তে চরমে উঠবে আবহাওয়া; আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
কলকাতায় দিনভর রোদঝলমলে পরিষ্কার আকাশ। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে। আরও বাড়বে তাপমাত্রা। চলবে তাপপ্রবাহ; বেলা বাড়লে গরম হাওয়ার দাপট। সপ্তাহান্তে চরমে উঠবে আবহাওয়া; আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৮১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায়য় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ থেকে ৮১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায়য় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবে। হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণের কেরল ও মাহেতে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবে। হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণের কেরল ও মাহেতে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে অসম, মেঘালয়, বিদর্ভ এবং ছত্তিশগড়ে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে অসম, মেঘালয়, বিদর্ভ এবং ছত্তিশগড়ে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গনা, কর্ণাটকে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গনা, কর্ণাটকে।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, মাহে, অন্ধপ্রদেশ, ইয়ানাম, রয়েলসীমা এবং কর্ণাটকে।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, মাহে, অন্ধপ্রদেশ, ইয়ানাম, রয়েলসীমা এবং কর্ণাটকে।