জেলাশাসকদের নিয়ে বৈঠক

West Bengal News: জেলায় জেলায় হাসপাতালে, হাসপাতালে কর্মবিরতি! জেলাশাসকের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্য সচিব

কলকাতা: আর জি করের চিকিৎসক মৃত্যুর ঘটনায় জেলায় জেলায় বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছে। এরইমধ্যে বিকেল সাড়ে চারটে থেকে সব জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য সচিব। বিকেল সাড়ে চারটে থেকে সব জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। বৈঠকে স্বভাবতই জেলায় জেলায় চলা চিকিৎসকদের কর্মবিরতির বিষয়টি উঠতে পারে বলেও সূত্রের খবর।

প্রসঙ্গত, তরুণী চিকিৎসক খুনে বিক্ষোভ দেশজুড়ে। আর জি করের ঘটনায় আজ থেকে দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। চিকিৎসক খুনে সরব ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (Forda)। দেশজুড়ে সোমবার থেকে কর্মবিরতি জুনিয়র ডাক্তার-ইন্টার্নদের। দিল্লির একাধিক হাসপাতালেও এদিন থেকে কর্মবিরতি ঘোষণা।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি…! আসছে ওয়াইড স্প্রেইড রেইন! বুধ-বৃহস্পতিতে আবহাওয়ার চরম খেল! কী হতে চলেছে কলকাতায়? জানিয়ে দিল IMD

এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডে ৪ জনকে লালবাজারে তলব করা হয়েছে। ঘটনার দিন রাতে যারা ডিউটিতে ছিলেন, যাদের সঙ্গে রাতের খাওয়া-দাওয়া করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ, সেই ৩ জুনিয়র ডাক্তার এবং এক হাউস স্টাফকে ডেকে পাঠিয়েছে লালবাজার। সেদিন রাতে তারা খাওয়া-দাওয়ার পরে তাঁরা কোথায় ছিলেন, কী করেছেন, সেই সব জানতে চাওয়া হবে। চারজনের বয়ানও রেকর্ড করা হবে। এই পরিস্থিতিতে

চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গ ছাড়াও রাজ্যে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও পুজো নিয়েও সোমবার বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব। এমনটাই নবান্ন সূত্রে খবর। জানা যাচ্ছে ভার্চুয়ালি সব জেলাশাসকরা উপস্থিত থাকবেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে।