দক্ষিণবঙ্গ West Bengal Weather Update: জোড়া নিম্নচাপের আশঙ্কা! কালীপুজোর আগেই একের পর এক নিম্নচাপ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন Gallery October 19, 2024 Bangla Digital Desk জোড়া নিম্নচাপের আশঙ্কা! কালীপুজোর আগেই একের পর এক নিম্নচাপ। আরব সাগর থেকে বঙ্গোপসাগর কাঁপাবে নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বলছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল। যদিও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে। আজ, শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। কোথাও মেঘলা আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ, শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া বাড়বে। বাতাসে জলীয়বাষ্প এবং বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া। ফের নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বেলার দিক থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশি প্রভাব পড়বে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে। রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এসে। বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরেই অতি গভীর নিম্নচাপে পরিণত। এরপর শক্তি বাড়িয়ে তা অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমারের যেকোনও উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকবে। কলকাতায় আজ, শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামিকাল, রবিবার থেকে দিনভর শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। জলীয় বাষ্পের পরিমাণও কমবে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭.১ মিলিমিটার।