কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। মহালয়া পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। মহালয়ার পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। Photo- Representative 

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের বেশ কয়েক জেলায়

নির্ধারিত সময়ের সাত দিন পর দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল। দেশের উত্তর-পশ্চিম ভাগে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়বে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং মধ্য ভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
নির্ধারিত সময়ের সাত দিন পর দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল। দেশের উত্তর-পশ্চিম ভাগে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়বে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং মধ্য ভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ক্রমশ এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডেও।
আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ক্রমশ এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডেও।
বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে।
বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদহ প্রায় সব জেলাতেই।
উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদহ প্রায় সব জেলাতেই।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তিন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের ৷
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তিন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের ৷
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। পরে মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। আজ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। পরে মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। আজ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ২ মিলিমিটার।
আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ২ মিলিমিটার।