দু’দিনের হালকা বিরতি। বুধবার থেকে ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গের নীচের তিন জেলাও। আংশিক মেঘলা আকাশে গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমলেও সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update: সপ্তাহভর তাপপ্রবাহের পরিস্থিতি, বুধবার থেকে গরম আরও বাড়বে! শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে

দু’দিনের হালকা বিরতি। বুধবার থেকে ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গের নীচের তিন জেলাও। আংশিক মেঘলা আকাশে গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমলেও সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দু’দিনের হালকা বিরতি। বুধবার থেকে ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাদ যাবে না উত্তরবঙ্গের নীচের তিন জেলাও। আংশিক মেঘলা আকাশে গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমলেও সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আজ, অর্থাৎ সোমবার এবং আগামিকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছুটা কমবে তাপমাত্রা। তাপপ্রবাহের পরিস্থিতি ছয় জেলায়। পানাগড়ে ৪৪ আর বাঁকুড়াতে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহ থাকবে।
আজ, অর্থাৎ সোমবার এবং আগামিকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছুটা কমবে তাপমাত্রা। তাপপ্রবাহের পরিস্থিতি ছয় জেলায়। পানাগড়ে ৪৪ আর বাঁকুড়াতে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহ থাকবে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহ চলবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। ফলে আবার বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ চলবে। ফলে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহ চলবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। ফলে আবার বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ চলবে। ফলে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন দুই তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার উপকূল ও ওড়িশা সংলগ্ন দুই তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কিছুটা কমবে দিনের তাপমাত্রা। তাপপ্রবাহ কমলেও গরম ও অস্বস্তিতে কাটবে সারাদিন। শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার চরমে উঠবে আবহাওয়া! আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কিছুটা কমবে দিনের তাপমাত্রা। তাপপ্রবাহ কমলেও গরম ও অস্বস্তিতে কাটবে সারাদিন। শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার চরমে উঠবে আবহাওয়া! আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের।
কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।