মেঘলা আকাশ আর গুমোট গরমে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছেই। উত্তরে স্বস্তির বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে আজ, রবিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতা ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update: মেঘলা আকাশ আর গুমোট গরমে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছেই ! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? জেনে নিন

মেঘলা আকাশ আর গুমোট গরমে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছেই। উত্তরে স্বস্তির বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে আজ, রবিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতা ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
মেঘলা আকাশ আর গুমোট গরমে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছেই। উত্তরে স্বস্তির বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে আজ, রবিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতা ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আগামিকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ‘রিমল’-এর টানে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। ৩১ মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
আগামিকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ‘রিমল’-এর টানে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। ৩১ মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে।
ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে।
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আরও তিন-চার দিন।
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আরও তিন-চার দিন।
কলকাতায় রবিবার মেঘলা আকাশ এবং গুমোট গরম। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা যত বাড়বে, ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। বিকেল বা সন্ধ্যার পর স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে।
কলকাতায় রবিবার মেঘলা আকাশ এবং গুমোট গরম। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা যত বাড়বে, ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। বিকেল বা সন্ধ্যার পর স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে।
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।