দক্ষিণ দিনাজপুর: ভোর রাতে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি গরম থেকে। মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal Weather Update: রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি শুরু, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে !

বিশ্বজিৎ সাহা, কলকাতা: রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি শুরু। মৌসুমী বায়ু এগিয়ে আসায় জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। অন্যদিকে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই জোড়া ফলায় উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই বৃষ্টি শুরু হয়েছে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে।

সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার থেকে ঝড়-বৃষ্টি আরও বেশি পরিমাণে শুরু হবে। টানা ৩ থেকে ৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন– রাতভর বৃষ্টির পর বিরাম নেই সকালেও ! দিনভর কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন

কলকাতায় বৃষ্টি

প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল কলকাতাও। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে রাতের তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় সকাল থেকে গরম থেকে রেহাই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

আরও পড়ুন-হজম শক্তি বাড়ায়, পাইলস থেকে মিলতে পারে মুক্তি, এই ওষুধ শরীরের জন্য যেন বর ! জেনে নিন অলৌকিক উপকারিতা

Rainfall report (Kolkata- 31.05.2024-12 to 6 am (6 hrs,)

Dhapa -29mm
Topsia- 37mm
Ultadanga -22 mm
Maniktala -20mm
Duttabagan-20mm
Beerpara – 18 mm
Marcus sq.- 22 mm
Ballygunge – 66 mm
Kalighat – 57 mm
Chetla lock gate – 39 mm
Patuli – 39 mm
Kamdahari – 53 mm
Behala f.c – 54 mm
Garden reach – 52 mm
Joka- 29 mm
Jinjira bazar -65 mm
Jodhpur park – 62mm
Pamarbazar -25.5 mm

আজ, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৮ শতাংশ ৷ আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫৩.৬ মিলিমিটার।