আগামী ৭ দিন উত্তর ও দক্ষিণ বঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ! কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

West Bengal Weather Update: আগামী ৭ দিন উত্তর ও দক্ষিণ বঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ! কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

কলকাতা: আগামী ৭ দিন উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কোথাও ৩০ কোথাও আবার সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। আজ, বুধবার সন্ধ্যার দিকে দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আরও পড়ুন– রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত, কালবৈশাখীর সম্ভাবনা ফের কবে? জেনে নিন

মালদহ ও দুই দিনাজপুরে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। ১০ মে দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ১০ এবং ১১ তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়।

আরও পড়ুন– ট্রেনের শৌচাগারে গোপনে চলছিল এই কাজ ! করাঘাত করতেই খুলে গেল দরজা; চমকে গেলেন টিকিট পরীক্ষক

আজ, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি। গতকাল, মঙ্গলবারের থেকে যা ২ ডিগ্রি কম। এবং এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম। তাপমাত্রা রাজ্যজুড়ে নিম্নমুখী। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রা বৃষ্টির তেমন আর কোনও আশঙ্কা নেই। আগামী রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমে যাবে। কারণ এই মুহূর্তে বায়ুমণ্ডলে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প আছে, তা রবিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। যেহেতু মে মাস, ফলে রবিবারের পর তাপমাত্রা আবারও সামান্য করে বাড়তে থাকবে।