সুভাষ সরকার

Lok Sabha Election 2024: “তোতাকাহিনী” পাঠ করে দিনের শুরু বাঁকুড়ার বিজেপি প্রার্থীর

বাঁকুড়া: পঁচিশে বৈশাখ উপলক্ষে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তোতাকাহিনী পাঠ করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বুধবার রবীন্দ্রসকালে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় কবিগুরুর ১৬৩তম জন্ম জয়ন্তীতে উপস্থিত ছিলেন সুভাষ সরকার। কবির চিত্রে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপর তৎকালীন সময়ে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে টিপ্পনী করে লেখা রবীন্দ্রনাথের “তোতাকাহিনী” পাঠ করলেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম

তিনি জানান, বর্তমান সময়ে তোতাকাহিনীর প্রাসঙ্গিকতা বিপুল। এছাড়াও যে ২০২০ নতুন শিক্ষা ব্যবস্থা এসেছে সেটা কিছুটা তোতাকাহিনীর আদলেই। এছাড়াও রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার কোথাও শোনা গেল সুভাষ সরকারের মুখে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনও বাদ পড়ল না ভোটের প্রচারে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পাশাপাশি, ভোটের প্রচার এবং ২৫ বৈশাখ, সব মিলিয়ে ইভেন্টফুল একটা দিনের ইঙ্গিত দিয়েছেন সুভাষ সরকার। এছাড়াও তিনি বলেন, বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন জঙ্গলমহলে। সেক্ষেত্রে একটি বিরাট র‍্যালির আশা করছেন বিজেপি প্রার্থী। তিনি জানান, “জঙ্গল মহলে সাড়া পড়ে গেছে ইতিমধ্যেই।”

২৫ মে ভোট বাঁকুড়ায় আর তার আগে ২৫ শে বৈশাখে বাঁকুড়ায় শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। যোগদান করেছেন প্রার্থীরাও। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তোতাকাহিনী পাঠ করে একটি গুরুত্বপূর্ণ দিনের শুরু করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

নীলাঞ্জন ব্যানার্জী