Astro Tips: সকালে ঘুম থেকে উঠেই বিড়াল দর্শন হয়েছে? এর অর্থ কী জানেন? খুলে যেতে পারে কপাল, আবার কারও…

অনেক বাড়িতে পোষ্য হিসাবে বিড়াল দেখতে পাওয়া যায়। বিড়াল পোষার খরচ কম, লালন-পালনেও তেমন কসরত নেই।
অনেক বাড়িতে পোষ্য হিসাবে বিড়াল দেখতে পাওয়া যায়। বিড়াল পোষার খরচ কম, লালন-পালনেও তেমন কসরত নেই।
একটি পোষ্য বিড়াল আপনার একজন ভাল সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়ে বা একাকিত্বের সময় আপনাকে সঙ্গ দিতে পারে একটি মিশুকে বিড়াল। যা মানসিক প্রশান্তি এনে দেয় সহজেই। 
একটি পোষ্য বিড়াল আপনার একজন ভাল সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়ে বা একাকিত্বের সময় আপনাকে সঙ্গ দিতে পারে একটি মিশুকে বিড়াল। যা মানসিক প্রশান্তি এনে দেয় সহজেই।
তবে অনেকেই জানেন না বিড়ালের সঙ্গেও জড়িয়ে রয়েছে একাধিক মিথ।
তবে অনেকেই জানেন না বিড়ালের সঙ্গেও জড়িয়ে রয়েছে একাধিক মিথ।
শকুন শাস্ত্র মতে, বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয়। কথিত আছে, বিড়াল নাকি আগাম মৃত্যু আঁচ করতে পারে। বুঝতে পারে দুর্ঘটনা। কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল।
শকুন শাস্ত্র মতে, বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয়। কথিত আছে, বিড়াল নাকি আগাম মৃত্যু আঁচ করতে পারে। বুঝতে পারে দুর্ঘটনা। কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল।
খুব প্রাচীন কাল থেকেই মানুষের মনে বিশ্বাস, বিড়াল নাকি মৃত্যুর গন্ধ পায়। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয়, বিড়াল মৃত্যুর পূর্বাভাস দেয়। কিন্তু শুধুই কুসংস্কার নয়। এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে বিড়াল মানুষ ও অন্য প্রাণীর মৃত্যু আগাম বুঝতে পারে।
খুব প্রাচীন কাল থেকেই মানুষের মনে বিশ্বাস, বিড়াল নাকি মৃত্যুর গন্ধ পায়। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয়, বিড়াল মৃত্যুর পূর্বাভাস দেয়। কিন্তু শুধুই কুসংস্কার নয়। এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে বিড়াল মানুষ ও অন্য প্রাণীর মৃত্যু আগাম বুঝতে পারে।
তবে জানেন কি ঘুম থেকে উঠে প্রথমে বিড়াল দেখলে কী হয়
তবে জানেন কি ঘুম থেকে উঠে প্রথমে বিড়াল দেখলে কী হয়
যদি খুব ভোরে ঘুম থেকে উঠে বিড়াল দেখতে পান, তবে এর অর্থ যে আপনার বাড়িতে অতিথি আসতে চলেছে
যদি খুব ভোরে ঘুম থেকে উঠে বিড়াল দেখতে পান, তবে এর অর্থ যে আপনার বাড়িতে অতিথি আসতে চলেছে
প্রচলিত ধারণা অনুযায়ী কোথাও যাওয়ার সময় পথে সাদা বিড়াল দেখা গেলে, তা সাফল্যের ইঙ্গিত বহন করে।
প্রচলিত ধারণা অনুযায়ী কোথাও যাওয়ার সময় পথে সাদা বিড়াল দেখা গেলে, তা সাফল্যের ইঙ্গিত বহন করে।
শিক্ষার্থী যদি ভোরবেলা বিড়াল দেখতে পান, তাহলে তারপড়াশোনা বা অন্য কোনও প্রতিযোগিতায় সাফল্যের সম্ভবনা রয়েছে।
শিক্ষার্থী যদি ভোরবেলা বিড়াল দেখতে পান, তাহলে তার পড়াশোনা বা অন্য কোনও প্রতিযোগিতায় সাফল্যের সম্ভবনা রয়েছে।
অনেক দেশে প্রচলিত বিশ্বাস, ঘুম থেকে উঠে সাদা বিড়ালের উপস্থিতির ফলে সন্তানের মঙ্গল হয়।
অনেক দেশে প্রচলিত বিশ্বাস, ঘুম থেকে উঠে সাদা বিড়ালের উপস্থিতির ফলে সন্তানের মঙ্গল হয়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)