শ্রাবণের প্রথম সোমবারে নিষ্ঠা মেনে উপবাস রেখেছেন? ভুলেও ছোঁবেন না এই খাবার, শিব রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, জীবন সঙ্কটে...

Sawan First Day 2024: শ্রাবণের প্রথম সোমবারে নিষ্ঠা মেনে উপবাস রেখেছেন? ভুলেও ছোঁবেন না এই খাবার, শিব রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, জীবন সঙ্কটে…

২২শে জুলাই থেকে সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস৷ এই শ্রাবণ মাস ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
২২শে জুলাই থেকে সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস৷ এই শ্রাবণ মাস ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
 আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। এবারের শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হয়েছে এবং সোমবারেই শেষ হবে। যা খুবই শুভ বলে মনে করা হয়৷৭২ বছর পর শ্রাবণ মাসে এই বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে।
আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। এবারের শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হয়েছে এবং সোমবারেই শেষ হবে। যা খুবই শুভ বলে মনে করা হয়৷৭২ বছর পর শ্রাবণ মাসে এই বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে।
এবারের শ্রাবন মাসের প্রথম সোমবার দুটি শুভ যোগও তৈরি হয়েছে। প্রথমটি প্রীতি যোগ এবং দ্বিতীয়টি সর্বার্থ সিদ্ধি যোগ। সর্বার্থ সিদ্ধি যোগে আপনি যে কাজই করুন না কেন, তা সফল হবে। এই যোগে করা পূজা পূর্ণ ফল প্রদান করে।
এবারের শ্রাবন মাসের প্রথম সোমবার দুটি শুভ যোগও তৈরি হয়েছে। প্রথমটি প্রীতি যোগ এবং দ্বিতীয়টি সর্বার্থ সিদ্ধি যোগ। সর্বার্থ সিদ্ধি যোগে আপনি যে কাজই করুন না কেন, তা সফল হবে। এই যোগে করা পূজা পূর্ণ ফল প্রদান করে।
শ্রাবণের প্রথম সোমবার মহাদেবকে তুষ্ঠ করতে উপবাস রেখে পুজো করেন৷ মহাদেবের আশীর্বাদ পেতে সকাল থেকে উপবাস তো রাখছেন, কিন্তু মাথায় রাখবেন এই ভুল যেন না হয়৷ তাহলেই কিন্তু রুষ্ট হবেন মহাদেব৷ আর শিবের রোষে পড়লে ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে৷
শ্রাবণের প্রথম সোমবার মহাদেবকে তুষ্ঠ করতে উপবাস রেখে পুজো করেন৷ মহাদেবের আশীর্বাদ পেতে সকাল থেকে উপবাস তো রাখছেন, কিন্তু মাথায় রাখবেন এই ভুল যেন না হয়৷ তাহলেই কিন্তু রুষ্ট হবেন মহাদেব৷ আর শিবের রোষে পড়লে ঘোর অমঙ্গল নেমে আসবে জীবনে৷
জ্যোতিষী ড. গণেশ মিশ্র বলেন, শ্রাবণের প্রথম সোমবার সারাদিন উপবাস করে পুজো করার পর ভুলেও পেঁয়াজ, রসুন, আমিষ, অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না৷ এই জাতীয় খাবার খেলেই রুষ্ট হবেন মহাদেব৷
জ্যোতিষী ড. গণেশ মিশ্র বলেন, শ্রাবণের প্রথম সোমবার সারাদিন উপবাস করে পুজো করার পর ভুলেও পেঁয়াজ, রসুন, আমিষ, অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না৷ এই জাতীয় খাবার খেলেই রুষ্ট হবেন মহাদেব৷
সারাদিন উপবাসের পর নানারকম ফল, সাবুদানা,দই, পনির, দুধ এসব খেতে পারেন৷
সারাদিন উপবাসের পর নানারকম ফল, সাবুদানা,দই, পনির, দুধ এসব খেতে পারেন৷
জ্যোতিষী বলেন, উপবাস ভাঙার পর বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসও খেতে পারেন৷ তবে ভুলেও আমিষ খাবার খাবেন না৷ উপবাস ভাঙার পর প্রচুর পরিমাণে জল খান৷ এতে শরীর ভাল থাকবে৷
জ্যোতিষী বলেন, উপবাস ভাঙার পর বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসও খেতে পারেন৷ তবে ভুলেও আমিষ খাবার খাবেন না৷ উপবাস ভাঙার পর প্রচুর পরিমাণে জল খান৷ এতে শরীর ভাল থাকবে৷