গাড়ি থামাতে প্রথমে ক্লাচ চাপবেন না কি ব্রেক? অঙ্ক বড় কঠিন, না জানা থাকলে ক্ষতি

কলকাতা: গাড়ি চালানোর সময় দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রেক এবং ক্লাচ। সাধারণত গিয়ার বদলানোর সময় ক্লাচ ব্যবহার করা হয়, আর গাড়ি থামানোর সময় ব্রেক। মনে হবে সহজ অঙ্ক। কিন্তু না। শুধু গিয়ার বদল নয়, গাড়ি থামানোর সময়ও ক্লাচের ব্যবহার করা হয়। গুলিয়ে গেল তো?

গাড়ি থামানোর সময় প্রথমে ব্রেক না কি ক্লাচ, কোনটা চাপতে হবে, তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন। যাঁরা সদ্য গাড়ি চালানো শিখছেন তাঁরা তো বটেই, পেশাদার চালকরাও গুলিয়ে ফেলেন অনেক সময়। মনে হয়, অঙ্ক বড় কঠিন।

গাড়ি থামানোর সময় প্রথমে ক্লাচ চাপতে হবে না কি ব্রেক, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। কখনও প্রথমে ক্লাচ চাপতে হয়, কখনও ব্রেক। কিন্তু অনেকেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু গুরুত্ব না দিলে ক্ষতি ষোলো আনা।

আরও পড়ুন- বদলে গেল অঙ্ক!কোন ৮ দল গেল টি-২০ বিশ্বকাপের সুপার এইটে?রইল পয়েন্ট টেবিলের হিসেব

কারণ ক্লাচ এবং ব্রেকের ভুল ব্যবহারে ইঞ্জিন জ্যাম হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যেতে পারে ক্লাচ প্লেট। গাড়ির গতির উপরেই পুরো বিষয়টা নির্ভর করে। সেই অনুযায়ী ঠিক হয়, আগে ক্লাচ না কি ব্রেক। এখানে তারই বিস্তারিত হদিশ দেওয়া হল।

ক্লাচের কাজ হল, গিয়ারবক্স থেকে চাকা আলাদা করা। ক্লাচ চাপলে চাকা আর গিয়ারের সঙ্গে যুক্ত থাকে না এবং গাড়ি থেমে যায়। কেউ যদি ক্লাচ না চেপে গাড়ি থামান তাহলে গাড়ি জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে। ক্ষতিগ্রস্ত হতে পারে ক্লাচ এবং ট্রান্সমিশন। কারণ ব্রেক চাপলে গাড়ি থামতে চাইলেও নড়াচড়া অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে ইঞ্জিন জ্যাম হয়ে যেতে পারে।

গতি কম থাকলে কীভাবে গাড়ি থামাতে হয়: গিয়ারের ন্যূনতম গতির চেয়ে কম গতিতে গাড়ি চালালে প্রথমে ক্লাচ তারপরে ব্রেক চাপতে হবে। এতে গাড়ি জ্যাম হবে না।

আরও পড়ুন- বিশ্বকাপের সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ কবে? কার সঙ্গে? বৃষ্টি বদলে দিল হিসেব

ন্যূনতম গিয়ার স্পিড থাকলে গাড়ি রেসিং ছাড়াই চলবে। ট্রাফিকের মধ্যে গাড়ি গিয়ারের গতির চেয়ে কম গতিতে চলে। এই অবস্থায় প্রথমে ক্লাচ চাপতে হবে, গিয়ারবক্স থেকে চাকা আলাদা হবে। তারপর ব্রেক, গাড়ি থেমে যাবে।

গতি বেশি থাকলে কীভাবে গাড়ি থামাতে হয়: গতি বেশি থাকলে প্রথমে ব্রেক চাপতে হবে। এবার গাড়ির গতি গিয়ারের ন্যূনতম গতির চেয়ে কম হলে চাপতে হবে ক্লাচ। গাড়ি চালানোর সময় হঠাৎ যদি কেউ সামনে এসে যায়, তখন এমার্জেন্সি ব্রেক চাপতে হয়। অর্থাৎ একই সঙ্গে ক্লাচ এবং ব্রেক দুটোই চাপতে হবে।