আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হতে চলেছে কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। এই বছর এই পূর্ণিমা পড়েছে ১৬ অক্টোবর ২০২০৪। এই দিন মূলত সম্পদ বৃদ্ধি এবং সংসারে শান্তির লক্ষ্যে গৃহস্ত বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। প্রতীকী ছবি

Sharad Purnima: কোজাগরী পূর্ণিমা কখন শুরু হচ্ছে? কতক্ষণ থাকবে? রইল শুভদিনের খুঁটিনাটি…

এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বছর শারদ পূর্ণিমা শুরু হচ্ছে  ১৬ অক্টোবর বুধবার সাতটা বেজে ৫৯ মিনিটে শুরু হচ্ছে এবং তা চলবে পরের দিন ১৭ অক্টোবর সন্ধ্যা ৫টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত। তাই এই বছর পূর্ণিমা ১৬ অক্টোবর পালিত হবে। প্রতীকী ছবি।১৬ অক্টোবর ভোর ৪টে ৪২ মিনিট থেকে ৫টা ৩২ মিনিট পর্যন্ত স্নান এবং দান কার্য করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন রাহুকাল এবং ভদ্রা সময় ছাড়া যেকোনো সময় দান শুভ। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বছর শারদ পূর্ণিমা শুরু হচ্ছে ১৬ অক্টোবর বুধবার সাতটা বেজে ৫৯ মিনিটে শুরু হচ্ছে এবং তা চলবে পরের দিন ১৭ অক্টোবর সন্ধ্যা ৫টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত। তাই এই বছর পূর্ণিমা ১৬ অক্টোবর পালিত হবে। প্রতীকী ছবি।

১৬ অক্টোবর ভোর ৪টে ৪২ মিনিট থেকে ৫টা ৩২ মিনিট পর্যন্ত স্নান এবং দান কার্য করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন রাহুকাল এবং ভদ্রা সময় ছাড়া যেকোনো সময় দান শুভ। প্রতীকী ছবি।
১৬ অক্টোবর ভোর ৪টে ৪২ মিনিট থেকে ৫টা ৩২ মিনিট পর্যন্ত স্নান এবং দান কার্য করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন রাহুকাল এবং ভদ্রা সময় ছাড়া যেকোনো সময় দান শুভ। প্রতীকী ছবি।
শারদ পূর্ণিমায় রাহুকাল এবং ভদ্রার সময়- শারদ পূর্ণিমার দিন অর্থাৎ ১৬ অক্টোবর রাহুকাল শুরু হচ্ছে, বেলা ১২টা বেজে ০৫ মিনিট থেকে বেলা ১টা বেজে ৩১ মিনিটে পর্যন্ত। ভদ্রার সময় ওইদিন রাত আটটা বেজে ৪০ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৬টা বেজে ২২ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
শারদ পূর্ণিমায় রাহুকাল এবং ভদ্রার সময়- শারদ পূর্ণিমার দিন অর্থাৎ ১৬ অক্টোবর রাহুকাল শুরু হচ্ছে, বেলা ১২টা বেজে ০৫ মিনিট থেকে বেলা ১টা বেজে ৩১ মিনিটে পর্যন্ত। ভদ্রার সময় ওইদিন রাত আটটা বেজে ৪০ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৬টা বেজে ২২ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
শারদ পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময়- এই দিন চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৫টা বেজে ৪মিনিটে হবে। প্রতীকী ছবি।
শারদ পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময়- এই দিন চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৫টা বেজে ৪মিনিটে হবে। প্রতীকী ছবি।
এই দিন চাঁদের আলোয় ক্ষীর রাখা অতন্ত্য শুভ বলে মনে করা হয়। দেখে নেওয়া যাক, সেই ক্ষীর রাখার সময়, চাঁদ ১৬ কলায় পরিপূর্ণ হবে আজ রাত আটটা বেজে ৪০ মিনিটের পর। তাই তারপর ক্ষীর রাখলেই তা ফলদায়ক হবে। প্রতীকী ছবি।
এই দিন চাঁদের আলোয় ক্ষীর রাখা অতন্ত্য শুভ বলে মনে করা হয়। দেখে নেওয়া যাক, সেই ক্ষীর রাখার সময়, চাঁদ ১৬ কলায় পরিপূর্ণ হবে আজ রাত আটটা বেজে ৪০ মিনিটের পর। তাই তারপর ক্ষীর রাখলেই তা ফলদায়ক হবে। প্রতীকী ছবি।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)