‘মাইক্রোম্যাক্স’-এর কথা মনে আছে? কী করে ‘ডুবে গেল’ সস্তার সেই মোবাইল ‘কোম্পানি!

কলকাতা: Micromax. নামটা এখনও নিশ্চয়ই অনেকের মনে আছে? কী করে হারিয়ে গেল সেই কোম্পানি। সস্তায় মধ্যবিত্তের হাতে ফোন তুলে দিত সেই সংস্থা। ভারতের সেই সংস্থার হারিয়ে যাওয়ার গল্প অনেকের মন খারাপ করে দিতে পারে।

২০১০ থেকে ধীরে ধীরে বাজার ধরতে শুরু করে সেই সমস্থা। ২০১৫ সাল নাগাদ মাইক্রোম্যাক্স ভারতে বড় ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে। এদেশে স্যামসাংয়ের পর মাইক্রোম্যাক্স ছিল বেশ জনপ্রিয়। ১০ হাজার টাকার নিচে তাদের অনেক ফোন বাজারে হিট হয়েছিল সেই সময়।

ডুয়াল সিম ফোন চালু করে ভারতের বাজারে হইচই ফেলেছিল তারা। এছাড়া ব্লুচটুথ ফোন বাজারে এনেও তাক লাগিয়েছিল। মাইক্রোম্যাক্স-এর কিছু ফোনে আবার তিনটি সিম স্লট ছিল। ভারতের এই সংস্থার উত্থান মূলত ২০১৪ সাল থেকে। সেই উত্থান ছিল রকেটের গতিতে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা।

আরও পড়ুন- বাইকের ঠিক ‘এই’ জিনিসগুলোর খেয়াল রাখুন, অনেক টাকা বাঁচবে! ভুল করবেন না

অনেকের দাবি, জিও বাজারে আসার পর থেকে সমস্যায় পড়ে এই ভারতীয় সংস্থা। জিও  4G কানেকশন চালু করার পর মাইক্রোম্যাক্স চাপে পড়ে। সেই সময় মাইক্রোম্যাক্স-এর বাজারে ছিল ৪০টি মডেল। কিন্তু কোনওটিই ফোর জি সাপোর্ট করত না। তাদের 3G ফোনগুলি ছিল বেশ জনপ্রিয়। কিন্তু সেই সময় দ্রুত ফোর জি ফোন বাজারে আনতে পারেনি তারা।

ওই সময় একের পর এক চিনা সংস্থা ভারতীয় বাজার ধরতে শুরু করে। কম দামে বেশি ফিচার। এটাই ছিল চিনা সংস্থাগুলির বাজার ধরার ইউএসপি। তাদের সঙ্গে টেক্কা দিয়ে পেরে ওঠেনি এই ভারতীয় সংস্থা। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্ট হলেও শেষমেশ ভারতের বাজার ধরতে পারেনি তারা।

আরও পড়ুন- ১০‍%, ৩০% নাকি ৫০%, ফোন কখন চার্জে বসানো উচিত? এই ভুলেই বারোটা বাজছে ব‍্যাটারির

এর পর নোটবন্দির প্রভাব পড়ে সংস্থার উপর। সেই ধাক্কা সামলে তারা আর উঠে দাঁড়াতে পারেনি। এক সময়ের জনপ্রিয় ভারতীয় মােবাইল প্রস্তুতকারক ব্র্যান্ড হঠাৎ করেই বাজার থেকে হারিয়ে যায়।