দেশ Alcohol consumption rate: ভারতে কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি মদ খান? কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ? জানলে চমকে যাবেন Gallery October 7, 2024 Bangla Digital Desk ভারতীয়দের মধ্যে মদ্যপানের প্রবণতা ঊর্ধ্বমুখী। দেশের কিছু রাজ্য মদ বিক্রি নিষিদ্ধ হলেও বেশির ভাগ রাজ্যেই সুলভে মদ কিনতে পাওয়া যায়। রাজ্যগুলির মধ্যে বিহার, গুজরাত, মিজোরাম এবং নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপেও মদ নিষিদ্ধ। সমীক্ষা বলছে ভারতে ১৫ বছরের বেশি বয়সি ১৮.৭ পুরুষ মদ্যপান করেন, মহিলাদের মধ্যে এই হার ১.৩ শতাংশ। আরও অবাক করার বিষয় হল ভারতে শহরের থেকে বেশি গ্রামের মানুষেরা মদ্যপান করেন। রাজ্যগুলির মধ্যে পুরুষদের মদ্যপানের দিক থেকে সবার উপরে রয়েছে অরুণাচল প্রদেশ। এখানে শতকরা ৫২.৬ শতাংশ মানুষ মদ্যপান করেন। দেশে দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গনা, মদ্যপানের হার ৪৩.৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে সিকিম ৩৯.৯ শতাংশ। পুরুষদের মদ্যপানের দিক থেকে ২৬ নম্বরে পশ্চিমবঙ্গ। মহিলাদের দিক থেকে মদ্যপানে ভারতে সবার উপরে অরুণাচল প্রদেশ, মদ্যপানের হার ২৪.২। সিকিমে এই হার ১৬.২ শতাংশ। পশ্চিমবঙ্গে এই হার ১.১ শতাংশ। এই সার্ভেটির নাম ছিল ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভে। প্রতি ৩ বছর অন্তর এই সার্ভে করা হয়। শেষ বার করা হয়েছিল ২০২২ সালে। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য দিয়ে এই সমীক্ষাটি করা হয়েছিল।