Tag Archives: West bengal

Lok Sabha Elections 2024: ভোটের মাঝেই শোরগোল, সুকান্ত মজুমদারকে শোকজ নির্বাচন কমিশনের

কলকাতা: বিপাকে বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। দুটো কারণে পৃথক ভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

কেন এই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? জানা গিয়েছে, ৫ মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছিল, তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তার পরেই কমিশন এর শোকজ করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: সিকিমে ঘুরতে গিয়ে সব শেষ! পাহাড় থেকে ছিটকে নদীতে পড়ল গাড়ি, মৃত কলকাতার পর্যটক

এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে পৃথক ভাবে শোকজ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। গত ৪ মে অন্য একটি বিজ্ঞাপন কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই কারণে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় শোকজ করা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয় কমিশনের কাছে, তার পরেই কমিশন এর আজ দ্বিতীয় শোকজ।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

দু’টি ঘটনার প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতিকে ২১ মে বিকেল ৫টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০ মে সোমবার পঞ্চম দফার ভোট, সেই দিন রাজ্যে ভোট গ্রহণ হতে চলেছে রাজ্যের ৭টি আসনে। ভোটের পরের দিন বিকেল ৫টার মধ্যেই জবাব দিতে হবে সুকান্ত মজুমদারকে।

Weather Update: দু’ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড় সঙ্গে মাঝারি বৃষ্টি, ভিজতে চলেছে দুই জেলা

কলকাতা: সোমবার তীব্র দহন থেকে স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পূর্বাভাস মতো মঙ্গলবার তাপমাত্রাও কমেছে কিছুটা। অনেকেই সোমবার রাতে স্বস্তির ঘুম দিয়েছেলেন বৃষ্টির জেরে রাজ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ছিল বেশ কিছু জেলায়। এ বার বৃষ্টির পূর্বাভাস এল দক্ষিণবঙ্গের আরও দুই জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলায় আগামী দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। হালকা থেকে মাঝারি বর্ষণের সঙ্গে সঙ্গেই ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিচার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

প্রসঙ্গত আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগে যে কারণে বৃষ্টি হচ্ছিল না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েক দিন তাপমাত্রা একটু কম থাকবে, তাই দহন জ্বালা থেকে আরও কিছু দিন স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে বিক্ষিপ্ত ভাবে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে।

Lok Sabha Elections 2024 West Bengal: চতুর্থ দফা থেকেই বাংলায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, কত কোম্পানি বাহিনী আসছে রাজ্যে?

কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য কাশ্মীরের থেকে বেশি বাহিনী পশ্চিমবঙ্গে বরাদ্দ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দুই দফায় উত্তরবঙ্গের ৬টি আসনে প্রায় নির্বিঘ্নেই ভোট হয়েছে। এ বার নির্বাচন কমিশনের নজরে দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

দক্ষিণবঙ্গের একাধিক আসনে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভোট করতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর উপর নজর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ দফা থেকেই বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ১৩ মে চতুর্থ দফায় নির্বাচন হবে রাজ্যের ৮টি আসনে। চতুর্থ দফায় রাজ্যে মোতেয়েন করা হবে ৫৯৬ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। পরের দফাগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে ৭৬২ কোম্পানি, ঘটনাচক্রে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৭টি আসনে।

আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে

ষষ্ট দফাতেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে প্রায় সাড়ে ন’শো। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাব ছিল পশ্চিমবঙ্গে ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে। ষষ্ঠ দফায় ভোট হবে দক্ষিণবঙ্গের মোট ৮টি আসনে। প্রথম দু’দফায় নির্বাচন নিয়ে প্রায় খুশি সব দলই, মঙ্গলবার ৭ মে তৃতীয় দফায় রাজ্যের মোট চারটি আসনে ভোট রয়েছে।

Lok sabha elections 2024: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ‘সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে

কলকাতা: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জন্য হেলিকপ্টার বরাদ্দ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য রাজ্য জুড়ে সফর করতে হচ্ছে সুকান্ত মজুমদারকে। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গাড়ি বা ট্রেনে বেশ কিছুটা সময় লাগছে। তাই সুকান্ত মজুমদারের সময় বাঁচাতে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত যাতে দলীয় প্রার্থীদের সমর্থনে সঠিক সময়ে পৌঁছতে পারেন সেই কারণেই হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

প্রথম দু’দফার নির্বাচনের আগে সুকান্ত মজুমদার সেই ভাবে দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারেননি, কারণ বালুরঘাট লোকসভা কেন্দ্রে তিনিই ছিলেন দলের প্রার্থী। তাই বালুরঘাটে বেশি সময় দিতে হয়েছে সুকান্তকে। এবার তাঁকে রাজ্য জুড়ে দলের বিভিন্ন প্রার্থীর সমর্থনে প্রচার করতে হবে। তাই সুকান্ত মজুমদারের সফরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করল পদ্ম শিবির। বালুরঘাটে ভোট মিটটেই তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন অন্যান্য লোকসভা কেন্দ্রে। কখনও ট্রেনে আবার কখনও গাড়িতেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন সুকান্ত। আর এবার হেলিকপ্টার পেলেন সুকান্ত।

আরও পড়ুন: ধোনির খেলা হলেই দেখা যায় তাকে, চেন্নাইয়ের গ্যালারিতে উষ্ণতা ছড়ান, কে এই তরুণী?

শনিবার সেই হেলিকপ্টারেই পুরুলিয়ায় তাঁর প্রথম সফর করলেন সুকান্ত মজুমদার। পুরুলিয়ায় দলের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে পুরুলিয়ার সৈনিক স্কুল ময়দানে অস্থায়ী হেলিপ্যাডে সুকান্তর কপ্টার অবতরণ করে। বিজেপি সূত্রের খবর, এর পর থেকে টানা তৃতীয় দফা থেকে সপ্তম দফা ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত বিভিন্ন প্রান্তে সুকান্ত মজুমদার আকাশ পথেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের কাজে অংশ নেবেন। তবে রাজ্য বিজেপির সভাপতি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, খুব প্রয়োজন ছাড়া সব সময় তিনি এই হেলিকপ্টার ব্যবহার করবেন না, কারণ হেলিকপ্টারের খরচ অনেকটাই বেশি। তাই কাছাকাছি লোকসভা কেন্দ্রে তিনি নিজের গাড়িতে করেই গন্তব্যে পৌঁছে প্রচার করবেন। যেখানে এক দিনে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকবে সেখানেই তিনি হেলিকপ্টার করে পৌঁছবেন।

Narendra Modi lok sabha rally: প্রণামের পাল্টা এ কী করলেন প্রধানমন্ত্রী! আপ্লুত মহিলা

পূর্ব বর্ধমান: হাতের কাছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে তাঁকে সামনে পেয়ে প্রণাম করতে গেলেন অনুষ্ঠানের সঞ্চালিকা। তাঁর অন্য পরিচয় তিনি বিজেপির জেলা মুখপাত্র অনিন্দিতা পাল। নরেন্দ্র মোদি আঙুল তুলে পা ছুঁতে নিষেধ করলেন। একটু ঝুঁকে প্রণাম সাড়লেন অনিন্দিতা। এবার অবাক হওয়ার পালা। প্রত্যুত্তরে তাঁকে পাঁচবার প্রণাম করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় আপ্লুত অনিন্দিতা। বললেন, প্রধানমন্ত্রী সঙ্গে এক মঞ্চে থাকাটাই বিরাট পাওনা। তার পরের প্রণামের ঘটনায় আমি আপ্লুত। উনি আসলে মাতৃশক্তিকেই সম্মান জানালেন।

আরও পড়ুন: ধোনির খেলা হলেই দেখা যায় তাকে, চেন্নাইয়ের গ্যালারিতে উষ্ণতা ছড়ান, কে এই তরুণী?  

শুক্রবার পূর্ব বর্ধমানে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১১টায় কলকাতা থেকে বর্ধমানে আসেন তিনি। তিনটি হেলিকপ্টার একসঙ্গে নামে। তার একটিতে ছিলেন প্রধানমন্ত্রী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করেন তিনি। দুই প্রার্থীর উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর কৃষ্ণনগরের উদ্দেশে উড়ে যায় তাঁর হেলিকপ্টার। তার পর বোলপুরে সভা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা? 

এই জনসভায় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ করে বলেন, “আমি তো আগেই বলেছিলাম, এদের সবচেয়ে বড় নেতা নির্বাচনে দাঁড়াবেন না। সেটাই হলো। পালিয়ে রাজস্থানে গেলেন, সেখান থেকে রাজ্যসভায় ঢুকলেন। আমি আগেই বলেছিলাম, শাহজাদা ওয়ান ডে হারবে। হারের ভয়েই ওয়ানডে ভোট শেষ হতেই দ্বিতীয় আসনে প্রার্থী হয়ে গেলেন। তার চেলারা বলেছিলেন, আমেঠি থেকে লড়বেন। কিন্তু হারের ভয়ে আমেঠিতে দাঁড়ালেনই না। পালিয়ে রায়বেরেলিতে গিয়ে জেতার রাস্তা খুঁজছেন। এরা ঘুরে ঘুরে সবাইকে বলে ভয় পেয়ো না। আমিও এদেরকে বলছি, ভয় পেয়ো না পালিয়ে যেও না।” সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও বামেদেরও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Malda News: কাঁটাতারে আটকে জীবন! কেউ খোঁজ রাখে না আন্তর্জাতিক জিরো পয়েন্টে বসবাসকারী এই বাসিন্দাদের

মালদহ: তাঁরা ভারতীয়, পরিচয় পত্র থেকে সমস্ত নথি রয়েছে। ভারতীয় জনগণ হয়েও সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। ভারতীয় ভূখণ্ডে বসবাস করলেও তাঁরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। স্বাধীন দেশের নাগরিক হয়েও পরাধীনতার জীবন কাটাচ্ছেন তাঁরা। কারণ, তাঁদের বাসস্থান কাঁটাতার বেড়ার ওপারে। ভারতীয় ভূখণ্ডে তাদের বসবাস কিন্তু আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার বেড়া তাদের সম্পূর্ণভাবে আলাদা করে রেখেছে। স্থানীয় বাসিন্দা আদরি মণ্ডল বলেন, ‘‘আমাদের সবেতেই সমস্যা। কাঁটাতার বেড়ার ওপার রয়েছে আমরা। কর্মসংস্থান থেকে সমস্ত কিছুর জন্য আমাদের বিএসএফের উপর নির্ভর করতে হয়। আমাদের খোঁজ কেউ রাখে না।’’

মালদহের কালিয়াচক থানারঅন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত বিস্তীর্ণ এলাকায় রয়েছে কাঁটা তারে ঘেরা। এই এলাকার চরি অনন্তপুর পঞ্চায়েতের হাজিনগর, দুইশতবিঘি ও মহাবাতপুর গ্রাম কাঁটাতারের ওপারে রয়েছে। সেখানে রয়েছে কয়েকশো ভোটার। তাঁরা প্রতিটি ভোটে অংশ গ্রহণ করে।

কিন্তু কখনও তাঁরা প্রার্থী বা জন প্রতিনিধিদের দেখেননি। যে তাদের কাছে ভোট প্রচার বা তাদের সঙ্গে কথা বলতে। তারা কখনও তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরতে পারেনি কারও কাছে। দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, কাঁটাতার বেড়ার উপরে বসবাসকারী বাসিন্দাদের ন্যূনতম পরিষেবা পাওয়ার দরকার। কিন্তু তারা পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে সেগুলি থেকেও তারা বঞ্চিত। জনপ্রতিনিধিরা কোন কাজ করেনি এই এলাকায়।

আরও পড়ুন: লাল-নীল না সবুজ হলুদ!…এবারের দোলে কোন রঙের চাহিদা তুঙ্গে, বলুন তো!

প্রতিদিন বিএসএফ গেট খুললে এপারে এসে পানীয় জল,রুজি রোজগার করেন তাঁরা। কাঁটাতারে ওপারে গ্রামগুলির বাসিন্দারা আজও নিজ ভুমিতে পরবাসী হয়ে রয়েছেন। স্বাধীন ভারতের নাগরিক হয়েও দুই দেশের সীমান্ত কাঁটাতার প্রায় ৩০০টি পরিবারকে পরাধীন করে রেখেছে।কার্যত বন্দি জীবনযাপন করছেন সীমান্ত কাঁটাতারের ওপারে ৩০০টি পরিবার। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘‘যিনি বিভিন্ন অভিযোগ করছেন। তিনিও একজন জনপ্রতিনিধি বর্তমানে। বিধায়ক রয়েছেন। তার এলাকায় তিনি কত কাজ করেছেন?’’

আরও পড়ুন: গুঁড়ো লঙ্কা ঝাল করতে মেশানো হচ্ছে রাসায়নিক! বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল মশলা…শরীরে যা প্রভাব পড়ছে ভাবতেও পারবেন না

গ্রামে একসময় বসবাস করতেন প্রায় এক হাজারের বেশি পরিবার। কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়ার পর আর্থিক ভাবে স্বচ্ছল পরিবার এপারে চলে এসেছেন। কিন্তু আজও আর্থিক ভাবে দুর্বল প্রায় ৩০০টি পরিবার রয়ে গেছে কাঁটাতারের ওপারে। সীমান্ত রক্ষী বাহিনীর নিয়মমতো খোলা হয় সীমান্তের দরজা। আর বন্ধও হয় সীমান্ত রক্ষী বাহিনীর নিয়মে।দিনের কয়েক ঘণ্টার মধ্যে এই এলাকার বসবাসকারীদের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী সহ রুজি রোজগারের ব্যবস্থা করতে হয়। সেই সময়ে বাড়িতে খাওয়ার জলটুকুও নিতে হয়।

হরষিত সিংহ

Women Safety Gadgets: ‘এই’ টর্চেই মুশকিল আসান! সামান্য মনে হলেও দুর্দান্ত কাজ, ব্যাগে রাখতেন ভুলবেন না মহিলারা

পুরুলিয়া: প্রতিনিয়ত প্রযুক্তি ও সভ্যতার উন্নতি হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই আজও সুরক্ষিত নয় মেয়েরা। অনেক সময়তেই বিভিন্ন কাজে রাত করে বাড়ি ফিরতে হয় মেয়েদের। ‌সেক্ষেত্রে একা থাকলে ভয়-ভীতি সৃষ্টি হয় মনে। ‌মেয়েদের এই আতঙ্ক কাটাতেই ইতিমধ্যেই বিভিন্ন উপায় নিয়ে খোঁজখবর শুরু করেছে মানুষ। এরকমই একটি অদ্ভুত সুরক্ষার উপকরণ এর হদিশ মিলল পুরুলিয়াতে। পুরুলিয়ার এক বাসিন্দা নারী সুরক্ষায় একটি উপকরণএনে বিক্রি করছেন। এবং এই উপকরণের বেশ ভালই সাড়া মিলছে পুরুলিয়ায়।

সম্প্রতি পুরুলিয়া শহরের জিইএল চার্চ ময়দানে তিন দিনব্যাপী জেলা হস্তশিল্প, তাঁত ও সরোজগার মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলাতে ওই ব্যবসায়ী একটি স্টলও দিয়েছিলেন। ‌যেখানে ডেমো করে দেখানো হয়েছিল নারী সুরক্ষার সেই উপকরণের। উৎসুক মহিলা ও পুরুষরা ভিড় করে সেই উপকরণ দেখেন। এ বিষয়ে ওই ব্যবসায়ী বলেন , তার কাছে অনেক ধরনের সেফটি টুল রয়েছে। কিন্তু মহিলাদের জন্য বিশেষ একটি টর্চ রয়েছে। কোনও বিপদে পড়লে এই টর্চের সাহায্যে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারবেন মহিলারা।

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

এই সেফটি টুল ব্যবহার করা খুবই সহজ। মেলা ছাড়াও রাঘবপুরে তার একটি দোকান রয়েছে সেখান থেকেও এই গ্যাজেট যে কেউ কিনতে পারে।এ বিষয়ে মেলায় আসা মহিলারা বলেন , তারা এর আগে এই ধরনের সেফটি গ্যাজেট কোনও মেলায় দেখেনি। নারীদের সুরক্ষার জন্য এই গ্যাজেট ভীষণই উপকারী। ‌

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

বহু ক্ষেত্রেই কাজ থেকে বাড়ি ফিরতে রাত হয়ে যায় মহিলাদের। এছাড়াও নানাবিধ কারণে অনেক সময় রাত বিরেতে একা ফিরতে হয় অনেক মেয়েদের। তাই সেই সময় যদি এই ধরনের কোনও সুরক্ষার উপকরণ তাদের কাছে থাকে তাহলে মনের বল বেশ খানিকটা বেড়ে যায়।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Lakshmi Bhandar: কোন মাস থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা? বড় খবর! এখুনি জানুন

লক্ষ্মীর ভাণ্ডার প্রচারে জোর রাজ্যের। এখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গ্রামে গ্রামে প্রচারের নির্দেশ। এপ্রিল থেকে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা

Indian Railways: পশ্চিমবঙ্গের ২২টি রেল স্টেশনের বদলে যাবে রূপ! আজই ভার্চুয়ালি শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, রইল তালিকা

লোকসভা ভোটের আগে রাজ্যের রেল স্টেশনগুলির মানোন্নয়নের জন্য একাধিক খাতে অর্থ বরাদ্দ করতে চলেছে কেন্দ্র। 
লোকসভা ভোটের আগে রাজ্যের রেল স্টেশনগুলির মানোন্নয়নের জন্য একাধিক খাতে অর্থ বরাদ্দ করতে চলেছে কেন্দ্র।
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সাতটি স্টেশন ডুমকা, বাসুকীনাথ, দেওঘর, শঙ্করপুর, বিদ্যাসাগর, জামতাড়া, পানাগড় প্রভৃতি স্টেশনের উন্নয়নের জন্য শিলান্যাস করা হবে। পাশাপাশি আর ১১টি সাবওয়েরও শিলান্যাস করা হবে বলে জানা গিয়েছে।
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সাতটি স্টেশন ডুমকা, বাসুকীনাথ, দেওঘর, শঙ্করপুর, বিদ্যাসাগর, জামতাড়া, পানাগড় প্রভৃতি স্টেশনের উন্নয়নের জন্য শিলান্যাস করা হবে। পাশাপাশি আর ১১টি সাবওয়েরও শিলান্যাস করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ডানকুনি ও বর্ধমানেও কিছু নতুন প্রকল্পের শিলান্যাসের কথা রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের ৪৬টি স্টেশন এবং ১০৮টি রোড ওভারব্রিজ ও আন্ডারপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই তালিকায় পশ্চিমবঙ্গের ২২টি স্টেশন রয়েছে। এগুলির উন্নয়নের জন্য ব্যয় হবে ৫৯৭.১৫ কোটি টাকা।
অন্যদিকে, ডানকুনি ও বর্ধমানেও কিছু নতুন প্রকল্পের শিলান্যাসের কথা রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের ৪৬টি স্টেশন এবং ১০৮টি রোড ওভারব্রিজ ও আন্ডারপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই তালিকায় পশ্চিমবঙ্গের ২২টি স্টেশন রয়েছে। এগুলির উন্নয়নের জন্য ব্যয় হবে ৫৯৭.১৫ কোটি টাকা।
তালিকায় যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হল- আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, খড়গপুর, মেচেদা, উলুবেড়িয়া, আন্দুল, পাঁশকুড়া, দিঘা, হলদিয়া-সহ একাধিক স্টেশন। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে গড়ে উঠবে বিষ্ণুপুর রেল স্টেশন।
তালিকায় যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হল- আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, খড়গপুর, মেচেদা, উলুবেড়িয়া, আন্দুল, পাঁশকুড়া, দিঘা, হলদিয়া-সহ একাধিক স্টেশন। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে গড়ে উঠবে বিষ্ণুপুর রেল স্টেশন।
২৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন।
২৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন।
রাজ্যের রেল স্টেশনগুলির মানোন্নয়নের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৫৬ কোটি টাকা খরচ হবে বিষ্ণুপুর স্টেশনের জন্য। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে মডেল স্টেশন তৈরির পাশাপাশি ওন্দা, সোনামুখী স্টেশনেও মানোন্নয়নের কাজ হবে।
রাজ্যের রেল স্টেশনগুলির মানোন্নয়নের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ৫৬ কোটি টাকা খরচ হবে বিষ্ণুপুর স্টেশনের জন্য। জয়রামবাটি মাতৃমন্দিরের আদলে মডেল স্টেশন তৈরির পাশাপাশি ওন্দা, সোনামুখী স্টেশনেও মানোন্নয়নের কাজ হবে।
ইতিমধ্যেই পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক স্টেশনকে এই অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। বিভিন্ন স্টেশনে মানোন্নয়নের কাজ চলছে দ্রুত গতিতে।
ইতিমধ্যেই পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক স্টেশনকে এই অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। বিভিন্ন স্টেশনে মানোন্নয়নের কাজ চলছে দ্রুত গতিতে।
লোকসভা ভোটের আগেই রাজ্যে রেলের কাজে গতি আনতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রকের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে বাংলায় রেলের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি। জমির সমস্যা থাকায় কাজ কর‍তে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। 
লোকসভা ভোটের আগেই রাজ্যে রেলের কাজে গতি আনতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রকের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে বাংলায় রেলের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি। জমির সমস্যা থাকায় কাজ কর‍তে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।

Purulia News: পদ্মশ্রী নেপাল সূত্রধর-কে সম্মান জানানোর দাবি চড়িদা গ্রামের শিল্পীদের

পুরুলিয়া : লালমাটির জেলা পুরুলিয়ার ঐতিহ্য ছৌ। এই জেলার ছৌ নিত্য ছৌ মুখোশ দেশে-বিদেশে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। অযোধ্যা পাহাড়তলিতে এই ছৌ মুখোশের আস্ত একটি গ্রাম রয়েছে। এই চড়িদা গ্রাম মুখোশ গ্রাম নামেই বেশি পরিচিত। এই জেলার তিন তিনটে পদ্মশ্রী এই ছৌ মুখোশ ও ছৌ নৃত্যের জন্য।

জেলার শিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এই ছৌ-এর বিরাট বড় অবদান রয়েছে। সম্প্রতি ছৌ মুখোশের জন্য পদ্মশ্রী পেয়েছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডি ব্লকের মুখোশ গ্রামের ছৌ শিল্পী নেপাল সূত্রধর। আর তাতেই রীতিমত উৎফুল্ল গোটা চড়িদা গ্রাম। ‌ কিন্তু জীবদ্দশায় তিনি এই সম্মান না পেলেও মরণত্তোর পদ্মশ্রী পেলেন নেপাল সূত্রধর।ইতিপূর্বে এই গ্রামেরই আরেক ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়া ৪১ বছর আগে পদ্মশ্রী পেয়েছিলেন। ৪১ বছরের খরা কাটিয়ে আবারও এই গ্রামে আরেক পদ্মশ্রী। তাই মুখোশ গ্রাম চুড়িদার শিল্পীরা চান গম্ভীর সিং মুড়ার মতই নেপাল সূত্র ধরের পূর্ণায়ব মূর্তি স্থাপন করা হোক।‌

আরও পড়ুন-     মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-    মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

এই গ্রামেরই মুখোশ শিল্পী তথা নেপাল চন্দ্র সূত্রধরের বড় ছেলে কাঞ্চন সূত্রধর বলেন, পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার যেমন স্ট্যাচু রয়েছে। তেমনই আরেক পদ্মশ্রী প্রাপ্ত আমার বাবা নেপাল চন্দ্র সূত্রধরের পূর্ণায়ব মূর্তি হোক। তৈরি হোক এখানে ছৌ একাডেমি। ছৌ-কে ঘিরে মিউজিয়াম তৈরি করা হোক।

ছৌ মুখোশ শিল্পে পদ্মশ্রী আসায় এই হস্তশিল্পের বাণিজ্য আরও জমজমাট হয়ে উঠেছে। বাড়তি বিক্রির আশায় বুক বেঁধে রয়েছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডি ব্লকের মুখোশ গ্রাম চড়িদার শিল্পীরা। ছৌ নৃত্যে এই জেলার দুই শিল্পী অতীতে পদ্মশ্রী পেলেও এই শিল্পের মুখোশকে ঘিরে প্রথম পদ্মশ্রী ঘরে তুলল পুরুলিয়ার এই মুখোশ গ্রাম।

শর্মিষ্ঠা ব্যানার্জি