Knowledge Story: জানেন, ভারতের একটি রাজ্যে তিনটি রাজধানীর প্রস্তাব আছে! ৯৯ শতাংশের কাছে উত্তর নেই

ভারত এক বিচিত্র দেশ, সেখানে বৈচিত্রের কোনও শেষ নেই৷ সাধারণত ভারতের রাজ্যগুলির একটি করে রাজধানী থাকে৷ কিন্তু সকলেরই জানা, প্রবল ঠান্ডার কারণে ভারতের অঙ্গরাজ্য হিমাচল প্রদেশের রয়েছে দু’টি রাজধানী৷
ভারত এক বিচিত্র দেশ, সেখানে বৈচিত্রের কোনও শেষ নেই৷ সাধারণত ভারতের রাজ্যগুলির একটি করে রাজধানী থাকে৷ কিন্তু সকলেরই জানা, প্রবল ঠান্ডার কারণে ভারতের অঙ্গরাজ্য হিমাচল প্রদেশের রয়েছে দু’টি রাজধানী৷
হিমাচল প্রদেশে গ্রীস্মকালীন রাজধানী হল সুন্দরী শিমলা, যেটি এক অর্থে একটি জনপ্রিয় পর্যটন স্থলও বটে৷ অন্য দিকে শীতকালের জন্য এই রাজ্যের রাজধানী হয় ধর্মশালা৷ সেটিও পর্যটনস্থল ও অসম্ভব সুন্দর প্রাকৃতিক বৈচিত্রের অধিকারী৷
হিমাচল প্রদেশে গ্রীস্মকালীন রাজধানী হল সুন্দরী শিমলা, যেটি এক অর্থে একটি জনপ্রিয় পর্যটন স্থলও বটে৷ অন্য দিকে শীতকালের জন্য এই রাজ্যের রাজধানী হয় ধর্মশালা৷ সেটিও পর্যটনস্থল ও অসম্ভব সুন্দর প্রাকৃতিক বৈচিত্রের অধিকারী৷
কিন্তু আপনি হয়ত জানেন না, ভারতের একটি রাজ্য রয়েছে যেটিতে একসঙ্গে তিনটি রাজধানী করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই তিনটি রাজধানীই সমানভাবে কাজ করবে বলেও বলা হয়েছে৷ মানে ঋতুর বদলের সঙ্গে সঙ্গে রাজধানী এখানে বদল হবে না
কিন্তু আপনি হয়ত জানেন না, ভারতের একটি রাজ্য রয়েছে যেটিতে একসঙ্গে তিনটি রাজধানী করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই তিনটি রাজধানীই সমানভাবে কাজ করবে বলেও বলা হয়েছে৷ মানে ঋতুর বদলের সঙ্গে সঙ্গে রাজধানী এখানে বদল হবে না
হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনটি আলাদা রাজধানীতে তিন রকমের প্রশাসনিক কাজ করার৷ সাধারণত আমরা অনেকেই পেশাগত কাজের জন্য সেই রাজ্যের একটি জনপ্রিয় শহরে গিয়ে থাকি৷ শুধু তাই নয়, পর্যটন ও চিকিৎসা ব্যবস্থার উন্নতিও এ রাজ্যে প্রচুর মানুষকে টেনে আনে৷

হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনটি আলাদা রাজধানীতে তিন রকমের প্রশাসনিক কাজ করার৷ সাধারণত আমরা অনেকেই পেশাগত কাজের জন্য সেই রাজ্যের একটি জনপ্রিয় শহরে গিয়ে থাকি৷ শুধু তাই নয়, পর্যটন ও চিকিৎসা ব্যবস্থার উন্নতিও এ রাজ্যে প্রচুর মানুষকে টেনে আনে৷
ঠিকই আন্দাজ করেছেন, এই রাজ্যটির নাম অন্ধ্রপ্রদেশ৷ একটি জাতীয় সংবাদপত্রের খবর অনুসারে, এই রাজ্যের তিনটি রাজধানী হিসাবে প্রস্তাব দেওয়া হয়েছে অমরাবতী, কুরনুল ও বিশাখাপত্তনমের নাম৷ যদিও সে প্রস্তাব এখনও কার্যকর হয়নি৷
ঠিকই আন্দাজ করেছেন, এই রাজ্যটির নাম অন্ধ্রপ্রদেশ৷ একটি জাতীয় সংবাদপত্রের খবর অনুসারে, এই রাজ্যের তিনটি রাজধানী হিসাবে প্রস্তাব দেওয়া হয়েছে অমরাবতী, কুরনুল ও বিশাখাপত্তনমের নাম৷ যদিও সে প্রস্তাব এখনও কার্যকর হয়নি৷
উল্লেখযোগ্য ভাবে অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া রাজ্য তেলঙ্গনার রাজধানী হায়দরাবাদ এখন অন্ধ্রপ্রদেশের রাজধানী রয়েছে৷ ২০১৪ সালে পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করার সময় বলা হয়েছিল, আগামী  ১০ বছর এটি দুই রাজ্যের রাজধানী হিসাবে থাকবে৷ তারপর এটি শুধুমাত্র তেলঙ্গনার রাজধানী হিসাবেই থেকে যাবে৷
উল্লেখযোগ্য ভাবে অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া রাজ্য তেলঙ্গনার রাজধানী হায়দরাবাদ এখন অন্ধ্রপ্রদেশের রাজধানী রয়েছে৷ ২০১৪ সালে পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করার সময় বলা হয়েছিল, আগামী ১০ বছর এটি দুই রাজ্যের রাজধানী হিসাবে থাকবে৷ তারপর এটি শুধুমাত্র তেলঙ্গনার রাজধানী হিসাবেই থেকে যাবে৷ একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে।
সেই সময়সীমা শেষ হবে এই বছর জুন মাসে৷ কিন্তু এখনও অন্ধ্রপ্রদেশের রাজধানী কী হবে, সেই সিদ্ধান্ত স্পষ্ট হয়নি৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তিন রাজধানীর পক্ষে হলেও আদালত ও বিরোধী দল-সহ একাধিক পক্ষের বিরোধিতায় জটিলতা তৈরি হয়েছে
সেই সময়সীমা শেষ হবে এই বছর জুন মাসে৷ কিন্তু এখনও অন্ধ্রপ্রদেশের রাজধানী কী হবে, সেই সিদ্ধান্ত স্পষ্ট হয়নি৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তিন রাজধানীর পক্ষে হলেও আদালত ও বিরোধী দল-সহ একাধিক পক্ষের বিরোধিতায় জটিলতা তৈরি হয়েছে
লোকসভা নির্বাচন মিটলেই অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন৷ আপাতত রাজধানী জটিলতায় কোনওরকম সময় দিতে চাইছেন না সে রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বরং তিনি এখন নির্বাচনে জয় পাওয়ার দিকে নজর বেশি দিতে চাইছেন৷
লোকসভা নির্বাচন মিটলেই অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন৷ আপাতত রাজধানী জটিলতায় কোনওরকম সময় দিতে চাইছেন না সে রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বরং তিনি এখন নির্বাচনে জয় পাওয়ার দিকে নজর বেশি দিতে চাইছেন৷