আইপিএল দেখছেন? বলুন তো, কমলা আর বেগুনি টুপি এখন কাদের মাথায়?

কলকাতা: ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস। বিরাট কোহলি মাঠে নামবেন মানেই রেকর্ড হবে। এটাই যেন সত্যি!

শুক্রবার চিন্নাস্বামীতে কেকেআর-আরসিবি ম্যাচ ছিল জমজমাট। তবে এই ম্যাচে আরসিবি জিততে পারল না। কেকেআর দাপটের সঙ্গে ম্যাচ জিতল। আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দাবিদারও বদলে গেল এদিন। এতদিন যা ছিল এনরিখ ক্লাসেনের মাথায়, এবার সেটাই কিং কোহলির কাছে ফিরে এল।

আরও পড়ুন- ছেলে হওয়ার পর অনুষ্কার প্রথম ছবি! বিরাটের স্ত্রীকে কেমন দেখাচ্ছে? বড় চমক

আপাতত চলতি আইপিএলে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় বিরাট এখন একে। ৩টি ম্যাচে ২টি অর্ধশতরান। মোট ১৮১ রান তাঁর ঝুলিতে। কোহলি ১৫টি বাউন্ডারি মেরেছেন। ছক্কা হাঁকিয়েছেন ৭টি।

আইপিএল ২০২৪-এ সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটারের রান ২ ম্যাচে ১৪৩। ১৫টি ছক্কা ও ৪টি বাউন্ডারি মেরেছেন তিনি।

অরেঞ্জ ক্যাপের দাবিদার হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। ২ ম্যাচে তিনি  ১২৭ রান করেছেন। কোহলি, ক্লাসেন ও রিয়ান ছাড়া চলতি আইপিএলে কোনও ব্যাটার এখনও ব্যক্তিগত ১০০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

আইপিএল ২০২৪-এর বেগুনি টুপি আপাতত রয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের কাছে। ২ ম্যাচে ৬ উইকেট পেয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা এই তালিকায় রয়েছেন ২ নম্বরে।

আরও পড়ুন- KKR News: আরসিবিকে হেলায় উড়িয়ে দিল কেকেআর, ৭ উইকেটে সহজ জয় নাইটদের

২ ম্যাচে ৫ উইকেট হর্ষিতের। পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে আরেক কেকেআর তারকা আন্দ্রে রাসেল। ২ ম্যাচে ৪ উইকেট তাঁর। তবে ২ ম্যাচে মোট ৮ ওভারের কোটা পূর্ণ করেননি তিনি। বল করেছেন ৬ ওভার।