আইপিএল খেললেই টাকা? ভুল, আইপিএল ছেড়ে এই ক্রিকেটার আজ কোটিপতি

কলকাতা: বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উন্মাদনায়  ফুটছে দেশজুড়ে। বিশ্বের সব দেশ থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে এই কোটিপতি লিগ শুরু হয়েছে।

অনেকেই ভাবেন, আইপিএল খেললেই ক্রিকেটাররা কোটিপতি হন। কথাটা খুব একটা ভুল নয়। তবে এমন একজন ক্রিকেটার আছেন, যিনি আইপিএল থেকে নাম তুলে নিয়ে কোটিপতি হয়েছেন।

বহু ক্রিকেটার আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকেন। কারণ আইপিএল খেললেই বিরাট অর্থ উপার্জন করা যায়। তবে এই ক্রিকেটার অন্য পথে হেঁটেছিলেন। আর সেই পথে হেঁটে তিনি আজ সফল।

আরও পড়ুন- KKR News: চোটের কী অবস্থা! দিল্লির বিরুদ্ধে খেলবেন না কেকেআর তারকা? বড় আপডেট

এমনই একজন আইপিএল খেলোয়াড় যখন দেখলেন যে তিনি ক্রিকেট থেকে তেমন কিছু অর্জন করতে পারছেন না। আর তখনই তিনি নিজের ব্যবসা শুরু করেন। আজ এই অজানা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরাহের মতো জনপ্রিয় ক্রিকেটারদের থেকেও বেশি ধনী।

প্রাক্তন ক্রিকেটার সর্বেশ শশীকে অনেকেই চেনেন না। তামিলনাড়ুর জুনিয়র দলের সহ-অধিনায়ক সর্বেশ রাজস্থান রয়্যালস এবং কোচি টাস্কার্সের মতো আইপিএল দলে খেলেন। তবে তিনি দেখেন ক্রিকেটে তেমন এক্সপোজার পাচ্ছেন না। আর তখনই তিনি নিজের ব্যবসার কথা ভাবেন। ফিটনেস কেন্দ্রিক ব্যবসা করে আজ তিনি কোটিপতি।

সর্বেশ ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। জোরবা নামে একটি যোগ প্রশিক্ষণ সংস্থা শুরু করেন তিনি। ২০১৩ সালে সংস্থাটি চালু করার পরই সর্বেশ যোগব্যায়ামের সঙ্গে দেশের ৫০ কোটি মানুষকে যুক্ত করার লক্ষ্য স্থির করেছিলেন। বর্তমানে দেশের ৩২টি শহরে তাঁর কোম্পানির প্রায় ৯০টি স্টুডিও রয়েছে। Tracxn এর মতে, আজ এই কোম্পানির মূল্য প্রায় ১১৭ কোটি টাকা।

আরও পড়ুন- সার্কাস নাকি! বাংলাদেশ ক্রিকেটে হাস্যকর ঘটনা, ঝোপ বুঝে কোপ কলকাতা পুলিশের

সর্বেশের কোম্পানির বৃদ্ধি দেখে অনেক সেলেব্রিটি বিনিয়োগ করতে শুরু করেন। মালাইকা অরোরা, শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা কাপুর ছাড়াও সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত এবং জেনিফার লোপেজ জোর্বাতে বিনিয়োগ করেছেন। সর্বেশের বাবা শশী কুমারও একজন ব্যবসায়ী।

সর্বেশের সংস্থা আলিয়া ভাট এবং ইয়ামি গৌতম সহ বলিউডের অনেক সেলিব্রিটিদের ফিটনেসের পরামর্শ দেয়। এছাড়া জাহ্নবী কাপুর, শ্রিয়া শরণ, জ্যাকলিন ফার্নান্দেজ-সহ সমস্ত বহু তারকাও তাঁর সংস্থার সঙ্গে যুক্ত।

দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার জসপ্রিত বুমরাহ বিশ্বের অন্যতম সেরা পেসার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারী পর্যন্ত তাঁর প্রায় ৫৫ কোটি টাকার সম্পত্তি ছিল।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯১ কোটি টাকা। সেই তুলনায় সর্বেশ শশীর মোট সম্পত্তি ১১৭ কোটি টাকায় পৌঁছে গিয়েছে এখনই।